![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধান চরিত্রঃJ. Jesse Eisenberg,Mark Ruffalo,Woody Harrelson,Isla Fisher,Dave Franco,Michael Caine & *Morgan Freeman*
চার জায়গার চারজন ম্যাজিশিয়ান,কেউ কাউকে চেনে না।যদিও এদের কেউ ই বড় মাপের ম্যাজিশিয়ান নয়,কিন্তু নিজেদের কাজে প্রত্যেকেই দক্ষ।এদের কাজ দেখে একসময় এক রহস্যময় ব্যক্তি তাদের একত্রিত করে এবং তাদের বড় মাপের কাজের জন্য দেয় নিজের তৈরি মাস্টার প্ল্যান।
সকল প্রস্তুতি শেষে এই চার ম্যাজিশিয়ান ১ বছর পর বড় মাপের এক শো করে লাস ভেগাসে,The four horsemen নামে।সেই শো'তে উপস্থিত দর্শকদের চোখের সামনেই তারা ডাকাতি করে প্যারিসের একটি ব্যাংক মাত্র ১০ মিনিটের মধ্যেই।সেই টাকা দর্শকদের মাঝেই বিলিয়ে দেয়া হয়।শো'তে উপস্থিত ছিলেন Morgan Freeman ও,যার কাজ ছিল সকল ম্যাজিকের আসল ট্রিক্স উদঘাটন করে জনসাধারনের কাছে প্রকাশ করা।
ব্যাংক ডাকাতির পর এফবিআই আটক করে এই চারজন ম্যাজিশিয়ানকে,কিন্তু আইন তো ম্যাজিকে বিশ্বাস করে না,তাই উপযুক্ত প্রমানের অভাবে ছেড়ে দিতে হয় তাদের।কিন্তু এফবিআই তাদের পিছু লেগেই থাকে।
ঘটনা এখানেই শেষ নয়,কেবল শুরু মাত্র।মুভি দেখার মাঝখানে অনেক প্রশ্ন থাকবে মনের মধ্যে...কে সেই প্রথম রহস্যময় ব্যক্তি?তার উদ্দেশ্য কি?এভাবে মাত্র ১০ মিনিটে প্যারিসে গিয়ে ব্যাংক ডাকাতি কিভাবে সম্ভব?পরবর্তী ম্যাজিকগুলো কিভাবে সম্ভব?এফবিআই কি দোষীদের কখনই ধরতে পারবে না?আর এই ম্যাজিশিয়ানদের শেষ পরিণতি কি??
এসব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে "Now you see me"।অদ্ভুত ম্যাজিক আর রহস্য নিয়ে নির্মিত এই মুভি একবার দেখতে বসলে মাঝখানে থামার ইচ্ছা হবে না।বুদ্ধি থাকলে ম্যাজিকের নামে কি করা সম্ভব তা দেখিয়ে চমকে দেবে আপনাকে...
মুভিতে পরিচিত মুখ তেমন বেশি নয়,কিন্তু সবার অভিনয় ই ভালো লেগেছে।Morgan Freeman তো বরাবরের মত সেরকম অভিনয় করেছেন।পরিচালকের কাজ ও ভালো লেগেছে।প্লট ও গল্প ও ভালো লাগছে।তবে যারা ম্যাজিকের মুভি দেখতে পছন্দ করেন না,তাদের কাছে হয়তো কিছু বিষয়ে খটকা লাগতে পারে।মোটের উপর মুভিটা Enjoyable এবং আমার কাছে বেশ ভালোই লাগছে।
IMDB Rating:7.4
My Rating :7.9
ডিরেক্ট লিঙ্কুঃ Click This Link
টরেন্ট লিঙ্কুঃ Click This Link
সাবটাইটেলঃ Click This Link
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
রাশেদ রিয়াদ বলেছেন: মুভি ভালোই লাগবে...
২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬
জিপসি মেহেদি বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
রাশেদ রিয়াদ বলেছেন:
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯
নিউজ২৪ বলেছেন: Try this link for better print
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
রাশেদ রিয়াদ বলেছেন: প্রদত্ত লিঙ্ক ও তো একি প্রিন্টের ...
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪
রাখালছেলে বলেছেন: kickass এর জন্য ধন্যবাদ। এই একটা সাইটে অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছে । দেখি কেমন লাগে ।