নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা

ইচ্ছে হলো একধরণের পদ্য লেখা,শব্দে-সুরে ইচ্ছেমতো বাঁচতে শেখা

রক্তপলাশ

এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।

রক্তপলাশ › বিস্তারিত পোস্টঃ

আমার বেস্ট অফ সুবোধ সরকার

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩





আমার বেস্ট অফ সুবোধ সরকার ----------------.

**(১) “চাঁদের নিজের কোন আলো নেই সেটা আমরা ভুলেই গিয়েছি।”-----------(চাঁদ)



**(২) “কান্নাভেজা চোখের কাছে এসে থেমে গেল আমার হাত,অন্ধকারে হাত দিয়ে না ধরলে আমি জানতে পারতাম না-মানুষ অন্ধকারে যত কাঁদে আলোয় তত কাঁদতে পারে না।”-------(ছিঃ)



**(৩) “হাতে একটাই রুটি,অর্ধেক তোমার,অর্ধেক আমার দ্বিতীয় রুটি না আসা পর্যন্ত এটাই নিয়ম।”----------( ফেমিনিস্টদের জন্য )



**(৪) “মাল মাল আর মাল,ত্রিবেণী মালের কথা আর ভালো লাগে না।মাল মানে মদ,মাল মানে মেয়ে আর তিন নম্বর মাল টাকা।জ্যোৎস্নায় নদীর ধারে বসেও কি তোমরা মালের কথা বলবে?এতো সুন্দর মাটি,পায়ে লাগছে দুব্বোঘাস,বিন্দু বিন্দু শিশির।যারা চল্লিশ বছর জুতো পরে আছে তারা হয়ত খুবই কাজের মানুষ।তারা জানলো না,এই ঘাস,চল্লিশ বছর বাদে আর জন্মাবে না।কোজাগরীর রাতে বাড়ির বউ নেশা করে অফিসের ফাইলে বুঁদ হয়ে বসে থাকবে।চল্লিশ বছর বাদে কি আর লক্ষ্মী এসে দাঁড়াবেন,দাঁড়ানোর উঠোন কোথায়?”

---------------------------------------------

নিজের ছেলেকে আদর করতে করতে চোখে জল চলে আসে।

সে এখনো কথা বলতে শেখেনি কিন্তু যখন শিখবে,তখন কি শিখবে?কোন ভাষায় সে আমাকে ডাকবে?

১০হাজার মাইল দূরে মরণাপন্ন বাবার টেলিগ্রাম পেয়ে কি বলে উঠবে:“মাদারফাকার”।”-------------( মাদারফাকার)



**(৫) “নদীর ওপার বলে কিছু নেই”,একটা বাইশ বাছরের মেয়ে এই কথা বলে হাসতে হাসতে চলে গেল আমার জীবন থেকে।গাড়ি থেকে নেমে হলুদ শাড়ি বলেছিল ফেরত দাও আমার চিঠি।মেয়েরা ঈষৎ উন্মাদ হলে চিঠি লেখে,কিন্তু বেশি উন্মাদ হযে গেলে চিঠি ফেরত নিতে আসে।”--------(নদীর ওপারে)



**(৬) “ বিষণ্ণতা ছাড়া কোন নারী সম্পূর্ণ হয় না।”(সৃষ্টি)



**(৭) “ খবরের কাগজ পড়বেন না,খবর পড়ে পড়ে একটা জাতি পুরো নষ্ট হয়ে গেল।”-----------(উপদেশ যা কিনা গির্জার দেয়ালে লেখা থাকে না)



**(৮) “ ব্যবসা মানে ব্যবসা

ধানদুব্বো বিক্রি করলেও লোকে আপনাকে ব্যবসায়ী বলবে

কনডোম বিক্রি করলেও লোকে আপনাকে ব্যবসায়ী বলবে।”--------- (উপদেশ যা কিনা গির্জার দেয়ালে লেখা থাকে না)



**(৯) “বন্ধুগণ,কাউকে বিশ্বাস করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন।”--------- (উপদেশ যা কিনা গির্জার দেয়ালে লেখা থাকে না)



**(১০) “ আমরা সকালবেলায় যতোটা সৎ থাকি সন্ধ্যেবেলায় ততোটা থাকতে পারি না।--------------- মানুষ রাত্রি সাড়ে আটটা বাজতেই এতো খারাপ হয়ে যায় ?”--------- (সাংকেতিক ভাষা)



**(১১) “এতোদিন কাঁটা চামচ কথা বলেছে সারা পৃথিবীতে,

এবার মানুষের আঙুল কথা বলবে।”------- (কথা বলো তৃণমূল)



**(১২) “ কোন মেয়ের কাছে আমার দুঃখ করতে ভালো লাগে না।মেয়েরা কয়েকশ’ বছরের দুঃখের বোঝা কাঁধে নিয়ে পৃথিবীতে আসে।

-------------------------------

কয়েকশ’ বছরের বোঝা নিয়ে মেয়েরা জন্মায়।যে সব মেয়েরা জ্যোৎস্নায় নদীর দিকে বেড়াতে যেতে চেয়েছিল

এখন তারা কোথায়? আমরা চন্দ্রভূক পুরুষ তাদের নদী দেখিয়ে এনেছি কিন্তু জ্যোৎস্না দেখতে দিইনি এখনো।”--------- (জ্যোৎস্না)



**(১৩) “ মানুষ মাতৃশোক ভুলে যায় কিন্তু অপমান ভুলতে পারে না।একটা ভিখিরিকে চিনতাম পাড়ার সব বাড়িতে ভিক্ষা চাইতো,শুধু একটা বাড়িতে ঢুকতো না।

