নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেস-টাইম

there is no problem in the heavens and earth ;) problem lies in three places... beneath, between and within the hells.

গোলাম দস্তগীর লিসানি

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।

গোলাম দস্তগীর লিসানি › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন দেশের জেনারেলদের ব্যাজ, রেঙ্কের নাম ও পরিধি: একখানা জেনারেল মুবারক পোস্ট ;)

২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:২৯

এবং দেখি, আমি জেনারেল।



সাথে সাথে চিন্তায় পড়ে গেলাম, কী জেনারেল?

বিবেক বলিয়া উঠিল, বুরবাক! নিজেকে কি পরিপূর্ণ চতুর্নক্ষত্রখচিত সৈন্যাধ্যক্ষ ভাবিতেছ? ওয়ারেন্ট অভ প্রিসিডেন্সের হ্যাপাসমূহের কথা কি অবশেষে বিলক্ষণ বিস্মৃত হইলে?

আমি বললাম, যাকগা। ব্রিগেডের কমান্ডিং অফিসারই সই।



সাথে সাথে এতটাই ভাল লাগল যে, মনে হল সবুজ উপত্যকায় লালমাটি উড়িয়ে মেটোপথে সাঁইসাঁই করে যাচ্ছি আর্মি অ্যাসাইন্ড নন এসি ল্যান্ডক্রুজারে, সামনে একটা লাল ভেলভেটের উপর সোনালি তারকা। মাথায় সবুজরঙা বেরেটের উপর পদাতিক কোরের ইনসাইনিয়া। দুই কাঁধে সোনালি শাপলার তলায় তিনটা মাথাকাটা পিরামিড। কলারে সেনাপতিসুলভ জর্জেট প্যাচ। প্রিয় চক্রাবক্রা জলপাই-সবুজ পোশাক পরনে। ডানহাতে আলতো করে ধরা গিঁটসহ বার্নিশড বেতের ব্যাটন। বাঁহাতে প্লেইন অ্যান্ড সিম্পল ব্ল্যাক ক্যাসিও, ওঅটরপ্রুফ।



খালি একটা জিনিসই পছন্দ হল না। এইসবের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে দেখি, দুপাশের জুলফিতে পাক ধরেছে। চোখের কোণায় কুঞ্চন।



যাকগা, প্রিয় সামুর অধিবাসী ও অধিবাসিনী সহব্লগার ও সহব্লগারিনীগণ,



বিভিন্নদেশের ব্রিগেডিয়ার জেনারেলদের রেঙ্ক ইনসাইনিয়া ও তাদের প্রাথমিক পরিচিতির প্রতি স্বাগতসহকারে এহ্লান রহিল-



একতারকা জেনারেল



পদবীর ক্রমানুসারে একেবারে শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল। কোন না কোনভাবে ধরে নেয়া হয়েছে, হাজার পাঁচেক সৈনিক মিলে একটা ক্ষুদ্র সেনাবাহিনী। এই বাহিনীর অধিনায়ক একজন সেনাপতি, বা জেনারেল। ব্রিগেডে সাধারণত পাঁচ থেকে দশটা পাঁচ-সাতশো সৈনিকের ব্যাটেলিয়ন থাকে। এই ব্যাটেলিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেলরা সাধারণত রিপোর্ট করেন ব্রিগেডের উপ-অধিনায়ক কর্নেলদের কাছে অথবা ব্রিগেডিয়ারের কাছে। স্বাধীনতার পরপর ব্রিগেডের দায়িত্বে ছিলেন কর্নেলরা।



দেশে ব্রি.জে.’র পদ যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব/ মহাপরিচালক/ অতিরিক্ত মহাপরিচালকের সমমান ধরা হয়।



