![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত লেখার স্বর্বস্বত্ব লেখক কতৃক সংরক্ষিত।লিখিত অনুমতি ব্যতিরেকে কোন অংশ হুবহু পুনর্ব্যবহার নিষিদ্ধ।ফেইসবুক : http://www.facebook.com/rafiuzzamansifat
আমি ইলিশ ভাঁজা পছন্দ করি , কিন্তু ইলিশের মাথা দিয়ে পুঁইশাকের তরকারী পছন্দ করি না । যতবার খেয়েছি গলায় আঁটকে গিয়েছে । আজও তাই হল ।
বাবা বলল – মুঠো করে সাদা ভাত গিলে ফেল । একদম চাবাবি না । একেবারে গিলে ফেলবি । দেখবি ভাতের সাথে কাঁটা পেটে ডুকে যাবে ।
আমি মুঠো মুঠো সাদা ভাত গিলতে শুরু করলাম । না চাবিয়ে ভাত গিলা কঠিন । ইচ্ছে হয় দাঁত দিয়ে ভাত পিষে ফেলতে ।
আমার কাশির শব্দ শুনে মা বুঝে ফেলেছেন আবারও আমার গলায় কাঁটা বিঁধেছে । বিছানায় শুয়ে চিৎকার করে বাবাকে বলছেন
-কতবার বলেছি , ইলিশের মাথা রাঁধবে না । ঠিক মতো রাঁধতে পারো না উল্টো তরকারী ভর্তি থাকে কেবল কাঁটা । এই তরকারী কি খাওয়া যায় ! তোমার কি আর কোনকালেই আক্কেল হবে না ?
মায়ের সামনে বাবা হাঁটু চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকায় । প্যারালাইসিস হয়ে মায়ের ডান পাশ একদম অকেজো হয়ে যাবার পর মায়ের কোন কথার প্রতিবাদ বাবা করেন না । মা কিছু বললে বাবা অপ্রস্তুত মুখে কেবল হাঁটু চুলকায় । হাঁটু চুলকানো বাবার পুরনো অভ্যাস ।
আমি মুঠো মুঠো সাদা ভাত পেটে চালান করি । কিন্তু ইলিশ কাঁটা গলায় বহাল তবিয়তে আঁটকে রয় । “ ভাত মুঠোয় ডরে না বীর “
এখানে কাঁটা বীরের ভূমিকা নিয়ে নেয় ।
মা’কে ভাত খাইয়ে দিয়ে বাবা আমার কাছে এসে দাড়ায়
– নেয়ামুল কোরআনে কাঁটা নামানোর একটা আয়াত আছে । আয়াত পড়ে পানিতে ফু দিয়ে খেলে কাঁটা উদাও । আয়াতটা এখন মনে পড়ছে না । আমি নেয়ামুল কোরআন খুঁজে বের করছি । তুই টিপ দিয়ে বসে থাক ।
আমি টিপ মেরে রই । মুখে প্রচুর থুতু জমছে । গিলতে পারছি না । পিচিক পিচিক করে থুতু ফেলতে ফেলতে চারপাশ নোংরা হয়ে গেছে ।
বাবা সারা বাড়ি খুঁজে ফেলেছেন । নেয়ামুল কোরআন কই রেখেছেন তার মনে নেই । ভুলে গেছেন ।
-খোকা, এক কাজ কর । গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেল । কাঁটা বের হয়ে যাবে । পারবি ? নাকি আমি গলায় হাত ঢুকাবো ?
আমি জানি রাতে রান্না করবার মতো ফ্রিজে কিছু ছিল না । বাবা বাধ্য হয়েই ইলিশের মাথা রান্না করেছেন । আমি তার দিকে কোন অভিযোগ করেনি । তারপরও হয়তো তিনি নিজেকে অপরাধী ভাবছেন । গুমরো মুখে বাবা আমার চারপাশে ঘুরে বেড়ায় ।
-আঙ্গুল ডুকিয়ে বমি কর খোকা । দেখবি ঠিক বের হবে । ছোটকালে আমার কতোবার গলায় কাঁটা বিঁধেছিল । এইটা কোন ব্যাপার ই না । তুই বমি কর ।
আমি গলায় আঙ্গুল ডুকিয়ে বমি করি । চোখে পানি এসে যায় । কাঁটা বের হয়ে আসে না । বাবা বিরস মুখে আমার চারপাশে ঘুরঘুর করতেই থাকেন ।
-খোকা , কাঁটা নেমেছে ?
