![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবলি বাড়ে ভুলের মাশুল, পাপের শর্করা
অলিগলিতে রোদ্রের আগুন পোড়ার পর মিথ্যে প্রতিশ্রুতির পসরা-
ক্রোধের কালো রোশনাই
রিমোর্টের বোতাম চেপে দুঃখ ছিটিয়ে বললে
আমি কিছু দেখি নাই…
অতঃপর যথারীতি এম.আর.আই. এর সুড়ঙ্গে
কখনো কোমায়
স্তিমিত হৃদকম্পে হাজারো অঙ্গ-ভঙিমায়
দেখা যায় মেরুদন্ডের জেলির মতো অংশের সাথে
ঝুলে আছে জীবন কোনো মতে
শীতলক্ষ্যার পিঙ্গলজলে দাঁড়িয়ে হিংস্র আগুনের ফলা
ছড়ালে প্রত্ননেশায়
স্বপ্নসাঁকো ভেঙে মেতে ওঠে শবমেলা
সমুখে অগুনতি বিভৎসতা
হৃৎপিন্ড নিভে যায়
তবুও বললে
আমি কিছু দেখি নাই…
©somewhere in net ltd.