নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর শহর(Cruel City)

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

আমি এই শহরের মাঝে কোন ভালবাসা দেখিনা

চার দেয়ালে ঘেরা শহরটা বড়ই নিষ্ঠুর, মমতাহীন।

কোনদিন শুনতে চায়নি ভুখারির হা হা কার

কোনদিন বুঝতে চায়নি রক্ত ঝড়ানো এক ফোটা ঘামের মূল্য,

কোনদিন বুঝেনি হতভাগার অশ্রুসিক্ত দুচোখের ভাষা।

বিনিময় ছাড়া কোনদিন একমুঠে অন্ন তো দূরের কথা

এক গ্লাস পানি পর্যন্ত ছুতে দেয় নি।

বিনিময়ে চেয়েছে কিছু খসখসে কাগজের নোট,

হয়ত কখনও পকেট ঝেড়ে দু একটা বের হয়েছে

কখনও খুজে পাইনি একটি কানাকরিও।

ক্ষুধার বোঝা চাপিয়ে দিয়েছে জীর্ন-শীর্ন শরীরটাকে,

এই শহর আমায় তাড়িয়েছে কুকুরের বেশে।

ছুড়ে ফেলেছে পচা ময়লার ডাষ্টবিনে,

কথনও ধূলোয় পিষেচে পায়ের নিচে।

আমি এই শহরের ক্ষুদ্র কণার মাঝেও দেখি পাষন্ড হৃদয়

আমি ভিখাড়ির থালা কেড়ে নিতে দেখেছি,

ভুখার পেটে লাঠি দিতে দেখেছি,

মায়ের কোলের ধন কেড়ে নিতে দেখেছি,

চোখের সামনে হতভাগা বোনের ইজ্জত নিতে দেখেছি,

প্রতিবাদ করেছি শুধু আমি একা।

বিবেকও আজ হরন করেছে নিষ্ঠুর শহর,

কারো বিবেক আর জাগ্রত হয়না, কন্ঠে তুলেনা বজ্রধ্বনি।

শহর আমায় ছুড়ে দিয়েছে কংক্রিটের দেয়ালের সাথে,

আমি ঠিকই দেয়ালের শিক আকড়ে ধরেছি।

ক্ষুধার জ্বালায় আমি মাটি কামড়িয়েছি,

তবু আমি এই শহর আকড়ে বেচে আছি।

ঐ কংক্রিটের মাঝে সবুজ দুর্বা ঘাস ফলাব বলে,

আর পাষন্ড হৃদয়ের পশুটাকে টেনে ছিচড়ে নরবলি দিব বলে,

পশুষ্যত্বের পাষন্ড হৃদয়ে মনুষ্যত্বের কচি চারা লাগাব বলে

আর ভালবাসার আচ্ছাদনে, পাষন্ড হৃদয়টা আচ্ছাদিত করব বলে।

আমার ফেসবুক লিংক

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

বাংলা অামার অহংকার বলেছেন: আমি ভিখাড়ির থালা কেড়ে নিতে দেখেছি,
ভুখার পেটে লাঠি দিতে দেখেছি,
মায়ের কোলের ধন কেড়ে নিতে দেখেছি,
চোখের সামনে হতভাগা বোনের ইজ্জত নিতে দেখেছি,
প্রতিবাদ করেছি শুধু আমি একা।
বিবেকও আজ হরন করেছে নিষ্ঠুর শহর,
কারো বিবেক আর জাগ্রত হয়না, কন্ঠে তুলেনা বজ্রধ্বনি।

সত্যিই অসাধারণ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: বাংলা অামার অহংকার আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালবাসা জানবেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

কষ্ট - ১ বলেছেন: অসাধারণ-----খুবই কঠিন

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: যত কঠিন কথাই হোক তারপরও আমাদের বিবেক কোনদিন নড়েে উঠবেনা। আমাদের বিবেকে মরিচিকার স্তর পড়ে গেছে। কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালবাসা রইল।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

বাংলা অামার অহংকার বলেছেন: আমি এই শহরের মাঝে কোন ভালবাসা দেখিনা
চার দেয়ালে ঘেরা শহরটা বড়ই নিষ্ঠুর, মমতাহীন।

লাইন দুটি অনেক ভালো লেগেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: আমি নিজেও আমি এই শহরের মাঝে কোন ভালবাসা দেখিনা। ধন্যবাদ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

আ. আবেদ বলেছেন: প্রকৃতপক্ষেই নিষ্ঠুর শহরের চিত্র তুলে ধরেছেন। অসাধারণ..

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: নিষ্ঠুর শহরের চিত্র তুলে ধরতে চেষ্টা করেছি জানিনা কতটুকু সফল। কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

সুমন কর বলেছেন: বাস্তবসম্মত লেখা।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

কলমের কালি শেষ বলেছেন: বাস্তব কবিতা । +++

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.