![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্যাবের হাতে আরও দুজন মারা গেল, নিহত দুইজনই বয়সে একদম তরুণ, কিশোরই বলা চলে, পলিটেকনিকের ছাত্র। জীবন কি - এটা বুঝে ওঠার আগেই তাদের প্রাণ দিতে হলো । ওই দুই ছাত্রের সহপাঠীরা বলেছেন, তাদের এই বন্ধু দু জন কোনভাবেই সন্ত্রাসী নয়। নিহতদের বন্ধুরা তাদের পক্ষে ভালো ভালো কথা বলবে- এটাই তো স্বাভাবিক। যেটা অস্বাভাবিক সেটি হচ্ছে, থানা পুলিশের মতো ছিদ্রান্বেষী সংস্থাও যখন বলে, নিহত দু’ জনের বিরুদ্ধে কোন মামলা কিংবা কোন অভিযোগ নেই, তখন আমাদের হাত পা ঘেমে ওঠে। র্যাবের হাতে মারা যাবার পর যখন থানা পুলিশ বলে যে, নিহতরা নির্দোষ , তখন আমরা, যাদের বিরুদ্ধে কোন মামলা নেই, অভিযোগ নেই, তারাও আতংকে ঠান্ডা হয়ে যাই- এই ভ্যাপসা গরমের রাতে। র্যাব কেবল ভয়ংকর সন্ত্রাসীদের মারে - এতদিনের এই আত্মতৃপ্তি গলার কাঁটা হয়ে আমাদের কামড়াতে থাকে।
যদিও এক্ষেত্রে র্যাব যথারীতি একটি গল্প শুনিয়েছে। টিভিতে দেখলাম রাস্তায় পড়ে আছে দুটো লাশ, লাশের পাশে দু’টি অস্ত্র। আমার সন্দেহটা এখানেই হয়। অস্ত্র উদ্ধারের পর সেটি পুলিশের জিম্মায় না থেকে কেন লাশ দুটির পাশে রাখা আছে, সেটি কি কেবল ফটোসেশনের জন্য ? ওরা যে অস্ত্র বহন করছিলো - এটা প্রমাণের জন্য ? এজন্যই অস্ত্র রাখা আছে লাশের পাশে ?
একটা সংস্থা যখন কারো মৃতুকে জাস্টিফাই করার জন্য রাজপথে লাশের পাশে অস্ত্র ফেলে রাখে, তখন বুঝতে হবে সংস্থাটি নিজেই জানে এই মৃতু্টা ততটা জাস্টিফাইড না।
এখানে আমরা কীইবা বলতে পারি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন কিংবা আল্লাহ , র্যাব এবং পুলিশ যা করে ভালোর জন্যই করে।
এদেশে র্যাবের সমালোচনা করা আর আল্লাহর সমালোচনা- দুটো একই জিনিস। কেউ সেটা করেনা - অন্তত: প্রকাশ্যে না। করলেও সেটি খুব বিপদজনক একটি ব্যাপার। এই দেশে র্যাব এখন ঈশ্বরের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। কোন দুর্ঘটনা ঘটলে আমরা বলতে পারি, আল্লাহ, তুমি এইটা কি করলা? র্যাব কোন ঘটনা ঘটালে আমাদের সেটি বলারও সাহস নেই। আল্লাহর সমালোচনা করলে - উনি তেড়ে আসেন না আমাদের মারতে। র্যাব আসে। র্যাব ১, র্যাব ২, র্যাব ৩ – এই রকম অসংখ্য র্যাব আছে, যদিও এই দেশে ঈশ্বর নিদারুনভাবে একা ... আল্লাহ-১ , আল্লাহ ২ বলে কিছু নেই। কখন যে কোন র্যাবের কোন টিম কোথা থেকে এসে টেনে দিয়ে যাবে, এই আধা মেঘলা রাতে, গুলি করে ফেলে রাখবে রাস্তায়, পরদিন প্রেসে পাঠিয়ে দেবে আগে থেকে তৈরী করা প্রেস রিলিজ, আশীফ এন্তাজ রবি নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই রবি নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পরের দিন মরবে আরেকজন , পুরো বাক্যটা একই রকম থাকবে, কেবল আশীফ এন্তাজ রবি জায়গায় অন্য কারও নাম বসবে।
কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিনা বিচারে হত্যা বন্ধ হবে। এই সংবাদ প্রকাশিত যেদিন হয়েছে- সেই একই দিনে অন্তত: দুটি ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। র্যাব কি ফ্রাংকেনস্টাইন হয়ে যাচ্ছে ? নাকি স্বরাষ্ট্রমন্ত্রির কথাও র্যাব শুনছে না ? আজ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এটি একটি অপসংস্কৃতি, এটি একদিনে বন্ধ হবে না। র্যাব যাতে মানুষ না মারে , সেজন্য কি একটি নির্দেশ যথেষ্ট না? মন্ত্রি যখন বলেন, এটি ধীরে ধীরে বন্ধ হবে, তখন আমাদের মনে সেই আশংকায় মাথাচাড়া দিয়ে ওঠে র্যাব কি আসলেই ফ্রাংকেনস্টাইন হয়ে উঠছে ?
