নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

গানের লিরিক

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪০

এককালে কইছিলারে বন্ধু রাইখা মাথায় হাত

একই সঙ্গে জীবন-মরন কাটাইব দিন-রাত,

কেমন করে গ্যালারে ভুইলা পুরানো সব কথা

তোর বিরহে কান্দি আমি চাইপা বুকে ব্যাথা



একই সঙ্গে বসতাম দুজন বকুল গাছের তলে

দুজন মিলে সাতার দিতাম ভিইজা নদীর জলে

সে সব স্মৃতি মনে হইলে অশ্রু হইয়া ঝরে

বড়ই নিষ্ঠুর হইলিরে বন্ধু, ছাড়লি তুই আমারে



আমার হৃদয় নরম কইরা, তুমি হইলা পাষান

নদীর জলে ডুবাই মোরে, তুমি নিলা ভাসান

ছাইড়া যাইবা কইতারে বন্ধু, যাইতাম না তোর সনে

সকল স্মৃতি মুইছা দিতাম, রাখতাম না আর মনে

একদিন তোর পড়বে মনে আমার ভালবাসা

সেদিন তুই বুঝতে পাবি নিজের দুর্দশা

দুজন থাকব দুই তরীতে মিলন নাহি হবে

পুরোনো সব স্মৃতিগুলো আকড়ে বেচেঁ রবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৮

রাজিব বলেছেন: এটি কোন গানের লিরিক?

২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪

গাজী আলআমিন বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.