নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৪

ধর্ম

রাকিব হোসেন ফুহাদ



বাধাইয়া দিয়াছ বিবেধ তুমি

ঘুচাইয়াছ মোর মানুষ নাম

কাউকে করেছ হিন্দু আবার কাউকে মুসলমান

কাউকে করেছ বৌদ্ধ আবার কাউকে খ্রিষ্টান



রাখতে চেয়েছি মোর শির চির উন্নত

মাটির তৈরী পুতুলের সামনে করাইয়াছ মাথা নত

বলিয়াছ এ তোমার দেবতা সর্বশক্তিমান

সব ক্ষমতা তারই, কারো নেই তার উর্দ্ধে জ্ঞান



আঙ্গুল তুলিয়া দেখাইয়া দিয়াছ ঐ দিকে তোমার ¯্রষ্টার ঘর

সেজদা কর তাকে, জপ তাহার নাম, পাবে চির শান্তি জনমভর

সব কিছুর মালিক তিনি, সব কিছুই তার

তাহার হুকুম না মানিলে নাহি পাবে পরকালে নিস্তার



বলিয়াছ তুমি এক ধ্যানে নির্জনে বসিয়া ডাক তারে

একবার নয়, দুই বার নয়, সারা দিবে বারে বারে

তোমার প্রতীমা ধ্যানমগ্নে বসাইয়া করাইয়াছ মাথা নত

বলিয়াছ তাবে যদি পাইতে চাও আমাকে অনুকরন কর অবিরত



তুমি বলিয়াছ সব কিছুর মালিক যিনি তিনি আমার পিতা

তাহার কথা না মানিলে জনম তোমার বৃথা

ক্রুশের সামনে তোমার প্রতীমা ধুলাইয়া, লুটায়ে পড়াইয়াছ চরনে

ডাকতে বলিয়াছ তোমার পিতাকে জীবনে মরনে।



এভাবেই ধীরে ধীরে মাটির সাথে মিশাইয়াছ, মোর উচ্চ শির

ঘুচাইয়াছ মোর মানুষ নাম, শহীদ গাজী বীর

মানুষ হয়ে এসেছি ধরায় মানুষই পরিচয়

অদম্য সাহসী আমি, অপ্রতিরোধ্য, ছিনিয়ে নিব জয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.