![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত-শিরফফফঘহজমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত-শির
অামার মন জানতে চায়, সত্যিই গুলশানের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে? নাকি এটা সরকারি হিসেব। প্রায় সময়ই একটা কথা সবাই শুনে থাকে যে, "দুর্ঘটনায় সাধারনত সরকার মৃত্যুর সংখ্যা কম দেখায়"। ব্যাপারটি অামাকে এবার খুব বেশি ভাবাচ্ছে। কারন, প্রথম থেকেই শুনছি ঘটনাস্থলে ২৫ জনের বেশি(অারও বেশি হওয়ার মতান্তর অাছে) জিম্মি ছিল। কিন্তু, জীবিত এবং মৃতসহ উদ্ধারকরা জিম্মির সংখ্যা ১৮ জন জানিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা টা অামার কাছে ঘোলাটে মনে হচ্ছে।
এদিকে ঐ রেস্টুরেন্ট এ খেতে অাসা ৬ ইতালিয়ানকে জীবিত বা মৃত, কোনোভাবেই পাওয়া যায়না বলে দাবি করেছে তাদের সহকর্মীরা। সুত্র: কালের কন্ঠ অারও কিছু অাত্মীয়-স্বজনদের দাবি, তাদের স্বজনরা ভেতরে ছিলো, কিন্তু তারা তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। -_-
এখন অামার প্রশ্ন, এই লোকগুলোকে কি অাল্লাহ উপরে তুলে নিল! -_-
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৬
মোঃ অাশরাফুল ইসলাম শাওন বলেছেন: হুম।
২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: গুলশানের ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, ওই হাসপাতালে মোট ৩৬ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন। এখন ভর্তি আছেন ২৪ জন।
অংকটা আরও বাড়ছেই দেখি...
৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩
বুকা ছেলে বলেছেন: সরকার নিয়ন্ত্রিত খবর ১০০ ভাগ সত্য কখনোই জানা যাবেনা।
তথ্য নিয়ন্ত্রন করছে সরকার একতরফা ভাবে। এখন তারা যা বলবে জয় বাংলা স্লোগান দিয়ে তা মাথা পেতে মেনে নিবেন। আর মনে ইহাই সত্য ইহাই সত্য।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৭
মোঃ অাশরাফুল ইসলাম শাওন বলেছেন: কোনো দল নিয়ে মন্তব্য করতেও চাচ্ছিনা
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যকে যত ঢেকে রাখা হবে এইরকম শুভংকরের ফাকির হিসাব চলতেই থাকবে!
আত্মঘাতি খেলা থেকে সকলেরই বেরিয়ে আসা উচিত। সবই কেমন ধৌয়ায়াশায় ঢেকে রাখা এখনো! দেখা যাক বিকালে কি জানা যায়!