নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

ব্যকুল মনের আকুলতা

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

আমি ঐ উত্তাল সমুদ্রের ঢেউ তরঙ্গের কাছে চেয়েছিলাম অজস্র মুক্তা

সমুদ্র আমার গলে পরিয়েছে রাশি রাশি মুক্তার মালা,

আমি ঐ সুউচ্চ পাহাড়ের কাছে চেয়েছিলাম ঝর্না

পাহাড় আমাকে শান্ত করেছে ঝর্নার শীতল জলপ্রাতে।

আমি ঐ সূর্যের কাছে চেয়েছিলাম একমুঠো আশার আলো

সূর্য আমাকে আলোকিত করেছে ডিঙ্গিয়ে সব আধার,

আমি ঐ নদীর মোহনার কাছে চেয়েছিলাম সকল নদীর মিলনের জল

মোহনা আমাকে একাকার করেছে শত নদীর জলে।

আমি ঐ আগুনের কাছে চেয়েছিলাম উষ্ণ পরশ

আগুন আমাকে করেছে উন্মাদ তার উষ্ণ ছোয়ায়,

আমি ঐ আকাশের কাছে চেয়েছিলাম বৈরী হাওয়ার বৃষ্টি

আকাশ আমাকে শুদ্ধ করেছে ভিজিয়ে তার জলে।

আমি ঐ বাতাসের কাছে চেয়েছিলাম শীতল হাওয়া

বাতাস আমাকে নিথর করেছে তার শীতল পরশে,

আমি তোমার ঐ মনের অরন্য গহীনে চেয়েছিলাম একটু ঠাই

তুমি আমাকে ঠাই দেওনি দিয়েছ বিষাধের জ্বালা।

তোমার কাছে চেয়েছিলাম তোমার অশ্রুসিক্ত নয়নের ভাগ

তুমি আমাকে দিয়েছ সাত সমুদ্রের জল,

তুমি সমুদ্রকেও হার মানিয়েছ আর কেড়ে নিয়েছ সব

তুমি শুধু কেড়েই নিয়েছ দাওনি আমার চাওয়া।

দিয়েছ এক বুক বিষাধের জ্বালা, অশ্রুসিক্ত দু’নয়ন

তুমি ঝর্নাকেও হার মানিয়েছ, আমার চোখে ঝড়িয়েছ ঝর্না প্রবাহ,

আমার ঝর্নার জল প্রবাহিত হয়ে মিলিত হয়েছে নদীর জলে

নদীর সঙ্গে হয়ে গেছে একাকার, কখনও ফিরবেনা তার উৎসে

জলের ধারা বয়ে বেড়ায় আকড়ে সকল স্মৃতি, আর খুজে ফিরে তার উৎস।

প্রতি পরতে বার বার বলে

কাহারে যেন খুজিতে গিয়া আমি নামিয়াছি নদীর জলে

আমারে ডুবায়ে অতল সমুদ্রে সে চলে গেল কোন ছলে

ডুবিয়া মরিলাম আমি, ডুবিয়া মরিলাম জলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.