নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

আমি স্বপ্নকে ধাওয়া করি স্বপ্নের পিছু পিছু

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

কেউ কি স্বপ্নের পিছু কখনও দৌড়েছিলেন। প্রশ্নটা শুনতেই যে আকাশ ভেঙ্গে মাটিতে পড়ল। যে স্বপ্নর পিছনে আবার কিভাবে মানুষ দৌড়ায়? আমি বলব যে যদি কেউ স্বপ্নের পিছনে দৌড়ে না থাকেন তবে আপনি কোনদিন আপনার লক্ষ্য ঠিক করতে পারেন নি আর পারবেনও না। প্রথমে আপনাকে বুঝতে হবে স্বপ্ন আসলে কি? আপনি যেটি ঘুমিয়ে দেখেন সেটি আসলে স্বপ্ন? স্বপ্নর সংজ্ঞা খুব ভালভাবে তুলে ধরেছেন ভারতের সাবেক রাষ্টপতি বিজ্ঞানী এ.পি.জে আবুল কালাম আজাদ “স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখ। স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।” এবার আপনি চিন্তা করুন যে আপনার স্বপ্ন কোন গুলো। এতদিন আপনি যেগুলোকে স্বপ্ন ভাবছেন সেটি আসলে আগাছা আর যেটিকে স্বপ্ন বলে কল্পনাও করেননি সেটি হচ্ছে স্বপ্ন। এককথায় বলতে গেলে আপনার লক্ষ্যই হচ্ছে আপনার স্বপ্ন। আপনি যদি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন যে আমি দেশের প্রধান মন্ত্রী হয়ে গেছি আমাকে সবাই সালাম করছে। কিন্তু কাল যখন রাস্তায় বেড়াবেন তখন যদি দেখেন যে আপনার সাথে সবাই আচরন করছে রাস্তার পড়ে থাকা শিয়াল কুকুরের মত তাহলে আপনার স্বপ্নের মহত্ম আর কি থাকল। আপনাকে রাতের কথা ভুলে যেতে হবে আপনাকে ভাবতে হবে যে আমি প্রধান মন্ত্রী হব এ জন্য আমাকে কি কি করতে হবে। এ জন্য আপনাকে রাতের ঘুমকে হারাম করতে হবে, সকল অড্ডা ছেড়ে দিতে হবে নিরলস পরিশ্রম করতে হবে, তারপর হবেন প্রধানমন্ত্রী। আপনি রাতে যা দেখেছেন আসলে সেটা স্বপ্ননা এ লক্ষ্যে পৌছানের জন্য আপনি নিরলস পরিশ্রম করে যাবেন আপনার লক্ষ্যে সেটা হচ্ছে স্বপ্ন। তাহলে এবার মনে হয় বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি স্বপ্নে পিছনে দৌড়াবেন। আমি আমার স্বপ্নকে ধরতে স্বপ্নের পিছু দৌড়াতে শুরু করে দিয়েছি আপনিও দৌড়াতে শুরু করেন দেখবেন যে আপনার স্বপ্নকে পিছনে ফেলে আপনি আরও বড় স্বপ্নকে ধরতে পারবেন। এটাই হচ্ছে জীবনের দৌড়.......... শুধু দৌড়ান শুধুই দৌড়ান.......... জীবনের দৌড়ে হারতে নেই যত দৌড়াব জিতার সম্ভাবনা ততই বেশী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

দ্যা আহমেদ মামুন বলেছেন: গাম স্বপ্নকে ছাড়িয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.