![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'মুক্ত মত- মুক্ত পথ' শ্লোগান কে সামনে রেখে সৌদি অারব,রিয়াদে অনুষ্ঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম রিয়াদ(সিবিএফ রিয়াদ)'এর মত বিনিময় সভা!
বৃহস্পতি বার(২৭/১১/২০১৪ইং) রিয়াদের হারা'য় অনুষ্ঠিত এই মত বিনিময় সভা ব্লগার,লেখক,কবি-সাহিত্যিক ও সাংবাদিক সহ সৃষ্টিশীল মানুষদের মিলন মেলায় পরিনত হয়!
কানায়-কানায় ভরে উঠা অনুষ্ঠানটি হাফেজ কামরুল ইসলামের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়!
অনুষ্ঠানের সঞ্চালক ব্লগার বিপ্লবীর উদ্বোধনী বক্তব্য এবং ব্লগার তীর্যক-১০ মূল নিবন্ধ পাঠ করেন!
'ব্লগ কি ও কেন? ব্লগারদের করণীয় ও প্রভাব,এবং ব্লগার ও লেখকদের সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা' তুলে ধরেন মূল নিবন্ধে!
এরপর উন্মুক্ত আলোচনায় প্রানবন্ত হয়ে উঠে পুরো মতসভা!ব্লগারদের ঐক্যবদ্ধ হওয়ার অারোপ করেন সবাই!
উন্মুক্ত আলোচনায় কবি তৌহিদ ইবনে ইউসুফ বলেনঃ'প্রবাসে আমাদের সংগঠিত হওয়ার বিকল্প নেই!কিছু করতে হলে এক হতেই হবে! সিবিএফ রিয়াদের ব্যানারে আমরা সাহিত্য চর্চা করতে পারি!'
সাংবাদিক সিরাজুল হক মানিক(দৈনিক নয়াদিগন্ত,সৌদি প্রতিনিধি) সুন্দর আশ্বাস দিয়ে বলেনঃএখানে লেখক-সাংবাদিক হতে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে!এ সংগঠন সৃষ্টিশীলদের প্লাটফর্ম হবে!'
ব্লগার কাহাফ বলেনঃ ' প্রবাসে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত কঠিন।তবে,ব্লগার লেখকদের এ ধরণের সংগঠন থাকলে সাহিত্যপ্রেমীরা লিখতে উৎসাহিত হবে।তাই যে কোন মুল্যে অামাদের এই সংগঠন কে এগিয়েই নিতে হবে।'
'সিবিএফ অামাদের কী দিবে?' এই শিরোনামে ব্লগার লোকমানের অালোচনা ব্লগের প্রতি মানুষকে অাগ্রহী করেছে নিঃসন্দেহে!
সমাপনী বক্তব্যে ব্লগার সোনালী দিন উপস্হিত সবাই কে অান্তরিক ধন্যবাদ জানিয়ে বলেনঃ 'আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে।সিবিএফ রিয়াদ তাই এ মতবিনিময় সভার আয়োজন করেছে।আপনাদের প্রতিটি গুরুত্বপুর্ণ মতামত অবশ্যই অামরা বিবেচনা করবো। আপনাদের সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় ব্লগার ও লেখকদের এ সংগঠন শক্তিশালী হবে-এটিই অামাদের প্রত্যাশা।'
এতে অারো উপস্হিত ছিলেন..
সাংবাদিক নূরুল অানোয়ার,ফরিদ মাহবুব,মোখতার হোসেন,মোশাররফ হোসাইন রতন,সাঈদুর রহমান,মামুনুর রশিদ সহ রিয়াদ কমিউনিটির ব্লগার ও লেখকবৃন্দ...।
এমন সুন্দর একটি অনুষ্ঠান কে স্মৃতির এ্যালবামে স্মরণীয় করে রাখতে ফটো সেশনে অংশ গ্রহন করেন সবাই!
অায়োজকদের পক্ষ থেকে নৈশভোজের অামন্ত্রণ ছিল উপস্হিতিদের জন্য।
সুস্হ্য-সুন্দর অাদর্শিক পরিবর্তনে সিবিএফ রিয়াদের পথচলা হোক অসত্যের বিরুদ্ধে দূর্বার গতিময়-এই শুভ কামনা!!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
কাহাফ বলেছেন: এখন ফটো অাপলোড ঠিকই দিতে পারলাম!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩১
কাহাফ বলেছেন:
ফটো আপলোড দিতে পারলাম না!
এডিট করার অপশনও জানি না!
নেট জগতে নতুন আমি!