নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

কাল

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

কাল যে আমার যাচ্ছে চলে

নিথর হয়ে বসে আছে মন পাগলে

এক কাল গেল অবুঝ থাকতে

দিন গড়াল খেলতে খেলতে,

শৈশব গেল কৈশর এলো

যা দেখি তা লাগে ভাল।



আরেক কাল সামনে এলো ভরা যৌবন নিয়ে

চারিদিকে রঙ্গিন সবই, মনের মাধুরী মিশিয়ে

যৌবন গেল হেলায় হেলায়

না উঠিলাম আপন ভেলায়,

খেয়া তরী চলে গেল

তার আপন ঠিকানায়।



আরেক কাল সামনে এলো নিয়ে সব অন্ধকার

সব কিছু মিলান হল, যত ছন্দ ছিল তার।

একা বসে নদীর ঘাটে

ভাঙ্গা তরী ভিড়ল তটে

পড়ে গেলাম ঘোর সংকটে

ওহে পার কর আমায়।



কাল যে আমায় দিলনা রেহাই

দিলাম আমি খোদার দোহাই,

কালের ভাঙ্গা তরীতে চড়ি

পরকালে দিলাম পাড়ি,

ছেড়েছি মোর আপন বাড়ি

নিয়ে সবার আহাজারী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.