নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন....

২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১০

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

পোস্টটি কপি-পেস্ট করা। যদি কপি-পেস্ট করে ভুল করে থাকি, তবে ক্ষমা প্রার্থী….

প্রথমে শেখানো হলো ১৮ এর আগে বিয়ে করতে নেই। নানারকম শারীরিক জটিলতা সৃষ্টি হয়। স্বামীর সাথে "বোঝাপড়া" ভালো হয় না। (তবে ১৮ এর আগে বয়ফ্রেন্ডের সাথে স্কুল পালিয়ে, কলেজ ড্রেসে পার্কের বেঞ্চে বাদাম- ঝালমুড়ির নিষ্পাপ প্রেমে সমস্যা নেই)
.
১৮ পার হলে বলা হলো গ্র‍্যাজুয়েশান কমপ্লিট করো। তা না হলে তো ইন্টারমেডিয়েট পাশ হয়ে থাকলে।
.
গ্র‍্যাজুয়েশানের পাশের পর বিয়ে করতে চাইলে বলা হলো আগে মাস্টার্স, তারপর বিয়ে।
.
মাস্টার্সও শেষ হলো। এখনই তো বিয়ের সময়। ছেলে-টেলে খোঁজা হোক। না! এখন জব খোঁজার সময়। আগে জব, তারপর বিয়ে।
.
জবও হয়ে গেলো। তাহলে নিশ্চয় এখন বিয়ে? না এখনই না। কারণ, স্যালারি এতই অল্প যে পাত্রের স্যালারির সামনে মান ইজ্জত বলে কিছু থাকে না। তাহলে বিয়ে কবে? স্যালারি আরো বাড়ার পরে। হুমম...
.
অফিসে খুব ভালো পারফর্ম করে ডাবল প্রমোশনে স্যালারিও প্রায় ডাবল বেড়ে গিয়েছে। এখনই তাহলে বিয়ের সময়। ইয়েস! রাইট হেয়ার, রাইট নাউ। এক্ষুণি। এবার ছেলে খোঁজো। মেয়ের বয়সও ১৮ থেকে ঠেলতে ঠেলতে এখন ৩৫ এর কাছাকাছি।
.
তা... কেমন ছেলে চাই? প্রতিষ্ঠিত, সুদর্শন, নিজের বাড়ি (ঢাকা বা কোনো বড় শহরে), আর ২০১৮ না হলেও ২০১৫/১৬ মডেলের একটা এলিয়ন বা প্রিমিও থাকলে চলে যাবে।
.
এখন আবার পাত্র পছন্দ হয় না। কারণ, এই শর্ত মেলাতে গেলে যেসব ছেলে পাওয়া যাচ্ছে তারা প্রায়ই ৪০ এর কাছাকাছি। এদের মধ্যে আবার অনেকের আগের বউ এর সাথে "ছাড়াছাড়ি" হয়ে গিয়েছে। অনেকের আবার মদসহ অন্যান্য ছাইপাশের অভ্যেস আছে। এতসব মেনে নিয়ে কি আরেকজনের ঘরে বউ হয়ে যাওয়া যাবে? আর যেসব কমবয়েসী ছেলে পাওয়া যাচ্ছে তারা তো "প্রতিষ্ঠিত" নয়। হাজব্যান্ডের স্যালারি তার ওয়াইফের স্যালারির অর্ধেকেরও কম। এটা তো এই যুগের আধুনিক নারী হয়ে কিছুতেই মেনে নেওয়া যায় না। নো ওয়ে! কাম অন, গাইজ!
.
১৮ এর তরুণী আজ ৩৫ এর মহিলা। আচ্ছা, তখন যেসব এনজিও, স্কুলের ম্যাডাম- সের, সুশীল সেকুলার আংকেল- আন্টি "বাল্যবিবাহ" বলে এই মেয়েটার একের পর এক আসা বিয়ের প্রস্তাবগুলো ভেঙ্গে দিয়েছিলো, পড়াশুনা আর ক্যারিয়ারের অযুহাত দেখিয়ে সুপাত্র পেয়েও মেয়ের বাবাকে তাদের হাতে পাত্রস্থ করতে দেয় নি- সেই মানুষগুলো আজ কোথায়? কেউ বলবেন না যেনো, তারা ম'রে গিয়েছে। তারা বেঁচে আছে। তারা এখন নতুন ১৮ খুঁজছে। নতুন সুইট সিক্সটিনগুলোকে গ্রুমিং করিয়ে করিয়ে তাদের দল ভারি করছে। এদেরকে "মানুষ শয়তান" বললে কি খুব পাপ হয়ে যাবে?

