| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ ফরিদুল ইসলাম
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
[] কঃ
.
যাকে লাশ ধোয়ার জন্য খুঁজে নিয়ে আসা হয়, একদিন তাকে ধোয়ানোর জন্যও আরেক লাশ ধৌতকারীকে খোঁজা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] খঃ
.
যিনি যুঁৎসই কাফনের কাপড় পরাতে পারেন, তার জন্যও একদিন এমন স্পেশাল কাফন পরিধেয় খোঁজা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] গঃ
.
যিনি জানাযার নামাজের ইমামতি করেন, একদিন তার জানাযার ইমামতি আরেকজন করবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ঘঃ
.
যারা নিখুঁত মাপ সহকারে কবরের বাঁশ কাটেন, একদিন তাদের জন্যও এমন নিখুঁত মাপে বাঁশ কাটা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ঙঃ
.
যারা ভালো কবর খনন করেন, একদিন তাদের জন্যও এমন ভালোভাবে কবর খনন করা হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] চঃ
.
যারা কবরে লাশ নামান, একদিন তাদেরকেও কবরে নামানো হবে।
এভাবেই চলতে থাকবে...
.
[] ছঃ
.
আমরা যারা মৃত ব্যক্তিকে নিয়ে শোকাবহ পোস্ট দেই, শোকার্ত পরিবারকে সমবেদনা জানাই,..
একদিন আমাদেরকে এবং আমাদের পরিবারকে নিয়েও এভাবে পোস্ট করা হবে।
এভাবেই চলতেই থাকবে...
.
.
.
- তবে এসবের একদিন ইতি ঘটবে। সেদিন উপরোক্ত কোন ঘটনা ঘটবেনা।
>সবাই সেদিন অকেজো হবে, মুখাপেক্ষী হবে।
- মুসলিম হিসেবে আমরা আল্লাহর নিকট সিজদাহরত মৃত্যু কামনা করি।
>কিন্তু আমরা সালাত আদায়ে উদাসীন।
- মুসলিম হিসেবে আমরা আল্লাহর নিকট হজ্জ পালনের সময় মৃত্যু কামনা করি।
>কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বৃদ্ধাবস্থায় হজ্জ পালনে ছুটে চলি।
- মুসলিম হিসেবে আমরা শাহাদাতের মৃত্যু কামনা করি।
>কিন্তু আমরা না ইসলাম বুঝি, না ইসলামি আন্দোলন বুঝি, না শাহাদাত বুঝি!
.
নোটঃ আপন ঘরের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে।
আমাকে বিদায় দেওয়ার জন্য স্বজনদের প্রশিক্ষণ দিতে হবে।
.
এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
২|
০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৯
হুমায়রা হারুন বলেছেন: # ছ যদিও সবার জোটে না।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭
সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার শিক্ষনীয় পোস্ট