নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিয়তীর হাত ধরে চলেছি শুধু,পরিণাম সে তো আমি জানি না!\"

কাহাফ

কাহাফ › বিস্তারিত পোস্টঃ

এ্যাম্বিগ্রাম.....(\'কাহাফ\'শব্দের)

২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫২




এ্যাম্বিগ্রাম....কাহাফ
----------------------
এ্যাম্বিগ্রাম সম্পর্কে প্রথম ধারণা পাই 'বিদগ্ধ ব্লগার অবাক মুসাফীর'
ভাইয়ের লেখায়,বিডি টুডে ব্লগে!

এর আগে কোনই ধারণা ছিল না এ বিষয়ে!
অন্য সব ক্যালিওগ্রাফের মতই মনে হত এ্যাম্বিগ্রাম কেও!

আভিধানে দৃষ্টি দিলে দেখা যায়-
'এ্যাম্বি' শব্দের অর্থ 'উভয়' আর 'গ্রাম' এর অর্থ 'শব্দ'!
দু'য়ে মিলে দাড়ায়- 'উভয় শব্দ'!
কোন শব্দ কে সোজা করে বা উল্টে করে
উভয় ভাবেই পড়তে পারাই হল এ্যাম্বিগ্রাম!

অর্থাৎ কোন শব্দ সোজাসুজি পড়া যাচ্ছে, আবার ১৮০ ডিগ্রি
রোটেট করলেও (উল্টালেও) হুবহু সেই লেখাই দেখা যাচ্ছে!
এ ধরণের শব্দ কে বলে 'এ্যাম্বিগ্রাম'!

‪#‎শ্রদ্ধেয়_ব্লগার_অবাক_মুসাফীর‬' ভাই আমার ব্লগ নেইম 'কাহাফ' কে
এ্যাম্বিগ্রাম করে দিয়েছেন!

করুণাময় মহান রবের কাছে উনার হায়াতে তাইয়েবা
এবং সর্বাংগিন সাফল্যের দুয়া করছি!
আমিন ছুম্মা আমিন!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ্যাম্বিগ্রাম সম্পর্কে জানা হলো
ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

কাহাফ বলেছেন: ধন্যবাদ অনুভূতি জানিয়ে যাওয়ায়!!!

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৪

নাবিক সিনবাদ বলেছেন: চমতকার কাজ

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

কাহাফ বলেছেন: চমতকার একটা ধন্যবাদ অাপনাকেও!!!

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২১

আরণ্যক রাখাল বলেছেন: বাহ! ভালই তো
পিকটা উল্টা করতে হবে দেখতে হলে

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

কাহাফ বলেছেন: অাসলেই চমতকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.