আমরা একটা ভয়ংকর সমাজে বসবাস করছি। একটা গাঢ় অন্ধকার ধীরে ধীরে চারিদিক থেকে আমাদের গ্রাস করছে- এটি কি আমরা বুঝতে পারছি ? খুব সম্ভবত: এটিই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে খেলাচ্ছলে মানুষ হত্যা করা হচ্ছে। এখানে চাল ,আটা ,রুটি, ময়দা, সুজি কিংবা বোতলজাত পানি কোন কিছুই সস্তা নয়, সস্তা কেবল মানুষের জীবন।
দুটি বাস পাল্লাপাল্লি চলতে গিয়ে দূর্ঘটনায় পড়ছে , অননুমোদিত লঞ্চে নদী পাড়ি দিতে গিয়ে লঞ্চ ডুবছে, আবহাওয়ার সংবাদ সময়মতো না পৌছায় ঝড়ের কবলে পড়ছে মানুষ, ফলত: মানুষ মরছে, ইদুরের মতো, মশার মতো , আচমকা এক সাথে অনেকজন অথবা ধুঁকে ধুঁকে ...
কেন ঘটছে এসব- কারণ এখানে - এই মৃতু্ উপত্যকায় মানুষের জীবন ঢের সস্তা হয়ে গেছে
রাষ্ট্র যখন এইসব মস্তানি অনুমোদন করে তখন গোটা সমাজের চেহারা এমটাই হয়। সমাজের মানুষগুলো ক্রমান্বয়ে হয়ে ওঠে হিংস্র , বদ্ধ উন্মাদ ... এই ক্রসফায়ার ট্রেন্ড চালু করেছিলো জামাত বিএনপি সরকার, যাদের শরীর বাংলাদেশে আর মাথা আছে মধ্যপ্রাচ্যীয় কোন মরুও দেশে যেখানে প্রকাশ্যে মানুষের গলাকাটা হয়।
সবার উপরে মানুষ। মানুষের উপরে আর কেউ নেই- র্যাব তো নয়ই- এটা হয়তো র্যাব ভুলে গেছে - কিন্তু একজন আশীফ এন্তাজ রবি ( যে এখনও নিহত হয়নি কিংবা কাল আল্লাহ চাইলে এবং তাদের দয়া হলে হতেও পারে ) এটা ভুলে নি।
সবার উপরে মানুষ সত্য।
৩০ শে মে, ২০০৯ রাত ২:১৩
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ:
লাল দরজা নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই লাল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
২| ৩০ শে মে, ২০০৯ রাত ২:১৯
দেশী পোলা বলেছেন: যখন ছিনতাইকারী, ডাকাত, সর্বহারা, জেহাদী জংগী, বিপ্লবী বিডিআরদের হাতে সাধারন নির্দোষ কিশোর নিহত হয়, তখন আপনার এরকম কান্নাকাটি দেখি না কেন?