দুইতারকা জেনারেল বা মেজর জেনারেলরা সাধারণ হিসাবে ডিভিশনের প্রধান বা একটা ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)। ক্যান্টনমেন্ট একটা অঞ্চলে একটাই যথেষ্ট। একাধিক পদাতিক ব্রিগেড থাকবে। সেইসাথে পুরো আর্মিতে যা যা থাকে, তার সবই থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণে। একেবারে স্পেশাল ফোর্স বা প্যারাকমান্ডো ইউনিট/কোম্পানি থেকে শুরু করে সিগন্যাল কোর, মেডিক্যাল কোর, গোলন্দাজ, ইন্টারনাল ইন্টেলিজেন্স- সবকিছু। ক্ল্যাসিক ইনসাইনিয়াগুলোতে দেখা যায় একটা তলোয়ার ও একটা ব্যাটন ক্রস করছে। ব্যাটন দিয়ে অভ্যন্তরীণ শৃংখলায় নিয়ন্ত্রণ ও তলোয়ার দিয়ে স্বয়ংসম্পূর্ণ যুদ্ধপরিচালনার সক্ষমতা বোঝায়।



মেজর জেনারেলদের অধীনে দশ থেকে পঁচিশ হাজার সৈনিক থাকে।এক সময় হিলট্র্যাক্টসে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেলের অধীনে পঁয়ত্রিশ থেকে ষাট হাজার সৈনিক কাজ করেছিল যুগ যুগ ধরে। তারও আগে পুরো সেনাবাহিনীর অধিনায়কই ছিলেন একজন মেজর জেনারেল। এই গতবছর পর্যন্ত পুলিশ চিফের পদবী দুই তারকা জেনারেলের সমান ছিল। এখনো আনসার, এনএসআই, বিজিবি, ডিজিএফআই’র প্রধানের পদবী দু তারকা জেনারেল এবং তারা সেনাবাহিনী থেকেই আসেন।



পদবীতে যুগ্ম সচিব/ সচিবের সমমান ধরা হয়।



আমাদের আর হাতি ঘোড়া মেরে লাভ কী? আমরা বড়জোর জেনারেল জেনারেল বা সাধারণ জেনারেল হতে পারি। তাই আসুন দেখে নেয়া যাক বিভিন্ন দেশের ব্রিগেডিয়ার জেনারেল ও তাঁদের ডাকনাম:



বাংলাদেশ সেনাবাহিনীতে





ব্রিগেডিয়ার (২০০১ সালের আগে), বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল। নৌবাহিনীতে কমোডর ও বিমান বাহিনীতে এয়ার কমোডর।







মেজর জেনারেল







ইন্ডিয়া








ব্রিগেডিয়ার



বার্মা : ব্রিগেডিয়ার জেনারেল



পাকিস্তান







আমেরিকা







জেনারেল/ ব্রিগেডিয়ার জেনারেল।







একটা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক ড্রেসে, আরেকটা কমব্যাট।



চীন দা জিয়াও



রাশিয়া







যেহেতু পদের নাম একই আছে আর পদের ইনসাইনিয়াও এক- কী দরকার এখনকার ম্যাদামারা পিকচার দিয়ে? আমরা সাবেক সোভিয়েত ইউনিয়নের জেনারেল- মেজর (ব্রিগেডিয়ার জেনারেলের) জরিন কাজকর্ম দেখেই তুষ্ট।





ব্রিটেন







ব্রিগেডিয়ার। পরিস্থিতি দেখে তো মনে হয় সারা দুনিয়ার আর্মি রাঙ্কের ক্রমের বিষয় আর তারাটারার সংখ্যার দিক দিয়েও তাদেরই অনুসরণ করে।



ফ্রান্স





জেনারেল দ্য ব্রিগেড। মেজর জেনারেল হল গিয়ে জেনারেল দ্য ডিভিশন।



ইসরায়েল





তাত আলুফ বা আ'ল। এটা গ্রাউন্ড ফোর্সের ব্রিগেডিয়ারের ইনসাইনিয়া।







রূপালীটা এয়ারফোর্স, সোনালি ন্যাভাল। ইসরায়েলে মেজর জেনারেলকে বলা হচ্ছে আলুফ আর



ইরান



জেনাব সম্বোধন করা হয় যে কোন কমিশন্ড অফিসারকে। আমির বা তিমসার বলা হয় যে কোন জেনারেলকে। সারদার বলা হয় যে কোন রেভুলু্শনারি ফোর্সের জেনারেলকে সম্বোধনের ক্ষেত্রে।



সারহাঙ বা সারেঙ হল ব্রিগেডিয়ার জেনারেলের প্রকৃত পোস্ট যেটাকে পশ্চিমা বিশ্ব কর্নেল আকারে দেখায়। ইরানের ফোর স্টার জেনারেল বা পূর্ণ জেনারেলকে পশ্চিম বিশ্ব মেজর জেনারেল বলে সম্বোধন করে। তাতে তাদের যে কী সুবিধা হয়ে যাচ্ছে তা আল্লা মালুম!



