নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আসলে কি?এর ক্ষমতা কতটুকু তাই নিয়ে আজ লেখা “ভালবাসা”

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

ভালবাসা

ভালবাসা সে তো নক্ষত্রের চেয়েও উজ্জল

তার আলো আলোকিত করতে পারে সবকিছু

আবার তার আলোই জ্বলসে দিতে পারে সবকিছু

ভালবাসা সে দুইয়েরই ক্ষমতা রাখে।



ভালবাসা সে সপ্নের চেয়ে অনেক বেশী কল্পনীয়

তুমি যদি সত্যিকারে উপলব্ধি করতে পার,

সে স্বর্গের চেয়েও শান্তিময়।

তুমি যদি তাকে উপলব্ধি না করতে পার,

সে ডাস্টবিনের নোংরা স্তুপের চেয়েও নিকৃষ্ট

ভালবাসা সে দুইয়েরই ক্ষমতা রাখে।



ভালবাসা সে ঢেউয়ের চেয়ে অনেক বেশী শক্তিশালী

যার ঢেউ তৈরী করতে পারে নতুন একটি দ্বীপ

আবার এক নিমিষে ভেঙ্গে নিয়ে যেতে পারে দ্বীপের সবকিছু

ভালবাসা সে দুইয়েরই ক্ষমতা রাখে।



ভালবাসা সে তো এক মনের শিহরন

যার শিহরনে সবাইকে করে দিতে পারে উন্মাদ

আবার এই শিহরনই নিথর করে দিতে পারে সবাইকে

ভালবাসা সে দুইয়েরই ক্ষমতা রাখে।



আমার ফেসবুক লিংক

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.