র্যাব বানিয়েছে যে সরকার, সেটাকে ভোট দিয়ে তো আপনিই উঠিয়েছেন। সরকারের কর্মকান্ডের কিছু ভাল না লাগলে রাস্তায় নেমে প্রতিবাদ করুন, লাশ নিয়ে মিছিল করুন, পারলে নিজেই লাশ হয়ে যান, আপনার নামে চত্বর-খাম্বা-পুকুর এসবের নামকরণ করা হবে।
যে দেশের মানুষ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখায় প্রতিদিন, রেপ-খুন-এসিড মেরে বহাল তবীয়তে থাকে, প্রেসিডেন্টকে খুন করে রাষ্ট্রদূত হয়, প্রতিপক্ষকে খুন করে এমপি-মিনিস্টার হয়, সে দেশের মানুষের জীবনের দাম দু-পয়সাও নয়, এটা আমার আগেই জানা ছিল, এখন আপনিও জানলেন
৩০ শে মে, ২০০৯ রাত ২:৩০
আশীফ এন্তাজ রবি বলেছেন: ১. মানুষ মরলে যে কাঁদে, সে সব ধরণের মৃত্যুতেই কাঁদে। সে মৃত্যু যদি ডাকাতের হাতে হয়, জংগির হাতে হয়, আইলার হাতে হয় এমনকি র্াবের হাতেও যদিও হয়, কান্নার পরমাণটা তাতে কমে না।
২. আমি কাকে ভোট দিয়েছি - এটি জেনে আপনি বসে আছেন। সরকারের কোন কাজ ভালো না লাগলে কি করবো - সেই সিদ্ধান্তটা আমিই বরং নিই। কালো কাপড়ে যে মাথা আপনি ঢেকে বসে আছেন, যে মাথায় শুভবোধের কোন আলো ঢুকছে না বহুদিন হলো, ঢুকছে না যুক্তি, মূল্যবোধ, মানবিকতা , সেই মাথার বুদ্ধি নিতে আমার খানিক আপত্তি আছে। যখন ছাগলের ফার্ম করবো, তখন আপনার বুদ্ধি আমার লাগবে- এই বিশ্বাস আমার আছে- তখন নিশ্চয়ই সাহায্য পাবো
৩. আইন এবং আইনের ব্যবহার দূর্বল বলেই- মানুষ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কাজেই আইন এবং এর প্রয়োগ ঠিক করলেই হয়। সেজন্য মানুষের জীবনের দাম দু পয়সা বানাতে হবে- এটি শুনলে দুই মাসের ছাগলও হাসবে।
দেশী পোলা আপনাকে ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০০৯ রাত ২:২৬
কেল্টূ দা বলেছেন: স্যালুট ব্রাদার।
৩০ শে মে, ২০০৯ রাত ২:৩১
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ -২
কেল্টু দা নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই কেল্টু নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
৪| ৩০ শে মে, ২০০৯ রাত ২:৩৩
খারেজি বলেছেন:
ভয়ে ভয়ে সালাম দিলাম।
প্রেস রিলিজ তিন দিয়েন না।
৩০ শে মে, ২০০৯ রাত ২:৩৫
আশীফ এন্তাজ রবি বলেছেন: আল্লাহ মাপ করে , কিন্তু উনারা ( রাপিড একশন )করে না ... কাজেই কোন মাপ নেই ....রাপিড একশন )
প্রেস রিলিজ -৩
খারেজি নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই খারেজি নিহত হয়। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
৫| ৩০ শে মে, ২০০৯ রাত ২:৩৮
বল বীর বলেছেন:
দেশী পোলা বলেছেন: যখন ছিনতাইকারী, ডাকাত, সর্বহারা, জেহাদী জংগী, বিপ্লবী বিডিআরদের হাতে সাধারন নির্দোষ কিশোর নিহত হয়, তখন আপনার এরকম কান্নাকাটি দেখি না কেন?