সারতিপ দোভোম ও দরিয়াদার দোভোমকে সেকেন্ড ক্লাস ব্রিগেডিয়ার বলা হয়। আসলে এই দুটা হল যথাক্রমে মেজর জেনারেল ও রিয়ার অ্যাডমিরালের পোস্ট।



জার্মানি







ব্রিগেডজেনারেল। জেনারেলমেজর সমান সমান মেজর জেনারেল।



ব্রাজিল





জেনারাল ডি ব্রিগাডা/ ব্রিগেড জেনারেল







কন্ত্রা আলমিরান্তে/ রিয়ার অ্যাডমিরাল





ব্রিগাডিয়ের। ওরা আবার এয়ারফোর্সের মেজর জেনারেলকেও বলে ব্রিগাডিয়ের, লেফটেন্যান্ট জেনারেলকেও ব্রিগাডিয়ের সামথিং সামথিং।





সামুয়ার জেনারেল



নিজের কথা বা নিজের ইনসাইনিয়ার স্ক্রিনশট কী করে দেই? আমি আবার প্রচারবিমুখ অন্তর্মুখী গণতন্ত্রপন্থী মানুষ। তাও যদি দেখতেই হয়, সিনিয়র ক্যাডেট ছিলেন যারা আমার, তাদের অনেকেই রাঙ্কব্যাজ শো করছে, দেখে নিতে পারেন :)

মন্তব্য ৪৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৭

রাহিক বলেছেন: সংগ্রহে রাখার মতো পোস্ট ।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। ইচ্ছা ছিল মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ফিল্ড মার্শাল নিয়েও লেখার। একেকটা ছবি যোগাড়ের হ্যাপাতে হাঁপিয়ে তাড়াতাড়ি থেমে গেলাম।

২| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৮

খেকজ বলেছেন: +++

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা পোস্ট অসাধারণ ছিল ভাই।

৪| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪১

রিফাত হোসেন বলেছেন: আরেকটু গুছানো হলে ভাল হত । :) তবে চেষ্টা করেছেন । :)

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রিফা্ত ভাই ধন্যবাদ। ছবি খুজতে খুজতে শেষে একটু ত্যক্ত হয়ে গেছিলাম। আরো অনেকটা গড়ার ইচ্ছা ছিল...

৫| ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৪

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনার জেনারেল হওয়া সার্থক হইছে।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ মানিক ভাই। আমারো তাই মনে হয়।

৬| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১১

চাচু বলেছেন: ভাল লাগলো ।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থ্যাঙ্কইউ। 'চাচু'!

৭| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১২

সেলিব্রেটি ব্লগার বলেছেন: জটিল :#)

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: স্বাগতম, সেলিব্রিটি ব্লগারের পদধূলিতে আমার ব্লগ ধন্য... :)

৮| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১

জোছনার আলো বলেছেন: গুড পোস্ট।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ জোছনার আলো।

৯| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাস!!

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:১৯

ফারজুল আরেফিন বলেছেন: ওয়ারেন্ট অভ প্রিসিডেন্সের হ্যাপাসমূহ নিয়ে বসেছিলাম একদিন, বৈষম্য চোখে পড়ার মতো। মনে হয় কেমন যেন গুঁজামিল দিয়ে রেখেছে। :P

সুন্দর পোস্ট, জেনারেলকে অভিবাদন! :)

২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাহা...

