নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা-বিদ্রোহী রণ ক্লান্তআমি সেই দিন হব শান্ত,যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না

রাজেল

প্রগতিশীল বিজ্ঞানমনস্ক এবং মুক্তচিন্তার অধিকারী

রাজেল › বিস্তারিত পোস্টঃ

সেক্স এবং সমাজ

১১ ই জুন, ২০২৩ রাত ৮:১৯

সেক্স একটা ওভাররেটেড জিনিস। এরচেয়ে একশোগুণ সুন্দর ব্যাপার হলো একজন বন্ধু, একজন পার্টনার, একজন আত্মার আত্মীয় পাওয়া। যেহেতু আমাদের সমাজে সেক্স একটা ট্যাবু সেজন্য আমরা সেক্সকে রসগোল্লা ভাবতে শিখি, ভাবি সেক্সই জীবনের সব। লিটারেলি আমরা সেক্স করার একজন বৈধ(আইনগতভাবে) পার্টনার পাইতে বিবাহ নামক কাচ্চিবিরিয়ানি খাওয়ার আয়োজন করি। যদি দূর থেকে তাকাই, তাহলে কি পুরো ঘটনা হাস্যকর মনে হয় না?
অবশ্যই প্রকৃতিতে মানুষ জন্মেছে সেক্স করতে, বংশবৃদ্ধি করতে। কিন্তু একদিন আমরা জেনে যাই আমরা আমাদের সবচেয়ে কাছের লোকটাকে চিনিনা! কিন্তু কেন?
কারণ সেক্সই জীবনের সব কিছু না!
একজন আর্টিস্টের কাছে একটা মনের মতো ছবি আঁকা, একজন লেখকের কাছে একটা অসাধারণ উপন্যাস লেখা- সেক্সের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। অর্গাজম জননাঙ্গের বিষয় না, সকল অর্গাজমই মস্তিষ্ক প্রসূত।
ফলে একটা দারুণ শিল্পকর্ম একজন আর্টিস্টকে সেক্সের চেয়েও বেশি তৃপ্তি দিতে পারে।
ইনফ্যাক্ট গত শতাব্দীর সবচেয়ে শক্তিমান আর্টিস্টদের একজন সালভেদর দালি, তার ব্যাপারে জানা ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে- তিনি সেক্স করতে ভয় পেতেন, কথিত আছে তিনি আক্ষরিক অর্থেই একজন ভার্জিন পুরুষ এবং তিনি এই কারণেই উনার স্ত্রী গালাকে উৎসাহ দিতেন অন্য পুরুষদের সাথে সেক্স করায়!
লালন যে 'মিলন হবে কতদিনে' গান গেয়েছেন, সেটা সেক্সের 'মিলন' না। সেটা আত্মার সাথে আত্মার মিলন। এই মিলন হয় নাই বলেই বুদ্ধ সেক্স করেও, এক বাচ্চার বাবা হয়েও, সাম্রাজ্য সংসার সবকিছু ফেলে নীরঞ্জনা নদীর পাশের পাকুর গাছের তলায় গিয়ে ধ্যানে বসেছিলেন। নিজেকে জিজ্ঞেস করেছিলেন- সুখ কি? নির্বান কি?
রবীন্দ্রনাথ যেমন সখীকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন- ভালবাসা কারে কয়?
মানুষের বুকের ভেতর যে হাহাকার সেটা সেক্সের জন্য না। মানুষ যে জীবন কাটাতে চায়, বেশিরভাগই সেই জীবন পায়না বলেই তাদের এতো হাহাকার। সেক্স একটা অনুসঙ্গ মাত্র, কিন্তু শরীরের সবচেয়ে সুন্দর অংশ মস্তিষ্ক। যে নিজের মস্তিষ্ককে বুঝতে পেরেছে, সে সেক্সের কথা শুনলে এইজন্য মুচকি হাসবে।
কারণ- মানুষ সেক্সের জন্য বাঁচে না, বাঁচে বাঁচার অর্থটা স্পষ্ট করে বুঝতে।
যে বেঁচে থেকেও বাঁচার আনন্দ পেলোনা, সে সেক্সের আনন্দ কখনো পেয়েছে বলে মনে হয় আপনার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.