আর উপরের ছবিটা হলো এই দীর্ঘ সময়ে বিভিন্ন মানুষের সাথে অবৈধ জেনায় লিপ্ত হয়ে করা স্মার্ট মডার্ন কিছু মেয়ের জঘন্য অন্যায় গুনাহ্……. |-) |-) |-)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৫

জিকোব্লগ বলেছেন:



পোস্টের প্রথম লাইন নিয়ে বলি। বিতাড়িত শয়তান বড়ই মিথ্যাবাদী ও ধোঁকাবাজ। আর এই
শয়তান ব্লগেও খুঁজে পাওয়া যায়। এই যে ধরেন এক মিথ্যাবাদী / ধোঁকাবাজ বলে উহা আসলে
ব্লগে নেই। পরে আবার ব্লগিং সুবিধা পাওয়ার জন্যে কান্নাকাটি করে। নিচে ছবি দেখেন।







আপনার কাছে প্রশ্ন, ব্লগ থেকে বিতাড়িত শয়তান দূর করার কি উপায় আছে বলে আপনার মনে হয়?

২| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৪

জুল ভার্ন বলেছেন: @জিকোব্লগ, দ্বিপদী শয়তানকে বিতাড়িত করার জন্য লাথিগুতার উপর রাখার বিকল্প নাই।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫

আমি সাজিদ বলেছেন: ১৮ বছরে বিয়ে করাবেন? এরপর? সামু এখন বাল্যবিবাহও প্রমোট করে জানতাম না। এই লেখাটা আপনার আসল নিক থেকে লিখে দেখা যায় কি, কেমন সাড়া পান?
যারা ১৮ তা বিয়ে করে নাই তারা ২৫/২৬ এ করেছে। কোন সমস্যা তো হয় নাই৷ সবসময় worst case scenario নিয়ে কেন ভাবেন? যেটার সম্ভাবনা ৩-৫ %?

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি পোস্ট। বাংলাদেশের বাল্য বিবাহ রোধ আইনে ১৮ এর নীচে বিয়ে নয়।
বাংলাদেশের জলবায়ুর সাথে মানিয়ে বিয়ের জন্য ১৬ করাটাই যুক্তিযুক্ত। কারণ দেশের সাথে মানিয়ে যৌক্তিক কারণে কিছুটা হেরফের করলে ক্ষতি কি।
এখন অবাধে স্কুলে যা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। চাই নৈতিক উন্নয়নশিক্ষা এবং আইন। আর সেই আইনের বাস্তবায়ন ও সঠিক মনিটরিং।
সুন্দর একটি পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯

নতুন বলেছেন: আমি সাজিদ বলেছেন: ১৮ বছরে বিয়ে করাবেন? এরপর? সামু এখন বাল্যবিবাহও প্রমোট করে জানতাম না। এই লেখাটা আপনার আসল নিক থেকে লিখে দেখা যায় কি, কেমন সাড়া পান?
যারা ১৮ তা বিয়ে করে নাই তারা ২৫/২৬ এ করেছে। কোন সমস্যা তো হয় নাই৷ সবসময় worst case scenario নিয়ে কেন ভাবেন? যেটার সম্ভাবনা ৩-৫ %?


আমি সাজিদ ভাইয়ের সাথে সহমত।

একজন মেয়ের মানুষিক ম্যচিউরিটি দরকার আছে। প্রেম করলেই যে সংসার করার মতন ম্যচিউরিটি চলে আসে এটা ঠিক না।

ধনী পরিবার ছেলে কে যথেস্থ টাকা পয়সা দেয় যাতে বেকার হলেও স্ত্রী নিয়ে চলতে পারে।

যারা বেকার ছেলের বিয়ের কথা বলে তারা বিয়ের পরে স্ত্রীর খচরা বাবার কাছে চেয়ে নিতে হবে এই সিনারিওটা ভেবে দেখেছেন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.