ওয়ারেন্ট অভ প্রিসিডেন্স নিয়ে আ্চছামত লেখার ইচ্ছা আছে একবার।

কয়েকটা সার্ভিসকে এমনভাবে দাবিয়ে রাখা হয়েছে যে, সম্ভবত সামনে সংঘর্ষ বাধতে পারে।

১১| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:১৮

ফারজুল আরেফিন বলেছেন: সংঘর্ষ বাঁধবে না, কারণ সংঘর্ষকারীদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে রেখেছে। বিষয়টা আমেরিকাকে তোয়াজ করে চলার মতো।

আপনি লিখবেন বলেই অপেক্ষায় থাকি। :)

৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিন্তু বেশি দেরি নাই।

একবার অনুমান করুন তো,
কোন একটা সার্ভিসের অফিসার সম পড়ালেখা করে এবং সমান সম্মান ও লোকবল সহ থার্ডক্লাস, আবার আরেকটা সার্ভিসের সমান পড়ালেখা করা সমান সম্মান ও লোকবল পাওয়া অবস্থায় ফার্স্টক্লাস অফিসার হলে এবং তারা উভয়ে একই জায়গায় একই রাষ্ট্রীয় ক্ষেত্রে কাজ করলে কেমন অবস্থা হয়?

এই জটিলতা চলছে।

গ্রাজুয়েট হয়ে অফিসার রাঙ্কে চাকরিতে ঢুকে আঠারো বিশ পঁচিশ বছর চাকরি করার পর জেলার দায়িত্বপ্রাপ্ত একজন অফিসারকে যদি কখনো থানার ডিউটি অফিসারকে গিয়ে স্যার বলতে হয়, তিনি কি কখনো বলবেন, নাকি থানায় যাবেন? তিনি তো সব সময় সব আন্ত-সার্ভিস অনুষ্ঠান অ্যাভয়েড করবেন।

সংঘর্ষ কি অনিবার্য নয়?

৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:৩১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিন্তু আপনার পোস্টগুলো মেগালিথিক।

শুধু ধৈর্য্য দেখে অবাক হই।

এত সুন্দর করে সময় নিয়ে লিখে তারপর পোস্ট করেন আর সেইসাথে ছবিব্লগগুলো চোখ জুড়ানো।

১২| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:০৫

ফারজুল আরেফিন বলেছেন: যুক্ত হল দারোগা, ওসির নতুন রেঙ্ক। :P

সংঘর্ষ হবে হবে ভাব, কিন্তু সব কিছুই ক্ষোভের কাতারে চলে যাচ্ছে। পাঁচ বছরের আখের গোছানোর ধান্দায় এসব নিয়ে ভাবার সময় কোথায়?
এত অসংগতি নিয়েও দেশ চলছে, অবাক ব্যাপার।

৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাদের রেঙ্কটা প্রাপ্য ও ন্যায্য।

যে মাপের কাজ, সে মাপের রেঙ্ক। কিন্তু সমস্যা হল, অন্যসব সরকারি পদের লোকজন যদি তাদের স্যার বলতে বাধ্য হয় তাদেরচে অনেক অনেক সম্মানের পদে থেকেও, তখন অবস্থা হবে কী?

আমাদের সরকারগুলো নিম্নগামী। দুর্গন্ধ আগেই ছিল, এখন আর টিকতে পারছি না দেশের মানুষ।

১৩| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:২৩

ফারজুল আরেফিন বলেছেন: আপনি যেটাকে ধৈর্য্য মনে করছেন, আমি সেটাকে শ্লথ গতি মনে করছি। মনে হয় সবসময় একটু পিছিয়েই থাকি।

ছবির প্রতি আমার দুর্বলতা বেশি, মূলত চলমান জীবন প্রবাহটাই খুব করে টানে। একটা ছেলে মানুষি ভাব আছে, ঐটাকে ছাড়াতে পারিনা।

মেগালিথিক কাজ করতে ভাললাগে, যদিও বাস্তবে তেমন সুযোগ নেই। নিজের জন্য তিনটা হ্যান্ডবুক বানিয়েছিলাম, এখন আরো দুইটা বানাচ্ছি - এরকম কাজে আনন্দ পাই বেশী। তাই ব্লগেও এমন পোস্ট দিচ্ছি। :)

আমাকে না কোথায় নিয়ে যাবেন, ভুলে গেছেন নাকি? :)

৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার ব্লগে বিস্তারিত দিয়ে দিয়েছি তো যাবার ঠিকানা টিকানা সহ...