গত ৫ মাসে ছাত্রলীগ কতজন ছাত্র(মানুষ/অমানুষদের) কে হত্যা করেছে? কয়টা কলেজ বিশ্ব বিদ্যালয় বন্ধ করে দিয়েছে? মন্ত্রী হইতে প্রধানমন্ত্রীর হুন্কার শর্তে ও তারা কেন হল দখল টেন্ডারবাজি করে যাচ্ছিলো? এই ছাত্র নামের নষ্ট পশুদের হাতে নিহতদের স্বজনেরা কি ন্যায় বিচার পাবে? নাকি সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের
ট্যাগ দেখা হবে? বিচিত্র এ দেশের মানুষের বিবেক।
৬| ৩০ শে মে, ২০০৯ রাত ২:৪১
দেশী পোলা বলেছেন: জনাব
আইনের প্রয়োগ যখন ঠিক করা হয় তখনই তো আপনার মত যুক্তি, মূল্যবোধ, মানবিকতাওয়ালাদের মায়াকান্না বেড়ে যায়। র্যাব কি বেআইনী নাকি তাদের প্রয়োগ বেআইনী? দেশের আইনের মাঝে ফাকফোকর করে রাখা আছে দেখেই র্যাব বের হয়েছে। এখন আইন এবং এর প্রয়োগ করা হচ্ছে দেখেই সন্ত্রাসীদের মৃত্যু হচ্ছে। আপনার কথামত যদি সব ক্রিমিনালদের খাইয়ে পড়িয়ে কাশিমপুরে বহাল তবীয়তে রাখা হয় সেটার পয়সা কোন দাতা দেশ থেকে আসবে?? ট্যাক্সের টাকায় কেনা কয়েদীদের খাবারের চেয়ে বুলেটের দাম কম, আর যেভাবে লোকজন ক্রসফায়ারের পরে মিষ্টি বিলি করে, এর জনপ্রিয়তাও বেশী। এত গা চুলকালে গনভোট দিন, জনমত জরীপ করুন, দেখবেন আপনার যুক্তির ফুটা পয়সা দাম নেই দেশের মানুষের বাজারে।
যদি দেশটা সুইজারল্যান্ড হত, তাহলে র্যাব কেন ৫৪ ধারাও দরকার হত না। সেটা করার জন্য আগে অপরাধীদের শায়েস্তা করুন, এসব আউফাউ লেখা লিখে প্রশ্রয় দেবেন না
৩০ শে মে, ২০০৯ রাত ২:৫২
আশীফ এন্তাজ রবি বলেছেন: আপনি বলেছেন:
দেশের আইনের মাঝে ফাকফোকর করে রাখা আছে দেখেই র্যাব বের হয়েছে।
অসম্ভব চমৎকার যুক্তি। আইনে ফাঁকফোকর আছে, এটা জেনে আপনি ফাঁকফোকর বন্ধ না করে র্রাব পয়দা করলেন।
বাদ দ্যান ভাই সব। ছাগলের ফার্মের আলোচনায় আসি।
যদি এক লাখ টাকা ইনভেস্ট করি , তাহলে ছাগলের ফার্ম থেকে কত টাকা আসবে বস? দেশী ছাগল ভালো না বিদেশী ছাগল ?
তবে আপনি এক কথা ঠিক বলেছেন, ক্রসফায়ার খুব জনপ্রিয়। এবং এটিই খুব চিন্তার কথা। মানুষ মানুষকে মেরে ফেলছে, এটি জনপ্রিয় হচ্ছে মানুষ দ্বারা .....ব্যাপার অতীব ভয়ংকর ....
তবে কোন কিছু জনপ্রিয় হলেই যে সেটা সঠিক, এটা ভাবা ঠিক না। বিএনপি এর আগের টার্মে ব্যাপক সিট নিয়া আসছিল। এটা জনগণের পছন্দই ছিল।
আর এভাবে চলতে থাকলে দেশ সুইজারল্যান্ড হবে না , সৌদি আরব হতে পারে...
৭| ৩০ শে মে, ২০০৯ রাত ২:৪৫
দেশী পোলা বলেছেন: লেখক বলেছেন: আমি কাকে ভোট দিয়েছি - এটি জেনে আপনি বসে আছেন।
না বসে নেই, আপনি ভোট না দিলেও দেশের জনগনই দিয়েছে, খালেদা বা হাসিনা ভোট ছাড়া পাওয়ারে আসেনি। আপনার যদি কম্যুনিস্ট পার্টিকে পাওয়ারে দেখার ইচ্ছা থাকে, সে আশায় গুড়ে বালি, কারণ বাংলাদেশের মানুষকে কম্যুনিস্ট পাচন খাইয়ে সাম্যবাদী বানানোর দিন গেছে, এখন তারা পুজিবাদের দলেই থাকতে চায়।
৮| ৩০ শে মে, ২০০৯ রাত ২:৫৭
দেশী পোলা বলেছেন: লেখক বলেছেন:
বাদ দ্যান ভাই সব। ছাগলের ফার্মের আলোচনায় আসি।
যদি এক লাখ টাকা ইনভেস্ট করি , তাহলে ছাগলের ফার্ম থেকে কত টাকা আসবে বস? দেশী ছাগল ভালো না বিদেশী ছাগল ?
