![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।
এই তো যেদিন-
তুমি দীপান্বয়ী দুই সজল চোখে ,
নবমীর চাঁদে উপমিত তোমার উপবৃত্ত কপালে ;
আমার চঞ্চল অনামিকার চপল তুলিতে
সলাজ সিঁদুরের লালিমায় পরিণীতা সাজলে ,
ঠিক সেদিন থেকেই-
আমাদের প্রেমটা প্রকৃত ভগ্নাংশ ।।
আধছেঁড়া টিস্যুপেপারে প্রথম প্রেমের কবিতা লিখে ,
আমি লবে আছি
সেই কবে থেকেই ।
আর তুমি সেই সেদিন থেকে
ফিরে গেলে হরে ,
অগ্নিশুদ্ধ সেই কবিতাটা পড়ে-----
“ যদিদং হৃদয়ং তব,
তদিদং হৃদয়ং মম ।।”
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
অদৃশ্য বলেছেন:
বেশতো...
লিখলিখি চলুক...
সেইতো ছোট্ট জীবন, আমার মনের কথাগুলো কারো জন্য রেখে যেতে ইচ্ছা করে...
শুভকামনা...