আপনি বড় আকৃতির কাজগুলো করতে দারুণ সাকসেসফুল হবেন।

(ভাবছি আপনি আর আমি মিলে ৫০০-৬০০ পেজের ইংরেজি থ্রিলার উপন্যাস লেখা শুরু করে দিব নাকি...)

আপনি বলছেন চলমান জীবন প্রবাহ টানে, আমিতো দেখি আপনাকে টানে সামান্য মুভমেন্ট সহ প্রকৃতি।

১৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:২৫

ভুলোমন বলেছেন: সুন্দর পোস্ট ।

আর একটু গুছিয়ে লিখলে আরো সুন্দর হতো ।

+++++++++++++

৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই, সবদোষ মডেমের। (কে আর নিজের উপর দোষ নিতে চায়)

আমার ডাটা লিমিট শেষ হয়ে গেল, আর ছবি তো আসে না! বিরক্ত হয়ে অগোছালোভাবেই দিয়ে দিয়েছি।

(আসলে এটা কাজের বেলায় মোটেও জেনারেল পরিচিতি হয়নি... জেনারেল হওয়ার সাথে সাথে উচ্ছ্বাসের পোস্ট তো...)

১৫| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৬:৩৫

শামিম অমি বলেছেন: বাংলাদেশের ব্রিগেড গুলোতে ৩,৫০০-৭,০০০ লোকবল থেকে। যা, অনেক আধুনিক বাহিনিতেও নেই। তাও, কর্নেল এর তত্ত্বাবধানে থাকে অনেক সময়।

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৩৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হ্যা, আমেরিকায় তো হাজার তিনেক সৈনিক হলেই ব্রিগেড বানিয়ে ব্রিগেডিয়ার ঝুলিয়ে দেয় প্রায়ক্ষেত্রে।

তবে বাংলাদেশে অফিসার সঙ্কট তা কিন্তু বলা যাবে না। বিডিআর, আনসার এবং অনেক সিভিলিয়ান অফিস চলছে আর্মি অফিসার দিয়ে।

১৬| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৬:৩৭

শামিম অমি বলেছেন: ঊল্লেখ্য, আমার সামরিক বাহিনীর প্রতি অসম্ভব ভালোবাসা আছে; যেটা, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আপনাকে পেয়ে , অনেক ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন।

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক ধন্যবাদ শামিম ভাই।

আপনার বাবা কি সামরিক বাহিনীতে ছিলেন?

আপনার মন্তব্যগুলো মন ছুঁয়ে গেল ভাই। অন্যরকম একটা শীতলতা বয়ে গেল মনের ভিতর দিয়ে। আপনিও অনেক অনেক ভাল থাকবেন।

১৭| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৭

অজানার সন্ধানে বলেছেন: ভাল লাগলো..
"ধন্যবাদ ভাই। ইচ্ছা ছিল মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ফিল্ড মার্শাল নিয়েও লেখার। একেকটা ছবি যোগাড়ের হ্যাপাতে হাঁপিয়ে তাড়াতাড়ি থেমে গেলাম।"

অপেক্ষায় রইলাম সকল রেঙ্কের নাম ও পরিধি পোস্টের জন্য...

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাহলে তো লিখতেই হয়। কোন উপায় নেই জনাব, এই জলাশয় আমাকে পাড়ি দিতেই হবে!

১৮| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ++++++++

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চেয়ারম্যানসাব! ইনুইস্যায় গুন্ডা পাডায়া আমার গডিবাডি ব্যাবাক সাবাড় করি হালদিসে! আম্নে দ্যাশের মা-বাপ! কিসু করেন।

১৯| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: ভালো পোস্ট

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই!

২০| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১১

স্পেলবাইন্ডার বলেছেন:


আপনি কি অবসরবিহীন নাকি অবসরপ্রাপ্ত? B-)

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ছ্যা ছ্যা কী বলেন? মাত্র রেঙ্ক পেলুম!

