![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রগতিশীল বিজ্ঞানমনস্ক এবং মুক্তচিন্তার অধিকারী
যুক্তরাষ্ট্রে ছয় বছর বয়সী এক বালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এই হামলায় বালকের মা গুরুতর আহত হয়েছেন।শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের প্লেইনফিল্ড টাউনশিপে এ ঘটনা ঘটেছে। এলাকাটি শিকাগো শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।সন্দেহভাজন যোসেফ শুবার (৭১) বিরুদ্ধে প্রথম শ্রেণির খুন, প্রথম শ্রেণির খুনের চেষ্টা, ঘৃণিজনিত অপরাধের দুটি অভিযোগ ও প্রাণঘাতী অস্ত্র নিয়ে মারাত্মক হামলার অভিযোগ আনা হয়েছে। মুসলিম হওয়ায় এবং মধ্যপ্রাচ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ওই দুইজনের ওপর হামলা চালানো হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।
এই নিউজে আমাকে মেনশন দিয়ে অনেক মানুষ এই ছোট শিশু হত্যাকে আমি কীভাবে জাস্টিফাই করি সেটা জানতে চেয়েছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে এইটার জাস্টিফিকেশন দিবও।
১ম কথা হচ্ছে কাউকে হত্যা কোনভাবে ন্যায় বলে বিবেচনা করার মতো ঘৃন্য মানুষ পৃথিবীতে নাই।
২য় কথা আমি কখনও ধর্ম বিদ্বেষী ছিলাম না আমি ধর্ম নিয়ে সন্ত্রাস করা মানুষের বিরুদ্ধে।
৩য় কথা একটি শিশু সে যেই ধর্মের হোক সে আমার কাছে একটি পবিত্র জিনিস। শিশুরা কখনও কোনভাবে ধর্ম,বর্ন,রাজনীতির অংশ হতে পারে না।
শেষকথা যোসেফ যুবার নামের ঘৃণ্য সন্ত্রাসী ব্যাক্তিকে সর্বোচ্চ শাস্তির আওয়াতায় আনতে হবে।
©somewhere in net ltd.