নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিয়তীর হাত ধরে চলেছি শুধু,পরিণাম সে তো আমি জানি না!\"

কাহাফ

কাহাফ › বিস্তারিত পোস্টঃ

এতোটাই লোভী.........:P:P:P

১৩ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৩


এক লোক ছিল খুবই লোভী প্রকৃতির,সারাটা বেলা কাটতো তার লোভের চিন্তায়!
বিনা পরিশ্রমে,মুফতে খেয়ে জীবন কাটানোর ধান্ধায় থাকতো সদা।
অনাহুত মেহমান বনে উপস্হিত হতো দাওয়াতে! খাবার সংশ্লিষ্ট অায়োজনে গরহাজিরী অসম্ভব তার পক্ষে।

ছোট শিশুরাও পিছু নিয়েই থাকতো তার, সরাতে পারতো না কাছ থেকে।

একবার নিজের কাছ থাকে বাচ্চাগুলো কে সরাতে মিছেমিছি সে বললঃ
'শুন বাচ্চারা! তোমরা সকলে অামার পিছু পড়ে অাছ,অথচ পাশের মহল্লায় দাওয়াতের খাবার অায়োজন চলছে!
যাও তাড়াতাড়ি ওখানে!'

এমন কথা শুনে অবুঝ বাচ্চারা দৌড়ে চলে গেল ওদিকে।

এ কথা বলার পর লোকটি নিজেও চিন্তা করতে লাগল, অাচ্ছা এমনও তো হতে পারে- অাসলেই ওখানে দাওয়াত অায়োজন চলছে! খাওয়া যাবে পেট পুরে!

'তাহলে অামি কেন বসে অাছি!' এই ভেবে লোকটিও দৌড়াতে লাগল বাচ্চাদের পিছুপিছু,দ্রুত!!!


(নাফহাতুল অারব।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯

সুমন কর বলেছেন: হুমম :(

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

কাহাফ বলেছেন:
লোভ কে সংবরণ যেন আমরা করতে পারি!
ধন্যবাদ অাপনাকে!!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

নুরএমডিচৌধূরী বলেছেন: হুমম
লোভী ছিল :-P

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

কাহাফ বলেছেন:
এতো লোভ ভাল না! অামরা লোভ কে পরিহার করতে যেন পারি সেই দোয়া চাই!
শুভ কামনা রইল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.