নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

শূন্য থেকে সোনার দেহ

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

ও মাটি শুধাই তোমায় একবার বল আমারে

শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।



তুমি বানাও রক্ত, মাংস, নতুন কোন প্রান

সবার কন্ঠে গাওয়াও তুমি তোমার নামের গান,

কেমন করে তোমার বুকে রাখ সবই ধরে

শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।



তুমি সবই আগলে রাখ তোমারই আচঁলে

তুমি সবার জীবন বাচাও তোমার দেয়া জলে,

তুমি সবই পূন্য কর সবার গোলা ভরে

শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।



তোমার বুকে প্রান যে জাগে, তোমার বুকে শেষ

তুমি দেখাও আজব খেলা কর নিরুদ্দেশ,

কেমন করে বুঝব লিলা আমায় রাখ ঘোরে

শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে



তোমার আচল কতই মধুর দেয় যে শীতল পরশ

তোমার ছোয়ায় হার মেনে যায় পরকালের আরশ,

মন যে চায় তোমার বুকে জন্মাই বারে বারে

শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.