নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মানুষেরে

আরবিকে007

আমি এক স্বপ্নবাজ তরুন, চলছে সফলতার চুড়ান্ত লড়াই ।

আরবিকে007 › বিস্তারিত পোস্টঃ

ডিআরইউ পিকনিকের অনুদান এসেছে ইসলামী ব্যাংক থেকে: কয়েকটি প্রশ্ন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

শাহবাগের আন্দোলন শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে। এখন সেখানে প্রতিদিন নিত্যনতুন দাবি যুক্ত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেশ কিছু প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান বণ্ধের দাবি। আর শাহবাগের তরুনদের সাথে কণ্ঠ মিলিয়েছেন রাতের টকশোর উচ্ছিষ্টভোগীরা। কেন বললাম? ব্যাখ্যা করছি। গত ৩০ বছরে ইসলামী ব্যাংক এ দেশের অর্থনীতির মেরুদন্ডকে শক্তিশালী করেছে। ইসলামী ব্যাংকের অনুদান ছাড়া ক্রিকেট দলের সফর হয় না। আপনাদের মনে আছে কি না গত বিশ্ব কাপে মূল স্পন্সর ছিল ইসলামী ব্যাংক। আর গত চার বছরে প্রধানমন্ত্রীল ত্রান তহবিল থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিভাগ কতটাকা অনুদান নিয়েছে তার ইয়াত্তা নেই। চলমান আন্দোলনের মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টস ইউনিটির পিকনিকের খাওয়া দাওয়ার ডোনার ছিল ইসলামী ব্যাংক। পেশাগত কাজে আমি ইসলামী ব্যাংকের এমডির অফিসে গিয়েছিলাম গত সপ্তাহে। সেখানে দেখা মাহামুদুর রহমান মান্নার সাথে। ভোরের কাগজের বিজ্ঞাপনের জন্য লোক পাঠিয়েছে শ্যামল দত্ত। সেখানে যায় আবুল বারাকাতের লোকজন। কেন যায় সে কথা আশা করি ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না। এমন উদাহরণ অসংখ্য রয়েছে। তাহলে শাহবাগ গিয়ে ইসলামী ব্যাংক বর্জনের ঘোষণা দিচ্ছেন আর মতিঝিলে গিয়ে ইসলামী ব্যাংকের বিজ্ঞপন চাচ্ছেন। এই সব খবর সাধারণ মানুষ জানতে পারে না। জানলে এই বুদ্ধিজীবিদের জায়গা নর্দমাতেও হত না। রেটিনা আর ফোকাসের কথা বলছেন, গত সময়ে এই দুই প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিদের কাছে কোন কোন বাম আর আওয়ামীলীগের নেতারা তাদের ছোট ভাই বা ছেলে মেয়েদের ভর্তির জন্য তদবির করেছেন তার হিসাবটা করে দেখেন। সব তথ্য আছে। ইবনে সীনা আর ইসলামী ব্যাংক হাসপাতালে কতজন ফ্রি চিকিৎসা নিয়েছেন তার হিসাবও রয়েছে। প্রয়োজন হলে সব ফাস করে দেওয়া হবে। নিজস্ব একটি নীতি নিয়ে চলুন। দুমুখো নীতির পরিনাম কখনো ভালো হয় না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

একাকি রাতে বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

পথহারা সৈকত বলেছেন: আন্নে কেঠা............?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

আরবিকে007 বলেছেন: ভাই সেটা জানা কি খুব জরুরি? আমার কথাগুলো ঠিক আছে কি না সেটা বলেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

চাঁন ভাই বলেছেন: ঠিক বলেছেন। সব কিছুই চিন্তা করতে হবে। কোনটা ভাল আর কোনটা মন্দ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

আরবিকে007 বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সংবাদ বলেছেন: একমত

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

শয়তানেরচাবুক বলেছেন: Vission-2021

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

হাবিব০৪২০০২ বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.