![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের চির দুশমন শয়তান ইবলীস! হেদায়েতের সুমসৃন রাস্তা থেকে মানুষকে গোমরাহী আর ভ্রষ্ঠতার পংকিল পথে টেনে নিতে অহর্নিশ প্রচেষ্টার কমতি নেই ওর!
স্বীয় শয়তানী কর্মকান্ড সুচারু রুপে অান্জাম দিতে এই মানুষের মধ্য থেকেই কিছু নিকৃষ্ট স্বভাবের লোক কে সহযোগী বন্ধু হিসেবে গ্রহন করে সে!
মানবতার মুক্তি দিশারী, রহমতের অাধার প্রিয় নবী মুহাম্মদ সাঃ একবার শয়তান ইবলীস কে জিগ্যেস করলেনঃ 'অাচ্ছা- অামার উম্মতে তোমার কতজন বন্ধু অাছে তা কী বলবে একবার?'
মুচকী হেসে শয়তান উত্তরে জানালঃ 'আপনার উম্মতের মধ্যে দশ শ্রেণীর লোক অামার বন্ধু! অার তারা হলঃ
#একঃ জালিম শাসক, তথা ফ্যাসিষ্ট শাসন ব্যবস্হার নেতৃবৃন্দ অামার বন্ধু।
#দুইঃ অহংকারী ব্যক্তি। ক্ষমতা-অর্থবিত্ত্ব নিয়ে অহংকারী শ্রেণী অামার বন্ধু।
#তিনঃ সেই সব সম্পদশালী অামার বন্ধু, যারা সম্পদ অাহরণে ও বিতরণে বেপরোয়া হয়ে চলে।
#চারঃ সেই সমস্ত অালেম, যারা জালিম শাসক কে সমর্থন-সহযোগীতা করে।
#পাঁচঃ অসাধু ব্যবসায়ী সমাজ অামার বন্ধু।
# ছয়ঃব্যবসায়ীদের মধ্যে যারা অনৈতিক পন্থায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে দ্রব্যাদি গোদামজাত করে রাখে, তারা অামার বন্ধু।
#সাতঃ সমাজে অশ্লীলতা-অনাচার-ব্যভিচার ছড়ায় যারা, তারা অামার প্রিয় বন্ধু।
#অাটঃ সমাজের সুদখোর ব্যক্তিরা অামার পছন্দের বন্ধু।
#নয়ঃ যারা মদ পান করে, মাদকতার বিস্তার ঘটায় তারাও অামার বন্ধু।
#দশঃ হে নবী! অাপনার উম্মতের মধ্যে সেই সব ব্যক্তিরাও অামার বন্ধু, যারা কৃপণ।"
এই দশ শ্রেণীর মানুষই অাপনার-অামার-সমাজের চার পাশেই অাছে! বর্তমান সময়ে এরাই অামাদের দন্ড-মুন্ডের মালিক! শয়তানের বন্ধু এই প্রকৃতির মানুষগুলো দিয়েই ইবলীস তার সকল কর্মকান্ড পরিচালনা করছে নিশ্চিন্তে!!!
*হাদীস বর্ণনায়- হযরত অাব্দুল্লাহ ইবনে অাব্বাস রাঃ।
*সুত্রঃ অাল মুনাব্বিহাত- ইবনে হাজার অাসকালানী রহঃ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
কাহাফ বলেছেন:
এই দশ শ্রেণী মানবতার চরম দুশমন!
স্বীয় নৈতিকতায় বলীয়ান হয়ে সম্মিলিত জোড়াল পদক্ষপে এদের কে নির্মুল করা যাবে!
অনুভূতি পুর্ণ মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ অাপনাকে!!!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
সরদার হারুন বলেছেন: আমি যখন দ্বিতীয় শ্রেনীতে পড়ি তখন বাবার মুখে শুনেছি ।
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
কাহাফ বলেছেন:
শিশুকালের মাতা-পিতা দেয় শিক্ষা অনেক কাজে লাগে!
অাপনার 'বাবা' সহ অাপনাকে অনেক ধন্যবাদ!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
মুশে হক বলেছেন: উক্ত দশ বন্ধুকে সমাজ থেকে বিতাড়িত করা অথবা প্রতিহত করার উপায় কি? গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া ঐ বন্ধুদের বিতাড়ন সম্ভব কি?