নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরতাল : তুমি কার কে তোমার!!!!

রাজশাহীশিলা

রাজশাহীশিলা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ডাকে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে: নাসিম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

ঢাকা: শাহবাগের আন্দোলনকর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের খুনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের উদ্যোক্তা আমাদের প্রিয় এক সন্তানকে গতকাল খুন করা হয়েছে।” ৪৮ ঘণ্টার মধ্যে রাজীবের খুনিদের গ্রেফতারের দাবি জানান তিনি।



শনিবার রাজধানীর ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের পাশে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে এদিন রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের।



আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচনের আগে আমরা জনগণকে ওয়াদা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করার। বাংলার মানুষ এই বিচারে সন্তুষ্ট হচ্ছে। কিন্তু একজনের (আবুল কালাম আজাদ) ফাঁসির পর আরেকজনের (কাদের মোল্লা) যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ে মানুষ ক্ষেপে উঠেছে।”



জামায়াতকে সাপের সঙ্গে তুলনা করে নাসিম বলেন, “খালেদা জিয়া যুদ্ধাপরাধী দল জামায়াতের পক্ষ নিয়েছেন। তিনি মাথায় সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বেদের মেয়ে জোছনা হয়েছেন।”



জোটের নেতাদের উদ্দেশে নাসিম বলেন, “আমাদের মধ্যে এখন ঐক্য থাকতে হবে। নয়তো রাজাকারদের পরাজিত করা যাবে না। তারা খুন করতে শুরু করেছে।”



জোটের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট সানজিদা খানমসহ ১৪ দলের নেতারা।



সমাবেশ শেষে মিছিল নিয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

স্টেনটোরিয়ান বলেছেন: শেখ হাসিনা আন্দোলনের ডাক দিলো, আবার সংহতিও প্রকাশ করল। এত বুদ্ধি নিয়া ঘুমায় ক্যামনে!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

ধৈঞ্চা বলেছেন: গত পরশু বিএএফের হাতে ২জন বাংলাদেশী খুন হয়েছে, টিভির খবরের শেষের দিকে ২/৩টা বাক্যে মেসেজটা দেওয়া হলো। পরদিন জাতীয় দৈনিকে খুবই দায়সারা ভাবে নিউজটা এসেছে। আমি ফেসবুক বা ব্লগে এ নিয়ে কোন পোষ্ট দেখেনি।
আমরা শাহবাগ নিয়ে এতই মজে আছি যে এখন বিএসএফ আমাদের নাগরিককে হত্যা করলও নিউজটি গুরুত্বহীন হয়ে যায়। বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে আছে, আমাদের পক্ষ থেকে উনার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হলো না।
দেশপ্রেমের সংজ্ঞা এখন নতুন করে শিখতে হবে!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: নব প্রজন্ম শেখ হাছিনার নয়
সমস্ত বাঙ্গালীর
একাত্মতা কোন দলের বা গোত্রের নয়
সম্মিলিত সকলের

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

নিওশিশু বলেছেন: কেন এই বিতর্ক? ১৩ দিন পর কেন জানতে হচ্ছে “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে”।
যা বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। সত্যই কি তাই? এদেশের সবাই জানে কিছু তরুন ব্লগার নিজেদের উদ্যগে কাদের মোল্লার রায়ের প্রতিবাদ জানাতে শাহাবাগ মোড়ে একত্রিত হয়েছিল। যার জোয়ার এখন ও প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে আবার নোংরা রাজনিতি ঢোকানোর অপচেষ্টা চলছে!! মনে হচ্ছে এদেশের স্বাধিনতার ঘোষকের মত আর এক বিতর্ক তৈরী করতে যাচ্ছে আমাদের টেষ্টেড রাজনিতিবিদরা। জঘন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.