![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত-শিরফফফঘহজমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত-শির
ঈদে স্থলপথে ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরার সময় যানজট সমস্যা যেনো একটি নিয়মে পরিণত হয়েছে। সাধারনত বাংলাদেশের উত্তরের জেলাগুলোর মানুষেরা পরেন এ দুর্ভোগে। রংপুর, রাজশাহী, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্দা, নীলফামারী এবং সর্বোত্তরের জেলা পঞ্চগরসহ বিভিন্ন জেলার মানুষ ঈদে ঢাকা ছেড়ে যায়। এই অঞ্চলের মানুষদের ঢাকা ছেড়ে যেতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় খুব পরিচিত একটি দুর্ভোগ পয়েন্ট। প্রতিবার ঈদের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও কমছে না এই অঞ্চলের ঈদের সময়ের যানজট সমস্যা। প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে প্রতিটি পয়েন্ট। যাত্রী নেওয়ার জন্যেও কোনো গাড়ি থামতে দেওয়া হচ্ছেনা। এজন্যেই গাড়ির চালকরা যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী বোঝাই করছেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া কিছু দূর্ঘটনা যানজট সমস্যা অারো বাড়িয়ে দিয়েছে।
তাছাড়া, ঈদের সময় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রাস্তায় বিপুল সংখ্যক কমগতির ট্রাক চলার কারণে যানজট তীব্র অাকার ধারন করছে।
ঈদে বাড়ি ফেরার জন্য রীতিমতো সবাই এক প্রকার যুদ্ধের ময়দানে নেমে পরেছেন। তবে অার যাই হোক, অতি কষ্টের পর কোনো কিছু প্রাপ্তি হলে তার অানন্দ থাকে যেনো সীমাহীন । এরই নাম যেনো ঈদ.!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যানজট কখনো দূর হবে না, বরং দিনের পর দিন আরও বাড়বে।