২১| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৭

দূর্যোধন বলেছেন: জেনারেল মুবারক।
লিসানি আর সানি লি.....এর মাঝে পার্থক্য খুবই কম দেখছি ;)

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দূর্যোদা! পেন্নাম পেন্নাম! আমার ব্লগে কাকে পেলুম!

জীবনে আপনার ধারার লেকাজোকা দেকিনি মাইরি বলচি! খোদার কসম, ওই মানের রম্য দেখার ভাগ্য হয়নি।

(দোষতো আমার নয়, যখন কমেন্ট করছেন তখন মনে ওই উনি ছিলেন কিনা, সেইসাথে অপিচ আমার ভাবনাকেও কিঞ্চিৎ স্থান করে দেয়াতে যে বস্তু তৈরি হল, ওটাকেই মুঘল বাবুর্চি চালে-মাংসে বিরিয়ানী নাম দিয়েছিল!)

২২| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: ইংরেজি থ্রিলার উপন্যাস!!!
ভয় পেলাম। এতোটা যোগ্যতা হয়নি এখনো, অপূর্ণতা অনুভব করি। :(

আপনি লিখেন, আমি পড়বো। :)

০৯ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই একলা লেখা মহা ঝামেলা।

মাথাটা সব চিন্তা থেকে সরিয়ে টানা ছমাস আগে রাফ কাহিনীর ছক করতে হবে।

তারপর অন্তত তিনমাস নেট ঘেটে বের করতে হবে যে, এই কাহিনীটা হতে যাচ্ছে ইউনিক।

তারপর অন্তত এক বছরের জন্য নির্বাসন টাইপের আইসোলেশনে গিয়ে একাধারে লিখতে ও কাগজ ছুড়ে ফেলতে হবে।

সবশেষে অন্তত ছমাস রিভাইস, রিভিউ, প্রিভিউ, এডিট এবং সবশেষে প্রোডাকশন হাউসের সাথে দেখা সাক্ষাত হলে সেখানেও মাস তিনেক তো বিজি থাকতেই হবে।

এই হল হ্যাপা।

কিন্তু ইংলিশ থ্রিলার কোন বিশেষ কিছু না। সঠিক ফর্মুলায় তেল মসলা পিয়াজ আদা আর ডালচাল দিয়ে যেমন সব সময় খিচুড়ি রাধা যায়- থ্রিলার তেমনি খিচুড়ির মত রান্নায় সহজ ও সহজপাচ্য সববয়েসির উপযোগী হটকেক খাবার।

আসেন না, ছটা-সাতটা ইউনিক থ্রিলার বাজারে ছাড়ি আগামি বছর আটেকের মধ্যে, তারপর দুজনে ভাগ করে নিবনে, চার হাজার কোটি করে-

নাহলে তো সারা জীবন :( সংসার টেনেই যেতে হবে :((

২৩| ১৬ ই আগস্ট, ২০১২ সকাল ৮:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অসাধারণ।

জেনারেল মুবারাক মানে? আপনি কি নতুন ব্লগার? :||

১৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জেনারেল মুবারাক মানে হল,

আদিকালে সামুতে যখন কাউকে শাস্তিমূলকভাবে জেনারেল করা হত,
বা বেশি দিগদারীর কারণে জেনারেল করে রাখা হবে এমন বোঝা যেত (ফলে লেখা বেশিক্ষণ থাকত না), তখন আগাম শাস্তির সংবাদ আসত সহব্লগারদের কাছ থেকে, জেনারেল মুবারক।

আমি বিলক্ষণ নতুন ব্লগার।

কিন্তু অতীত ও বর্তমানে স্বচ্ছ্বন্দ্য বিচরণ রয়েছে। :|

২৪| ১৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এত কঠিন ভাষা। বুঝিনা :| :(

১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: না... আমি ব্লগার নতুন।

পুরনো লেখাগুলো দেখতাম প্রায়ই। তাই জেনারেল মুবারকের ইতিহাস জানা আছে।

৯৪% মার্ক পাওয়া স্টুডেন্টদের কথা শুনলে ভয় লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.