অপমান ফেরত দেবার ভাষা একেকজনের একেকরকম।” ---------(আমি তোকে মারব)



**(১৪) “ বহুদিন বাড়ির বাইরে থাকলে নিজের বিছানার কথা মনে পড়ে।অন্যের সাবান অন্যের তোয়ালে ভালো লাগে না।”------------ (কার সঙ্গে থাকো)



**(১৫) “ তুমি তো মানুষেরই রক্ত,তুমি কেনো এতো গরম হয়ে ওঠো?”---------- (রক্ত)



** (১৬) “যে মেয়ে চাঁদপাল ঘাটে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে তার দিকে আমরা ভুরু কুঁচকে তাকাই।”--------- (ভালো মেয়ে,খারাপ মেয়ে-তসলিমাকে )



**(১৭) “ যথেষ্ট স্ক্যান্ডাল না থাকলে বিখ্যাত হওয়া যায় না।যেমন পিকাসো।এবং যথেষ্ট পিকাসো না হয়ে উঠতে পারলে প্রাতঃস্মরণীয় হওয়া যায় না।-------------------একটা জমজমাট আত্মজীবনী লিখতে হয় এবং আত্মজীবনীর শেষ অধ্যায়ে লিখে যেতে হয়-আমি হাজারখানেক মেয়ের সঙ্গে শুয়েছি কিন্তু কাউকে ভালবাসিনি।”------- (প্রাতঃস্মরণীয়)



**(১৮) “একটা সকাল কতটা সুন্দর সেটা নির্ভর করে আগের রাত কি রকম ছিল তার ওপর।”------- (ডিনার পার্টিতে)



** (১৯) “আমরা যারা ভালোবাসতে পারলাম না,তারাই হেমন্তের সন্ধ্যায় হাত ধরার নাম করে বুক ধরতে চেয়েছি।”-------- (ধর্ষণ)



** (২০) “রূপমকে একটা চাকরি দিন—এম. এ পাস, বাবা নেই

আছে প্রেমিকা সে আর দু’-এক মাস দেখবে, তারপর

নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম

আজ চলি

তোমাকে মনে থাকবে চিরদিন

রূপমকে একটা চাকরি দিন, যে কোন কাজ

পিওনের কাজ হলেও চলবে।”------------ (রূপম)



** (২১) “যে লোক ঋণী ও প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে শাক রন্ধন করে সেই সুখী ” ----------- (বক)



** (২২) “ম়ৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল পড়েছ,

কাজল ও কান্নার মাঝখানে তোমার মুখে এক চামচ জল” ।-------------- (মৃত্যুর আগে তুমি কাজল পরেছিলে)



** (২৩) “বড়লোকেরা রাত বারোটার আগে ঘুমোতে পারে না

খালি পেটে ছোটলোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধে সাতটায় |

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে খালি পেটের ভেতর একটা বস্তি

ভরা পেটের ভেতর একটা চোদ্দোতলা বাড়ি |

বস্তি বলছে চোদ্দোতলাকে, তুই ভেঙে পড়, তোর দরজা খুলে বস্তিতে লাগাব

চোদ্দোতলা বলছে, “তুই পুড়ে যা, তোর উপর চোদ্দোতলা তুলবো।” --------- (বড়লোক গরিবলোক)



** (২৪) “এখন বছরে তিনবার ধান হয় বলে

একজন ভিখিরি, একজন পাগলের খাবার

কেড়ে নেওয়ার আগে দুবার ভাবে।”--------- (কি বললেন,বিশ্বায়ন?)



** (২৫) “কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই, কবিতা ডুবে যায় না।”------- [তুকারাম]



** (২৬) “একজন সাংসদ বললেন: ভারতের মধ্যে কেরালা এখন যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছতে বিহারের একশ পঁচিশ লাগবে।

সেটা শুনে লালুজি বললেন: লে হালুয়া ততদিনে,মানে আগামী একশ পঁচিশ বছরে কেরালা নষ্ট হয়ে ,ফোস্কা পড়ে,পচে গলে বিহার হয়ে যাবে।”---------- (বিহার)



**(২৭) “ছাত্রী নিয়ে লেখা বেশ বিপজ্জনক,তবু লিখি।”-------- (সমস্ত ইংরেজির ছাত্রীকে)



** (২৮) “প্রবাদ আছে,ঈশ্বর যাঁদের ভালবাসেন তাঁরা খুব কম বয়সে মারা যান।আমি ঈশ্বর মানি না আপনিও মানতেন না।

আপনি বেঁচে থাকলে কী লিখতেন আজ জানি না।কিন্তু যা লিখে গেছেন,যেভাবে লিখেছেন, বেপরোয়া সে লেখার পায়ের কাছে বসার যোগ্যতাও আমার নেই।একটা বিপজ্জনক লাইন লিখেই ভয়ে মরি,বারবার কেটে,শিল্প দিয়ে ধুয়ে,জামা জুতো পরিয়ে তবে ছাপতে দিই।”------- (সুকান্ত ,আপনাকে)



**(২৯) “ আমরা মরেছি প্রতিদিন প্রতিরাতে,

আমরা মরেছি মোরগ ডাকার আগে।

আমরা ‍মরেছি মিছিলের পুরোভাগে,

রক্ত ঝরেছে আমাদের বাড়াভাতে।”-------- (জেরুজালেম থেকে মেদিনীপুর)।।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথা গুলো ভাল লাগল।

০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

রক্তপলাশ বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । আপনার পছন্দ সুন্দর ।

০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

রক্তপলাশ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.