নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

সামু কেনো বাদ যাবে?

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৯

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

বরাবর
উপেদেষ্টা পরিষদ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বিষয়- উপদেষ্টা প্রসঙ্গে।

সর্বজনাব,
বিধি মোতাবেক সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি এই দেশের একজন অতিশয় ক্ষুদ্র আহম্মক নাগরিক বটে। তবুও এই বিষয়ে লিখার সাহস করছি এজন্য যে, সম্প্রতি জানতে পারলাম আহ্বান জানালেই নাকি উপদেষ্টা করার জোর সম্ভাবনা রয়েছে। তারই প্রেক্ষিতে আগামীতে নতুন উপদেষ্টা নেওয়া হলে এই ব্লগ হতে কাউকে নেবার জোর দাবী জানাচ্ছি। যদিও আমি নির্দিষ্টভাবে কারো নাম পেশ করতে পারছি না, কারণ এই ব্লগের সবাই যোগ্য বটে। সেক্ষেত্রে কাকে রেখে কাকে উল্লেখ করি অবস্থা আরকি। আবার অনেকে আছেন যারা অন্যকে ব্লগারই মনে করেন না। আবার অনেকে আছেন সামু ব্লগটাকেই ব্লগ হিসেবে গণ্য করেন না। এই ব্লগে যে পরিমাণ ভ্যারাইটি রয়েছে, কারো মাথায়ও মনে হয় সেই পরিমাণ চুল নেই। বিগত প্রায় প্রতিটি সরকারকেই এই ব্লগে পোস্ট করার মাধ্যমে সঠিক দিকনির্দেশনা প্রদান করার চেষ্টা চলমান। আশা করি আপনারা যদি মহামূল্যবাণ সময় নষ্ট করে একবার এই ব্লগে নজর দেন, তবে আপনারা হতে শুরু করে আমেরিকার নববিজয়ী ট্রাম্প সাহেব পর্যন্ত সবাই নিজের কর্ম সম্পর্কে নির্দেশনা লাভ করবেন। বুঝতে সক্ষম হবেন কতটা ভুল ট্রেকে চলাচল করে চলেছেন। তাই মনে করি সকল রাষ্ট্র প্রাধানেরই ইমেইল, ফেসবুক, টুইটার বাদ দিয়ে প্রথমে এই ব্লগে একাউন্ট করা দরকার। আর সেই গুরুত্ব হতেই এই ব্লগের থেকে উপদেষ্টা নিয়োগের মাধ্যমে দেশ এবং বিশ্বকে আরো বলিষ্ট করা কর্তব্য।

অতএব বিনীত আরজ, উপর্যুক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক এই ব্লগ হতে একজন উপদেষ্টা নিয়োগে আপনাদের সুমর্জি কামনা করছি।

নিবেদক,
জটিল ভাই,
সামু ব্লগ।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০

সৈয়দ কুতুব বলেছেন: উপদেষ্টা পরিষদে সামুর ব্লগার দেখতে চাই। না হলে সচিবালয় ঘেরাও দিতে হবে।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৪

জটিল ভাই বলেছেন:
সাবাশ! আপনাকেইতো খুঁজছিলাম! :)

২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে সেইরাম একজনেই আছেন যিনি সর্ব বিষয়ে পন্ডিত। অন্তর্বর্তী সরকারে গত পরশু দুইজন লীগের লোক নেয়া হইসে। সুতরাং এখন তাদেরই সময় :(

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

জটিল ভাই বলেছেন:
ভাইরে, এরই নাম রাজনীতি :(

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: এক্কেবারে খাপেখাপে মিলে গেছে!

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২

জটিল ভাই বলেছেন:
আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই :)

৪| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৩

কলমনাই বলেছেন: সামু ব্লগের সরকারের উপদেষ্টা আপ্নের নানী শাশুড়ি
আপ্নে চালাক মানুষ
আপ্নে বেকুব অইলে চলব?



নানী শাশুড়ির
চামচা দল ভি রেডি আছে

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

জটিল ভাই বলেছেন:
আপনে ব্লগে নয়া হইয়া আমার নানিশাশুড়ি সম্পর্কে কেমনে জানলেন? নাকি আপনের নানাশশুরে কইয়া দিছে? =p~
নতুন বোতলে পুরান মদ আর কদ্দিন? :P

৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৪

জিকোব্লগ বলেছেন:



উপদেষ্টা তো একজন মাঝে মধ্যেই উদয় হয়, যে পুরুষ হয়ে তিনটা মেয়ে আইডি খুলেছিলো।
এখন উহা মডুকে উপদেশ দিচ্ছে, বদমাইশ গলু ব্লগ বাগানে মলত্যাগ করবে এটা এটা যেন
সবাই দেখতে পায়, কিন্তু অন্যের বাগানে গিয়ে গলু আর মলত্যাগ করতে পারবে না।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪২

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... কিন্তু উহার লিস্ট হইতে প্রায়ই আপনি বাদ পরে যান। ঘটনা কি? :P

৬| ১৩ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:

তুরা ছবতে রাঝুতে য়ায়!


ছামুর থেইক্যা উপদেছটা নিয়ুগ দিতে য়ৈবো।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০

জটিল ভাই বলেছেন:
তারপর কি ঐ উপদেছটারে খুন কৈরবেন?

৭| ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩

রবিন.হুড বলেছেন: মরলে শহীদ বাঁচলে গাজী,
আমি কিন্তু নিম রাজি,
তবে ভালো হবে সোনা গাজী।
ফুল গাজী কাজের কাজী।
ব্লগে উপদেশ দেন যে হাজী,
তিনি কিন্তু খুব পাজী,
তাকে উপদেষ্টা বানাতে সবাই রাজী।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

জটিল ভাই বলেছেন:
হোন নিম বা নিসিন্দা রাজি,
রাখতে রাজি জীবন বাজি।
ভালো হোক যেই গাজী,
তারেই ভোট দিতে রাজি।
হোক বেকুব কিংবা পাজী,
প্রয়োজনে ডাকমু কাজী।
শুধু বলুক কন্যা, "রাজি" =p~

৮| ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: ব্লগার উপদেষ্টা নিয়োগের জন্য আসেন সবাই মিলে শাহাবাগে বসে কিল খায়া আসি।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... সময়ের সাথে তাল মিলিয়ে প্রস্তাবটা মন্দ নয় প্রিয় ভাই =p~

৯| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১

জ্যাকেল বলেছেন: আমার ভোটটা আপনারে দিলাম। যদিও ভোট দেয়ার চান্স বাংলাদেশে কবে হবে কেহ জানে না।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

জটিল ভাই বলেছেন:
আপনে আমারে ভোট দিবেন? আর অনেকেতো আমারে ব্লগারই মনে করেনা! :D
তা কেমন আছেন ভাইসাব? বহুদিন বাদে গরীবের ব্লগে এলেন :)

১০| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৮

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন:
হাহাহাহাহা..... কিন্তু উহার লিস্ট হইতে প্রায়ই আপনি বাদ পরে যান। ঘটনা কি? :P

উহা কিছু দিন ব্লগে মল ত্যাগ করতে না পেরে কোষ্ঠকাঠিন্যেই ভুগছে। কোষ্ঠকাঠিন্য সারানোর
জন্য এক থ্রি-লেডিস-মাল্টি উপদেষ্টার পরামর্শও ব্লগ ডাক্তার এখনো গ্রহণ করেন নি। কাজেই
উহা উহার ব্যারাম নিয়েই এখন অনেক কষ্টে আছে । ব্যারাম ভালো হলে লিস্ট করবে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.