![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রগতিশীল বিজ্ঞানমনস্ক এবং মুক্তচিন্তার অধিকারী
হিন্দু নারীদের সমান অধিকার প্রশ্নে বাংলাদেশের হাইকোর্ট একটা রুল জারি করেছে। ঝামেলা হচ্ছে এই নিউজের নিচের কমেন্ট থ্রেডে দলমত নির্বিশেষে ছেলেরা এসে কানতেছে! মানে সিরিয়াসলি?
একজন কয়- আমরা নারীদের দিয়েছি দেবীর সম্মান। অথচ তাতেও তারা খুশি না।
আরে ভাই, কেডা তোর দেবী হতে চাইছে?
অত্যাচার করার সময়তো দেবী দেখস না। তখন বলবি- তুমি কি মা দূর্গা যে তোমাকে অত্যাচার করবো না?
আমার এক বান্ধবী আছে, বিশ্ববিদ্যালয় জীবনে একই সাতে পড়েছি। বেচারির এমন দিন নাই যে এবিউজের শিকার হতে হয়না, বাপের বাড়ি বিয়ে দিয়ে দিয়ে বিরাট কর্ম করেছে- তারা আর তারে সাপোর্ট দিবেনা। বিয়ে হইছে- এখন সুন্দর করে সংসার কর!
ক্যান ইউ বিলিভ- বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়েকে খোঁটা দেয়া হয় যৌতুকের জিনিসপত্র মন মত হয় নাই সেই কথা বলে?
শুধু হিন্দু মেয়েদের না, সব ধর্মের মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার দরকার। দুনিয়ার মেয়েদের উপর অত্যাচার সেই অত্যাচারের অন্যতম কারণ প্রতিটি ধর্মে মেয়েদের সব ক্ষেত্রে কমবেশি বঞ্চিত করা হয়েছে এবং কম দেয়া হয়েছে। মেয়েরা যদি সমান পায় তাহলে পুরুষতন্ত্র ভয় পায় যে মেয়ের আর কথা শুনবে না! মেয়েরা তাদের দাস থাকবে না।
পুঁজিবাদী দুনিয়ার মূল ধর্মের নাম- টাকা এবং ক্ষমতা। যার টাকা নাই সে দেবী হলেই কি আর না হলেই বা কি?
কারণ পুরুষতান্ত্রিক সভ্যতার কাছে- আদতে ধর্ম যার যার, কিন্তু নারী নির্যাতন সবার!
©somewhere in net ltd.