আপনার মতো শান্তিবাদী মানুষের জন্য ছাগলের ফার্ম ডেন্জারাস হবে, চাদাবাজ লোকজন টাকা না পেয়ে ছাগল তো নেবেই, আপনার জানটাও কবজ করে নিতে পারে। আপনি বরং লেখালেখি করেই জীবিকার্জন করেন, একটা আতেল আতেল গন্ধ থাকবে গায়ে, ওটা ছাগলের ফার্মের পাঠা পাঠা গন্ধের চেয়ে উত্তম
৩০ শে মে, ২০০৯ রাত ৩:০৭
আশীফ এন্তাজ রবি বলেছেন: অসাধারণ আইডিয়া। ছাগল বিষয়ে আপনার গভীর জ্ঞান আমার কাজে আসবে, এ বিশ্বাস আমার ছিলই ছিল।
আপনার উপদেশ শিরোধার্য।
৯| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:০৯
আশীফ এন্তাজ রবি বলেছেন: @ দেশী পোলা
আমি স্যরি, যদি আপনাকে আঘাত দিয়ে থাকি। এক্সট্রেমলি স্যরি।
আমার এভাবে বলাটা ঠিক হয়নি।
তবু কেন জানি মেজাজটা খারাপ হয়ে গেল, স্যরি ..
১০| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:০৯
গোলন্দাজ বলেছেন: স্যালুট রবি ভাই
৩০ শে মে, ২০০৯ রাত ৩:১১
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ ৪ :
গোলন্দাজ নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই গোল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
১১| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:১৫
দেশী পোলা বলেছেন: রবি ভায়া, আপনার কথাতে আমার কোন আঘাতপ্রাপ্তি হয়নি, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না।
ব্যাপার হল আপনার যুক্তি ইউটোপিয়ান সমাজে চলবে, কিন্তু বাংলাদেশ ইউটোপিয়া নয় তাই আপনার যুক্তির বিপরীতে যুক্তি থাকবেই। সবকিছুতে মেজাজ খারাপ করলে আপনারই কষ্ট বাড়বে।
ভাল থাকবেন
৩০ শে মে, ২০০৯ রাত ৩:১৭
আশীফ এন্তাজ রবি বলেছেন: শুভরাত্রি, হ্যাঁ কেন যে যুক্তির কথা বলতে বলতে যুক্তির বাইরে চলে যাই ...
আমরা আসলে একটা প্রচন্ড অস্তিরতা মধ্যে বাস করছি বলেই এমনটা হচ্ছে হয়তো ....ভালো থাকবেন।
১২| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:৩২
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: দেশে আমরা কতটা অসহায় দেখুন। আমাদের ছেলেরা রাতে হাটলে রেব মেরে ফেলে। রেব একটা সন্ত্রাসী গোষ্ঠীর চেয়ে কম কিছু না।
যখন ওই দুজনকে মারার খবর পেলাম, তখনই বুঝেছিলাম এরা নেহাতই ছাত্র। রেবের রাগের স্বীকার হয়েছে। আমাদের রাগ হলে আমরা মাথায় পানি ঢেলে ঠিক হয়ে যাই। কিন্তু লাশ না ফেললে রেব শান্ত হয় না।
৩১ শে মে, ২০০৯ রাত ১২:১৩
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ ৫ :
মার্চেন্ট অফ ড্রিম নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই গোল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
৩১ শে মে, ২০০৯ রাত ১২:১৩
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ ৫ :
মার্চেন্ট অফ ড্রিম নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই গোল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
৩১ শে মে, ২০০৯ রাত ১২:১৩
আশীফ এন্তাজ রবি বলেছেন:
৩১ শে মে, ২০০৯ রাত ১২:১৩
আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রেস রিলিজ ৫ :
মার্চেন্ট অফ ড্রিম নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই গোল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
১৩| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:৩৫
ধীবর বলেছেন: যেদিন থেকে যুক্তরাস্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ, র্যাবের বিরুদ্ধে গলাবাজি শুরু করেছে, প্রায় সেদিন থেকেই সুশিল থেকে শুরু করে কয়েকজন ব্লগারও র্যাবের বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেছে। ব্যাপারটা অনেকটা এরকম " সাহেবে কইচে #@%র ভাই, আনন্দের আর সীমা নাই"
দেশি পোলার সাথে সহমত। আর পলিটেকনিকের যে দুইটা ছেলের কথা আসছে, ওরা ছাত্রলীগ করতো ( জাকির গ্রুপ)। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। মাইনাস।
৩১ শে মে, ২০০৯ রাত ১২:৫২
আশীফ এন্তাজ রবি বলেছেন: ছাত্রলীগ করতো, এজন্য গুলি করে মেরে ফেলতে হবে। মগবাজারের নির্দেশ এখন এরকম নাকি?
