![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।
কাকের গপ্প
অনেক দিন পর কাকের গপ্প (গল্প) মনে পড়লো। কাক নিয়ে ছোটবেলায় অনেক গপ্প শুনেছিলাম। গপ্পগুলো্র ২/১ টি এখনো বেশ মনে আছে। গপ্পগুলো আমার নানী আমাদের (নাতী-নাতনী) শুনাতেন। আমরা খুব মনোযোগসহকারে শুনতাম। কি যে ভালো লাগতো, যা এখনো ভাষায় প্র...কাশ করা সম্ভব না। এখন আমরা বড় হয়েছি। কিছু কিছু বুঝতেও শিখেছি। আবার অনেক সময় যা না বুঝি তাও বুঝি বলে চালিয়ে দেই। উপদেশও কেউ কারে কম দেই না। শুধু উপদেশটা কেউ আমরা নিজের বেলায় প্রয়োগ করি না। সবাই একই। কাজ না-তো খই ভাজ। শুধু কথার খই.........।
তবে আমার এই মনে পড়ে যাওয়া গপ্প দিয়ে কেউ রাজনীতি খুঁজতে যাবেন না। এটা মনে পড়লো তাই একটু শেয়ার করলাম।
যা-ই হোক, এবার গপ্পে ফিরে আসি......।
অনেক গপ্পে কাক খুব বুদ্ধিমত্ত্বার পরিচয় দিত। আবার অনেক গপ্পে কাক খুব বুদ্ধিহীনের পরিচয় দিত।
একটি গপ্পের কয়েকটি লাইন বলছি -------ফাল্গুনের শেষে, মানে পড়ন্ত বসন্তে অনেক কষ্ট করে কাক ওর পছন্দ মতো একটি গাছে নানা স্বপ্ন নিয়ে বাস বাঁধে। তারপর ডিম পাড়ে। অতঃপর সেই ডিমে তা দিতে থাকে। কয়েক দিনের মধ্যে চলে গ্রীষ্ম। তখন বায়ুওমন্ডলে দিন দিন তাপ বৃদ্ধি পেতে থাকে। আর কাক সেই ডিমে তা দিতে থাকে। গ্রীষ্মের মাঝামাঝি কাক যে গাছে বাসা বেঁধে ছিলো, সেই গাছের সমস্ত পাতা ঝরে যাই। সেই চৈত্রের মাঠ ফাঁটা অসহনীয় রোদ্র কাক সহ্য করে ডিমে তা দেয়। তা দেয়ার মধ্যে দিনের কোনো এক ফাঁকে কোথাও গিয়ে সে খাবার খেয়ে আসে। আবার কখনো কাক তৃষ্ণা মেটানোর জন্য পানি পানে ছুটে। আর তখন কোনো এক সুযোগে কোকিল কাকের ডিম খেয়ে ফেলে নিজের ডিম পেড়ে রেখে যায়। তার আর কোনো খোঁজ থাকে না।
বোকা কাক নিজে নিজের ডিম চিনে না। আবার নিজের ডিম বুঝে কোকিলের ডিমে তা দেয়। একসময় বাচ্চা হয়। কাক ও কোকিল বাচ্চা বয়সে দেখতে একই। সেই বাচ্চাকে বড় করার জন্য, কাক কত কষ্ট করে নিজে না খেয়ে বাচ্চাকে খায়িয়ে পালন করে। বাচ্চা যখন বড় হয়, উড়তে শিখে তখন সে উড়ে যাই। আর ফিরে আসে না। সে নাকি কোকিলের কাছেই ছুটে যায়। .........
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫০
শেখ রফিক বলেছেন: রাজনীতি না খোঁজার জন্য ধন্যবাদ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
এটাই বাস্তবতা .......
কিছু করার নেই.....
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪২
খেয়া ঘাট বলেছেন: গল্প ভালো লেগেছে।
তবে আমার এই মনে পড়ে যাওয়া গপ্প দিয়ে কেউ রাজনীতি খুঁজতে যাবেন না।- রাজনীতি খুঁজি নাই।