নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপদার্থ মানুষ

আমি পূর্ণয়

পূর্ণয়

কিছুইনা

পূর্ণয় › বিস্তারিত পোস্টঃ

ভোট দিমু

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

আওয়ামীলীগকে আমি আগে থেকেই অপছন্দ করি কারণ তাদের কাছে রাজনীতি একটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষমতায় না থাকলে ইনভেস্ট আর ক্ষমতায় আসলে প্রফিট আর জামাত-শিবিরকে খুব বেশী ঘৃণা করি কারণ তারা ধর্মকে ব্যবহার করে ঢাল হিসেবে। বিএনপিকে একটি অপরিপক্ক দল হিসেবে বিবেচনা করি যেখানে কতগুলো নির্বোধের সমাগম ছাড়া চোখে আর কিছুই পড়ে না। আর এরশাদ তত দিন পর্যন্ত স্বাবলম্বী ছিলেন যতদিন তার যৌন শক্তি ছিল। তাই আজ তার যৌন ক্ষমতাও নেই তার তাই কিছুই নেই। সে যাইহোক এমন সরকার দরকার যে সরকার এর মন্ত্রীরা দক্ষ হবে। যে সরকারের মন্ত্রীরা নিজেদের মূর্খতার পরিচয় দেশের জনতার মাঝে তুলে ধরবে না। বরং নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মানুষকে আনন্দিত করবে। শাহবাগ প্রজন্ম চত্বর আমার আর ভালো লাগে না। কারণ এখন তাদের পরিবেশটা একটু একপেশে। জামাত যেমন শাহবাগের কাউকে দেখলেই নাস্তিক বলে শাহবাগের নেতারাও এখন কোন বিএনপির পক্ষের লোক দেখলেই রাজাকার বলে। আসলে মূল কথা হল রাজাকার নিধন তা যেই দলেই হোক। তরুণ হিসেবে আমি রাজনীতিবিদদের দক্ষতার পরিচয় দেখতে চাই, রাজাকারদের ফাঁসী চাই। আমি কারো পক্ষে নই তবে আমি রাজাকারদের বিপক্ষে। ধর্মকে পুজি করেও রাজনীতি আমার ভালো লাগে না। ধর্মের কথা বলে রাজনীতি মানে ধর্মের ঘাড়ে পা দিয়ে নিজের ক্ষমতা লাভ। যা ধর্মের চরম অবমানা। যাইহোক দেশের সার্বিক পরিস্থিতিতে হতাশ একজন নাগরিক হিসেবে এটাই আমার অভিমত। নেক্সট নির্বাচনে ব্যলট পেপারে সুপারম্যানের একটা স্টিকার লাগিয়ে তারপর তার উপর সিল মেরে জমা দিয়ে আসব। দেশ বাঁচাতে এখন সত্যিই একজন সুপারম্যান লাগবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

বোকামন বলেছেন: আমি কারো পক্ষে নই তবে আমি রাজাকারদের বিপক্ষে

+

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

আমি ব্লগার হইছি! বলেছেন: আরেকজন কে এমপি বানানোর জন্যে কষ্ট করে ভোট দিতে যাওয়ার দরকার কি?

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

গোলাম রাব্বানী (মুক্তির সৈনিক) বলেছেন: আমার মনের কথা গুলো একদম ঠিকঠাক ভাবে লেখার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার সাথে যোগ করে দিলাম আমার কিছু দিন আগের একটি লেখা

Click This Link

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

মন যাযাবর বলেছেন: তারপরও রাজনীতিই হচ্ছে সর্বোচ্চ মাধ্যম যা দ্বারা একজন মানুষ তার দেশ, সমাজ, পৃথিবীকে সর্বোচ্চ সেবা দিতে পারবে। আবার রাজনীতির মাধ্যমেই সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব।
রাজনীতি শুদ্ধ হবে রাজনীতিকে এড়িয়ে নয়; রাজনীতির সাথে সখ্যতা গড়ে।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ইমরান এইচ সরকার কে পছন্দ হয় / ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.