১৪| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:৩৬
নরাধম বলেছেন:
স্যালুট।
১৫| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: সত্যি সত্যি আপনার জন্য চিন্তা হচ্ছে।
কোন একদিন র্যাব সত্যি আপনাতে ক্রসফায়ার করলে অবাক হব না বেশী। যে অবস্থা চলছে, তাতে মানুষ কিভাবে র্যাবের সমালোচনা করবে, যদি সত্যিই গুলি করে মেরে রিভলবার পাশে রেখে, রাতে রাতে থানায় কটা পুরনো ডাকাতি, রেপ, খুনের মামলায় নাম ঢুকিয়ে শীর্ষসন্ত্রাসী নাম দিয়ে হালাল করে নেয় তাহলে কি করা যাবে?
আসলেই, র্যাবের তুলনা হয় না।
Click This Link
১৬| ৩০ শে মে, ২০০৯ রাত ৩:৪৩
গোলন্দাজ বলেছেন: লেখক বলেছেন: প্রেস রিলিজ ৪ :
গোলন্দাজ নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর, তার সহযোগিরা র্যাবের উপর অতর্কিতে হামলা করে। র্যাব এর পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই গোল নিহত হয়। তার কাছ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ভাই এইটা কী কইলেন, আমার কাছ থেইকা পিস্তল না, কামান উদ্ধার করছে।
অপমান কইরেন না প্লিজ
১৭| ৩০ শে মে, ২০০৯ ভোর ৪:১৫
শয়তান বলেছেন: আমার কাছ থিকা কিচ্ছু পাইবো না
১৮| ৩০ শে মে, ২০০৯ ভোর ৪:৪২
জটিল বলেছেন: হুম , আপনার চিন্তাধারা আমার বেশ ভাল লাগে ,
চিন্তায় চুল পড়ে যায় আবার গজায় । ব্যাপার না রবি ভাই , র্যাব অনেক নিরীহ মানুষ কে হত্যা করেছে যেমন অনেক সন্ত্রাসীকেও হত্যা করেছে যদিও নাটের গুরুদের ধরার বাইরে রেখেছে সর্বদা ।
জীবদ্দশার সলিল সমাধি যখন তখন কোথায় যে হয় তা আসলেও কেউ জানেনা ।
১৯| ৩০ শে মে, ২০০৯ ভোর ৪:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: হুম , আপনার চিন্তাধারা আমার বেশ ভাল লাগে ,
চিন্তায় চুল পড়ে যায় আবার গজায় । ব্যাপার না রবি ভাই , র্যাব অনেক নিরীহ মানুষ কে হত্যা করেছে যেমন অনেক সন্ত্রাসীকেও হত্যা করেছে যদিও নাটের গুরুদের ধরার বাইরে রেখেছে সর্বদা ।
জীবদ্দশার সলিল সমাধি যখন তখন কোথায় যে হয় তা আসলেও কেউ জানেনা ।
জটিল এমন হালকা চালে বললেন যেন মানুষ মরেনি রেব আম পাড়তে গিয়েছিল কটা পাকা আমের সাথে ভুলে বেশ কটা কাচা আমও পেড়ে ফেলেছে। মানুষ মেরে ফেলা কি কোন ব্যাপারই না?
২০| ৩০ শে মে, ২০০৯ ভোর ৪:৪৮
দেশী পোলা বলেছেন: @রন্টি চৌধুরী
মানুষ মেরে ফেলা আসলেই কোন ব্যাপার না, বাঙালীরা হরহামেশাই মানুষ মারছেন, আপনার সেরকম পরিস্থিতি বা মনমানসিকতা হলে আপনিও মারবেন।
২১| ৩০ শে মে, ২০০৯ ভোর ৪:৫৬
জটিল বলেছেন: @ রন্টি চৌধুরী , আসলে ফেব্রুয়ারীর ২৬ তারিখে , বিডিআর দের সেই হত্যাকান্ডের পর কতিপয় ব্লগীয় চরিত্রদের আনন্দোল্লাস বেশ ভাল ভাবেই বুঝিয়েছে মৃত্যু কোন ব্যাপারই না ।
আহা নিপীড়িতরা না হয় মশাই মেরেছিল সেদিন তাই না ...
