![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজুহাতের মুখোমুখী গণতন্ত্রের প্রতিশ্রুতি-
আগাম বর্ষার রঙ মেখে সময়ের আনাচকানাচ লুকোচুরি খেলে
ভো্টের দরবার
দেখা যায় পেরেকবিদ্ধ শৈবাল-প্রবালের সৃষ্টিজঠরে
পাপস্খলিত আগুনের ভিড়
জোনাকিদের হলুদ ছোটাছুটি সন্ধ্যারাগের সীমারেখায়
মুক্তো ছিনিয়ে কৃতকর্মের চালচিত্র দাপিয়ে বেড়ায়
নিকষ সুগন্ধীমাখা অন্ধকারে
তবুও ঋণের বোঝার মতো রোদের পিঠে আটকে যায় ঝিনুক–
সুদের চোরাবালিতে
লোনা বাতাসের সাথে ওড়া দীর্ঘশ্বাসও
কেবলি ঢুকে যায় জীবনকালের ঘরে ঘরে
বেড়ে যায় ক্রমশ ভুলের ক্ষয়, আগুনরঙা প্রত্যাখ্যান….
©somewhere in net ltd.