![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের রাতে খড়ের অাগুন জ্বালিয়ে, পরিবারের সবাই এক সাথে মিলে গল্প-অাড্ডা,কিস্যা-কাহিনী,ধাঁধা-উত্তর নিত্যকার এই সব প্রাণোচ্ছল মধুর স্মৃতি বারবার নষ্টালজিকতায় নিয়ে যায়!
সেই সব দিন গুলো ফিরে পেতে বড় সাধ জাগে!!
ধাঁধা দিয়ে অন্যকে কাবু করার মজার দৃশ্য অাজও ভেসে ওঠে দৃষ্টি সীমানায়!
কতই না বৈচিত্রময় উপস্হাপনায় ভরপুর থাকতো সেসব অাসর!!
শৈশবে শুনা একটি ধাঁধা তুলে ধরলাম,কিছুক্ষণের জন্যে হলেও সবাই যেন যায় ফেলে অাসা মধুর অতীতে,,,,,,,,,,,,,,
সদ্য বিদেশ ফেরত এক ব্যক্তি, অনেক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন তার ভালবাসার মানুষের সাথে দেখা করতে ওদের বাড়ি গেল! বাড়ির পুকুর ঘাটে পৌছেই বেচারার ভাবনা বিক্ষিপ্ত হয়ে গেল! সকল স্বপ্নসাধ ভেংগে গেল যেন!
তার স্বপ্নের রানী-ভালবাসার খনি প্রিয়তমা পরম মমতায় একটা ছোট্ট শিশু কে গোসল দিচ্ছে!
লোকটি ভাংগা ভাংগা অাওয়াজে জিগ্যেস করলঃ 'ও' কে....???
মেয়েটি বিষয়টা অাঁচ করে রহস্যময় ভংগিতে জবাব দিলঃ
'যা ভাবছ টা নয়,
ছেলে কিন্তু অামার নয়!
ছেলের পিতা যার শ্বশুর,
তার পিতা হবে অামার শ্বশুর!!'
মেয়ের এমন জবাবে তো লোকটির মাথা অারো অাওলিয়ে গেল!!
'মেয়ে ও ছোট্ট শিশুর মধ্যকার সম্পর্ক' নিরুপণ করে অাপনারা সকলেই লোকটি কে সাহায্য করতে পারেন!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
কাহাফ বলেছেন:
মাথা তো ঘুরছে লোকটার!
অাপনিও কি এমন রোগী???
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
কালের সময় বলেছেন: বেশতো হয়েছে
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০
কাহাফ বলেছেন:
ধন্যবাদ অাপনাকে!
অনুভূতি রেখে যাওয়ায়!!!
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
যোগী বলেছেন:
ভাই-বোন???
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
কাহাফ বলেছেন:
'যোগী' মানুষের কথা সঠিক না হয়ে পারে???
অনেক ধন্যবাদ অাপনাকে!!!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
আজিজার বলেছেন: ভাই-বোন
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
কাহাফ বলেছেন:
লোকটির সাহায্যে এগিয়ে অাসায় শুকরিয়া অাপনাকে!
যথার্থই বলেছেন!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
আহলান বলেছেন: জটিল লাগতাছে ...মাথা ঘুরান্টিস দিতাছে ....