২২| ৩০ শে মে, ২০০৯ ভোর ৫:০০
দেশী পোলা বলেছেন: সহমত @জটিল
২৩| ৩০ শে মে, ২০০৯ ভোর ৬:১৯
ভন্ডপির বলেছেন: র্যাব যদি এত ভাল কাজ করে তাইলে মিথ্যা কথা কইতে হয় ক্যান? সরকার, র্যাবরা বলুক মানুষরে হ আমরা সন্ত্রাসী খুন করি।
র্যাবের কাজটা পুলিশ করতে পারে না ক্যান? র্যাবের ঘুষ খাইতে বাকি নাই বেশি দিন। ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গেছে। র্যাব দিয়ে তদবির, ভয়ভীতি দেখানের খবর শোনা যায়। আমরা সন্ত্রাসী ভয় পাই ঠিকি, কিন্তু পুলিশরে ভয় পাই আরো বেশি। এখন র্যাবরে তার থেকেও বেশি। আরেকটা ব্যর্থ বাহিনী জন্ম হইল। এর পর কি সুপার র্যাব? তারপর? গোড়ায় গাছ পইচা গেল আর উপরে লোক দেখান পানি দেয়া।
যে গিয়ানী লোকে বলসে বুলেটের দাম কম তারে জিগাই আর্মি র্যাব পালতে কত টাকা লাগে। তা বুলেটের দাম যখন এত কম হাজার খানেক বুলেট হাজার খানেক দূর্নীতিগ্রস্থ সরকারি লোকের মাথায় ঢুকায়া দ্যান না ভাই। এরা দেশের অর্থনীতির বহত ক্ষতি করে।
এক র্যাবরে জিগাইছিলাম মানুষ মারতে কেমন লাগে। কয় উপরে আল্লাহ আছে সে জানে র্যাব ভাল কাম করে। নামায পইড়া কপাল কালা কিন্তু ঘুষ ছাড়া কোন কাম করে না এই রকম লোক কে কে দেখছেন হাত তুলেন। আমি র্যাব ভাইরে বলছিলাম পারলে তারেক জিয়ারে মার (সে তখন জেলে)। চুপ ছিল।
২৪| ৩০ শে মে, ২০০৯ ভোর ৬:৫৬
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:
রন্টি বাবুরা ভালো পারে ও!!!!!
এই গত ফেব্রুয়ারী মাসে বিডিআরের আর্মি অফিসার হত্যা এবং আর্মি অফিসারদের বৌ ছেলে মেয়েদের নির্যাতনের জন্য বিডিআর সৈনিকদের স্যালুট মেরেছে! ওনার বিডিআর ভালোবাসার কারন গুলা ও ব্যপক গেয়ানের! বিডিআরেরা সীমান্ত পাহারা দেয়। কিন্তু কিভাবে ফেনসিডিল, ভারতীয় অস্ত্র, শাড়ী লুংঙ্গি ইত্যাদি সীমানা দিয়ে এপারে আসে?
তো বিডিআরের গনহত্যা কে কি ভাবে কোন বিবেক দিয়ে সমর্থন করে
ছিলেন রন্টি বাবু?
২৫| ৩০ শে মে, ২০০৯ সকাল ৭:৪০
রন্টি চৌধুরী বলেছেন: স্বপ্ন ব্যকরন তো ভাল কাজ করছেন নিজেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে।
কিন্তু কথা হচ্ছে আমার ওই কমেন্টটা বিদ্রোহের প্রথমদিনের ছিল। যখন কোন মৃত্যু নিশ্চিত হয় নি। আর বিডিআর প্রতি আমার সহানুভূতি এখনও আছে। তাদের উপর অন্যায় হয়েছে এবং হচ্ছে।
বিডিআর এর বিদ্রোহ তখন মেনে নিতে পারিনি, যখন মৃত্যুর খবর পেয়েছি, তাদের অসহায় পরিবার পরিজন দেখেছি, কোন মৃত্যুই কাম্য নয়। যদিও আর্মিদের আমি দেখতে পারি না।
২৬| ৩০ শে মে, ২০০৯ সকাল ১০:৪২
বাবুই বলেছেন: রবি ভাই, পিলিজ, জাতীয় পরিচয়পত্রটা লগে নিয়া ঘুইরেন না।
ক্রসফায়ারের পর যেন আপনের পরিচয় নিয়া 'উনারা' দ্বিধায় ভোগে।
রেডিমেট প্রেস রিলিজ পত্রিকায় পাঠাতে যেন না পারে।
২৭| ৩০ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৮
আশীফ এন্তাজ রবি বলেছেন: জাতীয় পরিচয়পত্র না করে , তাহলে ভালই করেছি...কী বলেন ...@ বাবুই ...
