![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।
জোড়াখুনের গল্প ফেলে এসেছি,
দিনে ভিজে,রাতে গলে ধীরে ধীরে হয়ে গেছে কুয়াশা।
তবুও হেঠাৎ কোন একদিন
নব্যকিশোর মেঘের ছেলেমানুষী কান্নায়,ফরমায়েসী কোন বার্ষিক উছিলায়
মামুলী ইচ্ছেতে অথবা লুকোনো অনিচ্ছেতে
লিখতে হয় মৌসুমী স্মরণিকা।
জোড়াখুনের গল্প ফেলে এসেছি
বিজোড়খুনের কবিতা লিখি পুরোনো দুঃখের বায়নায়-
গুপ্ত-গুম হোক আরেকটু শৈল্পিক
সাতখুন হোক আরেকটু ভদ্র।।
©somewhere in net ltd.