নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আর বিপ্লবী কখনো মরে না, তাদের জীবন-কর্ম-দর্শন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে বিপ্লবীদের কথা। www.biplobiderkotha.com

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শেখ রফিক

সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।

শেখ রফিক › বিস্তারিত পোস্টঃ

পেশাও নয়, ব্যবসাও নয়, মানুষ হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করছি

২১ শে মে, ২০১৫ বিকাল ৪:০৯

পেশাও নয়, ব্যবসাও নয়, মানুষ হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করছি। যা প্রত্যেক মানুষের করা উচিত_ যদি সে মানুষের মতো মানুষ হয়।

শুধু ভালোলাগার বিষয় নয়, মানুষ হিসেবে ঐতিহাসিক দায়িত্ব-কর্তব্যবোধ থেকে মানুষের জন্য কিছু করার কথা চিন্তা করেই প্রকাশনার শিল্পের সাথে নিজেকে যুক্ত করেছি। এই প্রকাশনা শিল্পের মাধ্যমে মানুষকে অনেক কিছু দেওয়া সম্ভব। যেমন বইয়ের মাধ্যমে পৃথিবীর যাবতীয় জ্ঞান মানুষের সামনে তুলে ধরা সম্ভব। যা আর কোনো মাধ্যম দিয়েই সম্ভব নয়। বইয়ের মাধ্যমে মানুষকে আলোকিত মানুষ, সুন্দর চেতনার মানুষ হিসেবে গড়ে তোলা যায়। আর যখন মানুষ এভাবে সত্যিকারের আলোকিত মানুষ হয়ে ওঠে, তখন সমাজ ও রাষ্ট্র থেকে সকল অসঙ্গতি দূর হয়। সমাজ ও রাষ্ট্র হয়ে ওঠে মানুষের রাষ্ট্র ও সমাজ। যে সমাজ আমাদের সবার কাম্য।

যাবতীয় জ্ঞানকে বইয়ের মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরাই প্রকাশনা শিল্পের কাজ। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ আরোও অধিকতর মানবিক মানুষ হয়ে ওঠে। প্রকাশকরা শুধু বইয়ের মাধ্যমে মানুষের চেতনায় জ্ঞানের সংযোগ স্থাপন করেন। এই সংযোগ স্থাপনের বিষয়টির চেয়ে এই জগতের মহৎ কাজ আর কি হতে পারে? এটা নিঃসন্দেহে ভালো লাগার কাজ, মহৎ কাজ।

কলেজ জীবন থেকেই বিপ্লবী হওয়ার এবং বিপ্লব করার স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্নটা ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পূর্বেই ভেঙ্গে যায়। তখন আমার সামনে যে সমস্ত বিপ্লবীরা মডেল ছিলেন, তারা অতীতের বিপ্লবী মানুষগুলো থেকে এতটাই বিপরীত যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন প্রচ- হতাশ হলাম। শুরু করলাম বিপ্লবীদের ইতিহাস অধ্যয়ন। নিজের এই হতাশা কাটাতে এবং আমার মত হতাশাগ্রস্থ তরুণদের হতাশা দূর করতে এবং নতুনদের হতাশায় না ফেলতে উদ্যোগ নেই একটি মাসিক পত্রিকা বের করার, যেটি হবে শুধু বিপ্লবীদের জীবনী নির্ভর। নাম ঠিক হলো “বিপ্লবীদের কথা”। এই ‘বিপ্লবীদের কথা’ পত্রিকার মাধ্যমে সমাজবিপ্লবের নায়কদেরকে তরুণ প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ট্যাবলওয়েড “বিপ্লবীদের কথা”।
প্রথম থেকেই এই পত্রিকার মূল লক্ষ্য ছিল বাঙলা এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমল থেকে শুরু করে সমকালীন বিপ্লবীদের জীবনী এবং তাদের আদর্শের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া এবং সেই সাথে এই অঞ্চলের বিপ্লবী রাজনীতির একটা টাইমলাইন তৈরি করা। “সমাজ বিপ্লব ও বিপ্লবী গবেষণা কেন্দ্র” হিসেবে পত্রিকাটিকে আত্মপ্রকাশ করতে গিয়ে প্রয়োজন হয়ে পড়ে বিপ্লবীদের একটি এনসাইক্লোপিডিয়া তৈরি করার। আমি (শেখ রফিক) ও পারভেজ আলম সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরী করি http://www.biplobiderkotha.com ওয়েবসাইটটি (২০১০ সালের শুরুতে)। সমাজ বিপ্লবীদের জীবনী, কর্মযজ্ঞ, আদর্শ আর সাড়াজাগানো সব লড়াই-সংগ্রামের অনলাইন আর্কাইভ গড়ে তুলতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বিপ্লবীদের কথা ডটকম।

২০১২ সালের ২৪ এপ্রিল খাপড়াওয়ার্ড দিবসকে সামনে রেখে “শত বিপ্লবীর কথা ও খাপড়াওয়ার্ড” নামে দুটি বই প্রকাশ করি। বই দুইটি প্রকাশ করার পর থেকেই একটি প্রকাশনা করার কথা চিন্তা করতে থাকি। যার ধারাবাহিকতায় ২০১৩ সালের জানুয়ারিতে বিপ্লবীদের কথা প্রকাশনার জন্ম হয়। ’১৪ সালে বিপ্লবীদের কথা প্রকাশনা ২৪টি বই নিয়ে অমর একুশে বইমেলায় হাজির হয়। তারপর ২০১৪-১৫ পর্যন্ত বিপ্লবীদের কথা প্রকাশনা ত্রিশটি বই প্রকাশ করে। সবমিলিয়ে বইয়ের সংখ্যা ৫৪টি। ২০১৫-এর বইমেলায় বিপ্লবীদের কথা প্রকাশনায় বিপ্লবীদের নিয়ে প্রকাশিত ৫৪টি বই রয়েছে।

প্রকাশনা শিল্প একটি দেশের জাতীয় চেতনার দর্পণ। পরোক্ষভাবে এই প্রকাশনা শিল্পের সাথে প্রায় ৮ বছর ধরে জড়িত। আর প্রত্যক্ষভাবে, প্রকাশক হিসেবে প্রকাশনা শিল্পের সাথে তিন বছর ধরে জড়িত।মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করছি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.