২৮| ৩০ শে মে, ২০০৯ বিকাল ৪:১৪
জাতেমাতাল বলেছেন: এটা কিছুতেই আর আমার নিজের রাষ্ট্র থাকে না...,
যখন রাষ্ট্র আততায়ী হয়ে পিছু ধাওয়া করে... আমাকে হত্যা করার লাইসেন্স দেয়, তার বিচার ব্যবস্থার উর্ধ্বে থাকা কাউকে!!!
Click This Link
২৯| ৩০ শে মে, ২০০৯ রাত ১১:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ক্রসফায়ার করা নিয়ে র্যাব বক্তব্য দেয় যে গোলাগুলির মধ্যে পড়ে কিংবা বন্দুকযুদ্ধে মারা গেছে। আর মন্ত্রী বক্তব্য দেয় যে ক্রসফায়ার বন্ধ করা হবে...তবে দেরি হবে। তার মানে কি গোলাগুলির মধ্যে পড়া কিংবা সন্ত্রাসীদের(!) বন্দুকযুদ্ধ শুরু করা কি মন্ত্রীকে বলে কয়েই হয়? আর নাইলে উনি কেমতে বন্ধ করবে?!
৩০| ৩১ শে মে, ২০০৯ রাত ১২:২৭
পান্হপাদপ বলেছেন: আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর বন্দুক নিয়ন্ত্রণ করা উচিত।না হলে বিডিআর ট্রাজেডীর মত ভয়াবহ ঘটনা আবার ঘটতে পারে।বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরোধিতা করে আরো লিখুন।ধন্যবাদ।
৩১| ০১ লা জুন, ২০০৯ রাত ১:১০
মন মানে না বলেছেন: বস, লেখালেখি তো প্রচুর হইলো ক্রস ফায়ার নিয়া কিন্তু কাজের কাজ তো হচ্ছে না ।
কি করা যায় সেই পথ বের করতে হবে ।
৩২| ০১ লা জুন, ২০০৯ রাত ১:৩৪
বিলাশ বিডি বলেছেন: রবি,
অসাধারণ লেখা!
রাষ্ট্রই যদি মানুষকে খুন করে, তাহলে অপরাধীরা করবেনা কেন? আমাদের দুর্ভাগ্য, "আইনের শাসন" কী জিনিষ এটা আমরা কোনদিন জানলাম না! র্যাব/পুলিশের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। সেটা করতে না পেরে ওরা শর্টকাট পথ বেছে নেয়, হয় ঘুষ, না হয় খুন।
আমাদের মতো দুর্ভাগা জাতি পৃথিবীতে খুব কমই আছে। নিজেদের রক্ষা করার জন্য যাদেরকে (র্যাব/পুলিশ/সেনাবাহিনী) দায়িত্ব দিই আমরা, তারাই বারবার আমাদের খুনি হয়ে ফিরে আসে।
৩৩| ০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৩৯
জয় সরকার বলেছেন: খুবই দুঃখজনক.............................................
৩৪| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
প্রশ্নোত্তর বলেছেন: এই রাষ্ট্র আর মানুষের নেই, এই রাষ্ট্র এখন কিছু মুর্খ ব্যাপারীর। তারা লাঠিয়ালের মত রাইফেল-অলা পুষছে যারা কাজ মানুষ খুন করা। এই দেশটা আমাদের পর হয়ে গেছে!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০০৯ রাত ২:১২
লাল দরজা বলেছেন: সবার উপরে মানুষ সত্য। অবশ্যই সবার উপরে মানুষই সত্য।
স্যালুট ব্রাদার।