নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮

এক খানা গান বাধিলাম করিলাম মধুর সুর

যাহার জন্য সুর বাধিলাম সে হইল নিষ্ঠুর,

গানের ছন্দ, সকল আনন্দ গানের যত কলি

মোর গানখানি তাহারই চরনে ফালয়ে দিলাম বলি,

বাতাসের কাছে পাঠিয়ে দিলাম মোর গুন গুন সুর

তুমি যদি একবার শোন বেদনা হয় মধুর,

শুনলেনা মোর গানখানি দিলে ফিরায়ে

মোর ভাঙ্গা তরী নিলেনা একবার ভিড়ায়ে,

তবুও নেইনি ফিরায়ে দিয়েছি বাতাসের কাছে রেখে

কোনদিন যদি সঙ্গী হয় তোমার কোন দু:খে,

তোমার কাছে নাহি হইলাম কবি, নাহি হইলাম বাধক

তোমারই চরনে গান বাধিয়াও নাহি হইলাম সাধক,

কোনদিন যদিমনে লয় শুনিতে মোর আপন সুর

বাতাস তোমায় গেয়ে শোনাবে কন্ঠে লয়ে মধুর,

এক খানা গান বাধিলাম করিলাম মধুর সুর

যাহার জন্য সুর বাধিলাম সে হইল নিষ্ঠুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.