নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরতাল : তুমি কার কে তোমার!!!!

রাজশাহীশিলা

রাজশাহীশিলা › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার লুলামির ৫ টি প্রমাণ (নিরপেক্ষদের জন্য) >>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪



লুলামি-১ঃবিবিসিতে বলা হচ্ছে, "ব্লগার অনলাইন এন্ড একটিভিস্ট" নামক সংগঠনের ডাকে এ আন্দোলনের সুচনা হয়। অথচ " উলামা মাশায়েখ পরিষদ" যখন সমাবেশ ডাকলো, বিবিসি বলল, জামাতে ইসলামী উলামা মাশায়েখ পরিষদ এর ব্যানারে সমাবেশ ডেখেছে। কিন্তু, এটা বলা হল না, আওয়ামী বামপন্থীরা "ব্লগার অনলাইন এন্ড একটিভিস্ট" এর ব্যানারে আন্দুলুনের সূচনা করে।



লুলামি-২ঃবিবিসিতে " আমার দেশ" নামটি উচ্চারণের পূর্বে, বলা হয়েছে, "বিএনপিপন্থী পত্রিকা"। অথচ "প্রথম আলো" উচ্চারণের পূর্বে, "বামপন্থী পত্রিকা" বলা হচ্ছে না!



লুলামি-৩ঃবিবিসি বলছে, "৩ মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় পুরো জাতি"। জাতির সঙ্জ্ঞা কি? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন। যারা নিরবতা পালন করেছে, তারা কি দেশের মোট জনসংখ্যার ৮-১০% হবে?



লুলামি-৪ঃপ্রথম আলো সম্পাদকের গাড়ির কাঁচ ভেঙ্গেছে, এই নিউজটা বিবিসিতে আসলো। অথচ নয়াদিগন্ত অফিসে আগুন দিয়ে অর্ধ কোটি টাকার ক্ষতি করা হল, এই নিউজ বিবিসি এড়িয়ে গেল। মিডিয়ার উপর হামলার পরও মিডিয়ার নিরবতার নজির সম্ভবত একবিংশ শতাব্দীর কোন সভ্য রাষ্ট্রে পাওয়া যাবে না।



লুলামি-৫ঃনিহত ৩ জনকে ছাত্র শিবির তাদের কর্মী "দাবি" করে, আন্দোলন করছে।-- এভাবে নিউজ করেছে বিবিসি। ৩ দিন পরও বিবিসি নিশ্চিত হতে পারলো না, নিঅতরা কারা? অথচ, কুমিল্লার গ্রামান্চলে এক্রিডেন্টে নিহতরা লীগ কর্মী, এটা ঠিকই নিশ্চিত করেছে বিবিসি।



… এ তো গেল "সবচেয়ে নিরপেক্ষ" বিবিসির ভুমিকা। অন্য মিডিয়া গুলোতো হাজার বছরের শ্রেষ্ঠ লুলামির যুগ পার করছে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

মানুশ বলেছেন: ভাই একটু শাহাবাগ এর আসল খবোর টা দিন। ধর্ষন এর কাহিনি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

রাজশাহীশিলা বলেছেন: শাহাবাগের কাহিনি বলিলে লাল ঘরে যেতে হবে ভাই।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নিষ্‌কর্মা বলেছেন:
ভাই বিবিসি মানুষ নিয়া কাজ করে, জা-শি তো আর মানুষ না, জানোয়ার।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

পিয়াস হোসাইন বলেছেন: ব্যাপক বিনুদুন :P

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

পিয়াস হোসাইন বলেছেন: ব্যাপক বিনুদুন :P

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

আখিলিস বলেছেন: If you have something called brain (which I'm really doubt of), come Shahabag now and see what's happening here. Son of a Razakar

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ওবায়েদুল আকবর বলেছেন: খুবই কস্ট পেলাম।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

মিজভী বাপ্পা বলেছেন: "ব্লগার অনলাইন এন্ড একটিভিস্ট" আচ্ছা এটা কি কোন ব্লগ নাকি???মানে সামুর মত।যদি হয় তাহলে লিংকু দিয়েন!!!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

মুর্দা ফকির বলেছেন: যে খানে আছেন বিবিসি আপনার সাথে আছে .।.।.।।
সুতরাং একটু হিসাব নিকাষ কইরা চলেন.।.।.।.
।নইলে আপনার নামেও খবর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

রাজশাহীশিলা বলেছেন: ভাই আপনি আমার খবর টি কাওকে বৈলেন না।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

স্বাধীনচেতা মানবী বলেছেন: নিরপেক্ষদের জন্য পোষ্ট দিয়েছেন সেটা বুঝলাম কিন্তু আপনার অবস্থান কোন পক্ষে সেটা বুঝলাম না । যদি আপনি জেনে থাকেন তাহলে জানান আপনার পক্ষ কোনটি ?

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

কালীদাস বলেছেন: ঠিক! আর আপনে একটা ছাগী।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

হাসান রেজভী বলেছেন: কালীদাস বলেছেন: ঠিক! আর আপনে একটা ছাগী।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: হাসান রেজভী বলেছেন: কালীদাস বলেছেন: ঠিক! আর আপনে একটা ছাগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.