নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩ সপ্তাহ ব্লগিং করলাম, লেখা এখনো সামনের পাতায় যায় না; মনে হচ্ছে, সামুটিমের লোকজন ব্যস্ত আছেন; তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার লেখা যাতে সামনের পাতায় যায় সেটার ব্যবস্হা করার জন্য। অনেক পাঠক খুবই ব্যস্ত জীবন যাপন করেন; তাঁরা সামনে যা দেখেন তা পড়েন; ফলে, অনেকেই আমার লেখা পড়ার সুযোগ পাচ্ছেন না।
অন্যদের লেখায় মন্তব্য করার ক্ষমতা আমার নেই; আমাকে সেই ক্ষমতাও দেয়া হোক, যাতে আমি অন্যদের লেখায় ফিডব্যাক দিতে পারি। আমার বিশ্বাস, আমি ভালো ও সঠিক ফিডব্যাক দেয়ার চেষ্টা করি; আমার ফিডব্যাক ভালো ব্লগারদের সাহায্য করে বলে আমার ধারণা। আমার ফিডব্যাক ছোট হয় ও লেখার বিষয়বস্তু ও লেখার মানের মাঝেই সীমাবদ্ধ থাকে; আমাকে মন্তব্য করার সুযোগ দিলে বেশীরভাগ ব্লগার উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
জেনারেশন৭১ বলেছেন:
আমরা দেশের কথা বলি, দেশ চলানোর মতো লোকজন নেই; সোস্যাল মিডিয়া হচ্ছে, গুরুত্বপুর্ণ বিষয়, জ্ঞানের বিষয়, ইহা চলানোর লোকজন নেই!
২| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
আঁধারের যুবরাজ বলেছেন: শিরোনামের সাথে সহমত।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
জেনারেশন৭১ বলেছেন:
৩ সপ্তাহ অপেক্ষা করে দেখলাম, খবর নেই!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯
সৈয়দ কুতুব বলেছেন: কামাল আতার্তুকের ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গী? তুরস্কতে রক্ষণশীলতা ভাঙতে তার অবদান আছে।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪০
জেনারেশন৭১ বলেছেন:
কামাল ছিলো মুসলিম বিশ্বের একমাত্র সুশিক্ষিত ও সঠিক মুসলিম নেতা; তিনি লিলিপুটিয়ানদের থেকে মানুষ তৈরি করেছিলেন; ১০০ বছর পর, এরদেগান তুর্কিদের থেকে উজবুক তৈরি করেছে।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৫
সৈয়দ কুতুব বলেছেন: ৪০ হাজার শ্রমিক ছাটাই হবে শুনতেসি। দেশের তো বারোটা বেজে যাওয়ার অবস্থা হতে যাচ্ছে। সরকার আইএমএফ থেকে লোন নিবে কিন্তু তার সব শর্ত মানবে না। অনলাইন অফলাইন কোথাও মানুষকে এসব নিয়ে টেনশন করতে দেখছি না। আমরা এখন গোত্রীয় ভাবে বাস করি সমাজে। সরকারি চাকুরিজীবী দের ভাতা বাড়াচ্ছে কিন্তু প্রাইভেটের খবর নাই। আজকে প্রথম আলো তে সুন্দর রিপোর্ট করেছে। সরকারি দের বাড়ছে ভাতা বাকিরা টিসিবির লাইনে।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৩
জেনারেশন৭১ বলেছেন:
অনেক সরকারী কর্মচারীকে ২/৩ বছর বেতন না'দিলেও চলতে পারবে। যেসব সরকারী কর্মচারী ঢাকায় বাড়ী করেছে ও ৩/৪টি এপার্টমেন্ট ভাড়া দেয়, তাদের বেতন কমিয়ে ডেয়ার দরকার।
চাকুরী দেয়ার ও রাখার ফর্মুলা ড: ইউনুস থেকে শুরু করে সরকারের কেহ জানে না।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস নাকি আবার নোবেল পেতে পারেন? উনাকে এখন আর পছন্দ হয় না।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আগেরটা দেয়াটা ভুল হয়েছিলো; তখন বুঝা যায়নি যে, উনি অন্যদের টাকায় বিলিওনিয়ার হওয়ার জন্য গরীব বাংগালীদের জন্য কান্নাকাটি করেছিলো; বুদ্ধিমান ও ভয়ংকর অসৎ
৬| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নুতন বতলে পুরানা মদ
ভয় তো থাকিতেছে কিন্চিত কিন্চিত
২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৫
জেনারেশন৭১ বলেছেন:
সামনের পাতার লেখাগুলো অপঠিত, পড়ার কেহ নেই; আমি পড়লে, কিছু একটা বলতাম।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহমত,
তবে পূর্বের ভয় এখনো কাটে নাই বোধ হয় ।
..................................................................
নূতন নিক নূতন আশা
মডুকে অনুরোধ করব, দিন আরেকটু ভালোবাসা ।
২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২২
জেনারেশন৭১ বলেছেন:
দেশের যেই অবস্হা, মড়ুরাই ভালোবাসা পাচ্ছেন বলে মনে হয় না।
৮| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮
কলাবাগান১ বলেছেন: "৪০ হাজার শ্রমিক ছাটাই হবে শুনতেসি। দেশের তো বারোটা বেজে যাওয়ার অবস্থা হতে যাচ্ছে।"
তাতে কি ভারত বিদ্ধেষ এর আফিম খাইয়ে ই পেঠ চলবে...ঘাস খেয়েও হলেও ভারত এর সাথে যুদ্ধ করবে বাংলাদেশ। আওয়ামী আমলে ভারতের জন্য বাংগালী দুবেলা পেঠ পুরে ভাত খেতে পারত না কেননা শেখ হাসিনা সব সম্পদ ভারত কে দান করে দিয়েছিল..। তো এখন তো ঘরে ঘরে পোলাও-কোরমা খাওয়ার কথা.....
৯| ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: বর্তমান মডারেটর আপনাকে শান্তিতে ব্লগিং করতে দেবেন না। এটাই তার এজেন্ডা। মডারেটর চেঞ্জ হলে আপনি রাজার হালে ব্লগিং করতে পারবেন। আপনাকে মাথায় করে রাখবে।
১০| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪০
আরোগ্য বলেছেন: এ পর্যন্ত কয় শত ব্লগ আইডি খুলেছেন? আর কত হাজার বার অর্ধচন্দ্র দেওয়া হয়েছে আপনাকে?
১১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
ক্লোন রাফা বলেছেন: নব্য কুতুবের হিমালয় থেকে বঙ্গোপসাগর বিশাল মানচিত্র পোস্ট এর প্রতিক্রিয়া পড়শীরা চটজলদি না দিলেও আকাশ, নৌ ও পদাতিক বাহিনী খুব এলার্ট করা হয়েছে বলে প্রতিবেশী মিডিয়া থেকে বলা হচ্ছে ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে মুক্ত ভাবে বিচরণ করতে দেখলে স্বস্তি অনুভব করি।