নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

পালকি

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২০

তোমায় যখন নিতে আইবো পালকিতে সাজাইয়া

চারিদিকে থাকবেনা কেউ ঢোল সানাই বাজাইয়া,

তুমি থাকবে পালকি চড়ে পালকিরই উপরে

শত লোক থাকবে পিছে, কেহ পালকি ধরে।



সাধের বাড়ি সাধের ঘর সবই যাবে ছাড়ি

ভবে আপন ছিল যারা করবে আহাজারী,

সবাই তোমায় ডাকবে নামে, বুক ভাসায়ে জলে

শেষ বিদায়ের বিদায় নিয়ে তুমি যাবে চলে।



এক পালকিতে আলো মাঝে, আরেক পালকি দিয়া

অন্ধকারে পাঠায়ে দিবে সাদা কাপড় নিয়া,

বুঝবেনা কেউ মনের কথা, শুনবেনা কেউ গান

সবাই তোমায় তাড়ায়ে দিবে যত আপনজন।



সাড়ে তিন হাতে মাটি খুড়ে গড়বে নতুন ঘর

ঘরের উপর বাশের চালা সাজাইবে বাসর,

এমন বাসর করতে হবে শুয়ে একা একা

কত শত সঙ্গী ছিল পাবেনা কারো দেখা।



ছিলে তুমি রাজার হালে করছ মাতয়ারা

থাকবে তুমি মাটির ঘরে নি:শ্ব সবই হারা,

অন্ধকারে ছোট্ট কূপে আলো নাহি পাবে

সোনার দেহ মাটির সাথে বিলীন হয়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.