নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ‌মি চির-‌বি‌দ্রোহী বীর- বিশ্ব ছাড়া‌য়ে উ‌ঠিয়া‌ছি একা চির উন্নত-‌শির।

‌মোঃ অাশরাফুল ইসলাম শাওন

আমি চির-‌বি‌দ্রোহী বীর- ‌বিশ্ব ছাড়া‌য়ে উ‌ঠিয়া‌ছি একা চির উন্নত-‌শিরফফফঘহজমি চির-‌বি‌দ্রোহী বীর- ‌বিশ্ব ছাড়া‌য়ে উ‌ঠিয়া‌ছি একা চির উন্নত-‌শির

‌মোঃ অাশরাফুল ইসলাম শাওন › বিস্তারিত পোস্টঃ

চুপ...!

১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮

অামা‌দের দে‌শে 'খুন', 'হত্যা', 'গুম', 'অপহরন', 'ধর্ষন'- ইত্যা‌দি অ‌তি প‌রি‌চিত শব্দ। এগু‌লো প্র‌তি‌দিনই অামা‌দের চারপা‌শে ঘ‌টে অাসছে, অামরাও শু‌নে অাস‌ছি। কেউ খুন হ‌লে বা ধ‌র্ষিত হ‌লে এগু‌লো অামরা স্বাভা‌বিকভা‌বেই নি‌য়ে নিই। অার, যদি সে অামা‌দের প‌রি‌চিত হয়, তাহ‌লে হয়‌তো কিছু‌দিন সবাই মি‌লে রাস্তায় না‌মি। রাস্তা বন্ধ ক‌রি, বি‌ক্ষোভ ক‌রি, অব‌রোধ ক‌রি, গা‌ড়ি ভাঙচুর ক‌রি। কে‌নো ক‌রি? হয়‌তো সেই খু‌নের শা‌স্তির দা‌বি‌তেই ক‌রি। কিন্তু, প্রকৃতপ‌ক্ষে এ‌তে কি অার কো‌নো লাভ হয়!
না। বরং এ‌তে অা‌রো ক‌য়েকজন সাধারন মানুষ‌কে ভোগা‌ন্তি‌তে ফেলা‌নো হয়। হয়‌তো কো‌নো স্কুল পড়ুয়া ছাত্র‌কে ক‌য়েক ঘন্টা জ্যা‌মে অাটকা পর‌তে হয়, অথবা কো‌নো হতদ‌রিদ্র কৃষ‌কের শস্যবাহী গা‌ড়ি‌তে অাগুন দেওয়া হয়।
‌কিন্তু, কী কর‌লে যে শা‌স্তির দা‌বি অাদায় করা হ‌বে, তা জানা নেই অামা‌দের। জান‌লেও তা ক‌রিনাহ। উ‌ল্টো নি‌জে‌দের মধ্যেই অা‌রো ক্ষতি ক‌রি।


‌যেই প্রশাসনের মাধ‌মে অামরা অামা‌দের দা‌বি অাদায় কর‌বো, যারা অামা‌দেরই অ‌র্থে জীবনযাপন কর‌ছে, যেই প্রশাসন অামা‌দের নিকট দায়বদ্ধ, তা‌দের‌কে দেখলে অামরা ভয় পাই। তারাও সু‌যো‌গের সদ্বাবহার ক‌রে। অামা‌দের বি‌ক্ষোভ মি‌ছি‌লে লা‌ঠিচার্জ ক‌রে, টিয়ার‌শেল নি‌ক্ষেপ ক‌রে। যেখা‌নে শা‌স্তি পাওয়ার কথা খু‌নীকে, সেখা‌নে শা‌স্তির দা‌বি করায় শা‌স্তি পে‌তে হয় অামা‌দের। অার খুনী বের করার ম‌তো বড় ক‌ষ্টের কাজ প্রশাসন কর‌তে অ‌নিচ্ছুক।

এখা‌নে,
‌দেশটা হ‌লো একটা কারখানা এবং অামরা জনগণ হলাম এই কারখানার কর্মকর্তা-কর্মচারী। সরকার হ‌লো ক্যা‌শিয়ার, এবং প্রশাসন হ‌লো দা‌রোয়ান। অামরা সাধারন কর্মকর্তারা টাকা উপার্জন ক‌রি এবং ক্যা‌শিয়ার সেই টাকার হিসাব রা‌খে। ক্যা‌শিয়া‌রের কা‌ছে দেওয়া টাকা থে‌কে সে নি‌জেও বেতন নেয়, অামা‌দের‌কেও দেয়, দা‌র্য়োন‌কেও দেয়। এখন, দা‌রোয়া‌নের কাজ হ‌লো কারখানার সকল কর্মকর্তা কর্মচারী‌কে দেখেশু‌নে নিরাপ‌দে রাখা। কিন্তু, বেতন যে‌হেতু সে ক্যা‌শিয়া‌রের কাছ থে‌কে পায়, তাই ব‌লে কি সে শুধু ক্যা‌শিয়া‌রের নিরাপত্তা দে‌বে? অামরা কি তা মে‌নে নে‌বো??
হ্যাঁ, অামরা মে‌নে নি‌চ্ছি। প্রশাসন‌কে বেতন দেই, অার প্রশাসন শুধু সরকা‌রের কড়া নিরাপত্তায় ব্যস্ত। অামা‌দের প্র‌য়্জে‌নে তা‌দের পা‌শে পাইনা। বরং, তা‌দের প্র‌য়োজ‌নের স্বার্থে অামা‌দের প্র‌তিহত ক‌রে। তা‌দের‌কে দি‌য়ে কাজ করা‌তে প্র‌য়োজন প‌রে উপ‌রি টাকার। তা‌তেও কাজ হয়না। খুনী বের করাটা যে খুব ক‌ঠিন কাজ! তারাও অক্ষম, অামরাও অামা‌দের দা‌বি অাদা‌য়ে অক্ষম। অামরা দা‌রোয়া‌নের কথা শু‌নি। দা‌রোয়ান চুপ থাক‌তে বল‌লেই অামরা চুপ! তনু না‌মের কেউ ছিলনা, নেই।

(‌বিঃ দ্রঃ এটা অামার প্রথম কো‌নো ব্ল‌গে লেখা। তাই ভুলগু‌লো দয়া ক‌রে ক্ষমার দৃ‌ষ্টি‌তে দেখ‌বেন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.