![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাস জীবনে সময় কে মেপে মেপে ভাগ তবেই চলতে হয়।
অফিসের ডিউটি,রান্না-বান্না,কাপড় কাচা,খাওয়া-দাওয়া,ঘুম,বন্ধুদের সময় দেয়া,এমন কি ব্যক্তিগত কাজগুলোও নির্ধারিত সময়েই সারতে হয়।
ভৌগলিক ভাবে অনেক দূরে ছেড়ে অাসা প্রিয়জনদের সাথে দু'এক কথার চালাচালি,তাও সময় মেপেই!
সংগত কারণেই ঘুমের টাইমে মোবাইল অফ থাকে সাদ হাসানের।
ঘুম থেকে উঠে প্রতি দিনের মতই মোবাইল অন করলেন সাদ হাসান। কল এ্যালার্ট চালু থাকায় কয়েকটা মেসেজ অাসল। ধক করে উঠল তার বুক টা! অশুভ কিছুর অাশংকা পরিবেশটা কে গুমোট করে দিল যেন!
বাড়ির নম্বর থেকে কল!এমন তো হওয়ার কথা না!
সাদ হাসানের টাইম সিডিউল তো জানা অাছে তাদের, কেন কল তবে.....!
ফোন দিলেন তখনি। মুহুর্তেই অনাকাংখিত খোশ খবরে প্রশান্তির নহর বয়ে গেল যেন!
পৃথিবীর সব চেয়ে সুখী কয়েক জনের এলজন মনে হল নিজে কে!
অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো.....অালহামদু লিল্লাহ! অালহামদু লিল্লাহ!!
'অামার জীবনের সারা টা অস্তিত্ব জুড়ে যার উপস্হিতি,সকাল-দুপুর-সন্ধা-রাত যার ভাবনায় কেটে যায়,যাকে বিনে জীবন অর্থহীন মনে হয়।সেি স্বপ্নের রানী 'জারিসা' বিয়ে করতে রাজী হয়েছে! তাও অাবার অামাকে!!
স্বপ্নময় এক ভালবাসার রাজ্যে হারিয়ে যায় একজন সাদ হাসান।
পৃথিবীর সব কিছুকেই সুন্দর মনে হচ্ছে এখন! সবাইকে কত অাপন লাগছে! কতই না মায়াময়!!!
#অনুগল্প
©somewhere in net ltd.