নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

রহস্যময় তেলাপোকার রহস্য উন্মোচন

০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

চিত্‍ হয়ে গেলে কি তেলাপোকা মারা যায় ??



যদি মারা যায় ( !!! ) , তবে কেন ?



আমরা খেয়াল করলে দেখে থাকব যে বেশীরভাগ মরা তেলাপোকা চিত্‍ হয়ে পরে আছে , কিন্তু কেন ?



এটা কি উপুর হয়ে থাকা অবস্থায় মরতে পারত না ?



এবার তাইলে দেখি বিজ্ঞান কি বলে -



তেলাপোকার পায়ে একটা আবরন থাকে যাতে একটা বিভিন্ন পৃষ্ঠতলের সাথে আটকে থাকতে পারে । তেলাপোকার দেহে কোন হাড় নেই ।



এটার দেহের গঠন এমন যে একবার চিত্‍ হয়ে গেলে খুব সহজে আর উপুর হতে পারে না , ফলে এটা ধীরে ধীরে খাদ্যাভাবে মারা যায় ।



আরো একটা কারন আছে এটা চিত্‍ হয়ে থাকা অবস্থায় এর শরীরে কোন কঙ্কাল না থাকায় ভিতরের অঙ্গগুলো অভিকর্ষের টানে নিচের দিকে একটা চাপ দেয় যা এর মৃত্যুকে আরো ত্বরাণিত করে ।



এখন প্রশ্ন থেকেই যায় , এমন কি হতে পারে না , যে মড়ার পর চিত্‍ হয়ে গেছে ?

হ্যাঁ তাও হতে পারে । তবে সেক্ষেত্রে কারন কি ?



বাসা - বাড়িতে আমরা যখন কিটনাশক ব্যাবহার করে তেলাপোকা মারি তখনও দেখি চিত্‍ হয়ে পরে আছে ! এক্ষেত্রে মূলত মড়ার সময় উল্টে যায় !!



কারন তেলাপোকা মারতে যে কিটনাশক ব্যাবহার করা হয় তা তেলাপোকার স্নায়ুতন্ত্রকে আক্রমন করে ! এই কিটনাশক থেকে এসিটাইল কোলিন ( ACh ) উত্‍পন্ন হয় , যা নিউরোট্রান্সমিটারে এমন একটা উদ্দিপনা সৃষ্টি করে , যেই উদ্দিপনায় তেলাপোকা পল্টি খেয়ে উল্টাইয়া যায় !



আর এভাবেই অধিকাংশ মৃত তেলাপোকাকে চিত্‍ হওয়া অবস্থায় পাওয়া যায় ।



আমার ফেসবুক লিংক

https://www.facebook.com/rakibhossen.fuhat

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

হেডস্যার বলেছেন: জানলাম।

২| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মদন বলেছেন: নতুন জিনিস জানা হলো

৩| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ইলি বিডি বলেছেন: জানা হলো তেলাপোকা পল্টি খেয়ে উল্টাইয়া যায় !

৪| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আমগো দেশের রাজনিতিকরা স্প্রে ছাড়াই পল্টি খায় :P

৫| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: ভাই সকলে অনেক সুন্দর কমেন্টস করেছেন ধন্যবাদা সবাইকে :P :P :P :P :P :P

৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০০

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.