- হুম । তুমি শুয়ে পরো । রাত অনেক হল ।
গলায় কাঁটার অস্বস্তি যন্ত্রনা নিয়ে আমি বারান্দায় এসে দাড়াই । গলা ব্যাথা করে খুব । ফস করে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাই । লম্বা টান দেই । কাঁটা ভুলে থাকার চেষ্টা । গ্রিলের ফাঁকা জায়গা দিয়ে শিরশির বাতাস আসচ্ছে । ভিজিয়ে দিতে চায় । সিগারেটের ধোঁয়ায় আমি আমার চারপাশে বলয় সৃষ্টির চেষ্টা করি । এই বলয় আমার কাঁটার অনুভূতি কমিয়ে দিবে ।
হঠাৎ আমার কাঁধে কারও হাতের স্পর্শ পাই । বাবা এসে দাঁড়িয়েছেন । আমি সিগারেট বাইরে ফেলতে যাবো এমন সময় তিনি বলেন –
-ফেলিস না খোকা , আমাকে দে । দুটা টান দেই ।
অবাক হলেও প্রতিবাদ করি না । বাবার হাতে সিগারেট তুলে দেই । তিনি এক টান দিয়েই কাশতে থাকেন । বাবার হাঁটু চুলকানোয় অভ্যাস আছে , সিগারেটে নেই । তারপরও তিনি জোরে জোরে সিগারেট টেনে যাচ্ছেন । বাবার সিগারেটের ধোঁয়া আমার চারপাশে বলয় তৈরি করছে ।
মানুষ প্রিয়জনের বলয়ে বন্দী হতে ভালোবাসে ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অনুগল্প ছিল ।
ধন্যবাদ সুমন কর , শুভ রাত্রী
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: মানুষ প্রিয়জনের বলয়ে বন্দী হতে ভালোবাসে
ভাল লেগেছে
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ মুনিয়া সুলতানা
ভালো থাকবেন , প্রিয়জনের বলয়ে থাকবেন , এই কামনা
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
আমিই মিসিরআলি বলেছেন: -ফেলিস না খোকা , আমাকে দে । দুটা টান দেই ।
কিঞ্চিৎ টাস্কিত হইছিলাম
প্রথম প্লাস +
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ আমিই মিসিরআলি ভাই
শুভ রাত্রী
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাবা-ছেলে মিলে সিগারেট
আমি আবার ভাবছিলাম সিগারেট খাওয়ার পর কাটা নামিয়া যাইবো
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: এর মানে চমক ছিল । আপনার ভাবনার সাথে গল্প মিলে যায় নি
ধন্যবাদ মাসুম ভাই
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
মামুন রশিদ বলেছেন: সম্পর্ক গুলো এমনই মধুর!
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ঠিক তাই , এই মধুর সম্পর্ক - ই জীবনে চলতে সাহায্য করে
ধন্যবাদ মামুন ভাই
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
মশিকুর বলেছেন:
মধুর অনুগল্পে ভালোলাগা রইলো।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আমার অনেক শুভেচ্ছা জানবেন
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মাঝে মাঝে সম্পর্ক যেমন মধুর হয় তেমনি আবার তিক্তও হয়।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অবশ্যই , সম্পর্কের টানাপোড়ন ই তো জীবনের রঙ
আপনাকে ধন্যবাদ , কান্ডারি অথর্ব
শুভেচ্ছা জানবেন
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আমার অনেক শুভেচ্ছা জানবেন
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
স্টোরিটা নাইস আছে
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আপনার নামটাও নাইস
অনেক ধন্যবাদ , খোয়ে যাওয়া মনের দরজা খোলা আছে
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
এহসান সাবির বলেছেন: বেশ....
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ , এহসান সাবির
শুভেচ্ছা নিবেন
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: সার্থক অণুগল্প।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: হামা ভাই , এত্ত গুলা ধন্যবাদ
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬
খেয়া ঘাট বলেছেন: গল্পতে অন্য কিছু আশা করেছিলাম। একেবারেই সাদামাটা গল্প।
তবে " মানুষ প্রিয়জনের বলয়ে বন্দী হতে ভালোবাসে " এই লাইনটির মাঝেই যেন একশতটি গল্প লুকিয়ে আছে । এই লাইনে একগুচ্ছ লাইকস।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট
আমার শুভেচ্ছা জানবেন
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
রাখালছেলে বলেছেন: প্যানপ্যানানি নিয়ে শুরুটা না করলেই হত। শুরুটাতেই মায়ের প্যারালাইসিস দিয়ে গল্পের মজাটাই পানি করে দিলেন । আপনার আরও একশ বছর পূর্বে জন্ম নেয়া উচিত ছিল ।
খবরদার মাইন্ড নিবেন না । যা আমার কাছে মনে হয়েছে আমি তাই বললাম। নইলে বলতাম ভালই । সত্য কথা বলি তাই যা সত্য তাই বললাম । ইলিশের ব্যাপারটা ভাল হয়েছে কিন্তু মায়ের ব্যাপারটা আসার পর মনে হয়েছে ওহ আচ্ছা । এ আর নতুন কি ..!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: নতুন কিছু বলবো সেটা কই বলা হয়েছিল ?
পুরনো পাতিলেই রান্না করা হয়েছে ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ রাখালছেলে
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
অনিকেত রহমান বলেছেন: এমন একটা দিনের অপেক্ষায়।। আমি আর বাবা একসাথে____।।
ভালো লাগলো গল্প.।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ধন্যবাদ , অনিকেত রহমান
ভালো থাকবেন সর্বদা
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম দিকে বাবা চরিত্রটা যতটা সাবলীল ভাবে পড়তে পারছিলাম, বাবা চরিত্র টা ভালো লেগেছে। কিন্তু শেষ টা এসে কেন যেন আকর্ষণ করলো না। বাবা - ছেলে এক সাথে সিগারেট খেয়েছে বলে নয়, কোথাও একটা ঘাটতি পাচ্ছিলাম। ধরতে পারছি না সেটা।
গল্পের সাইজ ঠিক আছে। আজকাল তোমার মন উড়ু উড়ু বেশি, তাই বানানের দিকে নজর নাই।
আমি গলায় আঙ্গুল ডুকিয়ে বমি করি > ঢুকিয়ে
-- ঠিক করো।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: হাহাহাহাহাহ
আজকাল তোমার মন উড়ু উড়ু বেশি, তাই বানানের দিকে নজর নাই।
এইটা বেস্ট কমেন্ট , বেস্ট
এখনি ঠিক করতাছি
অনেক ধন্যবাদ অপর্ণা আপু
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
আমি সাজিদ বলেছেন: সার্থক লেখনি।
মুগ্ধপাঠ্য।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আমার কৃতজ্ঞতা জানবেন , আমি সাজিদ
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: ছোট কিন্তু ভাল লাগল।