![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।
শূন্য দশকের বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়া আমার পড়া পছন্দের ৭টি অণুকবিতা,সাথে আমার একটা কাঁচা হাতের লেখা :-
***(১)
এক যোগ এক সমান দুই;এটা ভুল।
এক যোগ এক সমান এক;এটা ঠিক।
এক যোগ এক সমান এক লিখলাম।লিখে রহস্য
সমাধান করলাম।
--------------------------------------------------হিসেব/আশিক আকবর।।
***(২)
কড়ুই গাছের মাথা হতে ভেড়াগুলো
উত্তরের চারণভূমিতে গেছে।
নদটির বুকে কয়েকজন সুন্দরী নক্ষত্র,
রাত্রিজ্ঞান শূন্য ফুটফুটে হাঁসের বাচ্চা
জলকেলি করছে;কোথাও কোনো চিল নেই।
----------------------------------------------------মেঘ/মিজান মল্লিক।।
***(৩)
মানুষের মুখ মূলত মৌলিক কবিতা,
কেননা একটির সঙ্গে আরেকটির তুলনা চলে না।
আমি প্রতিদিন পথে প্রান্তে
এইসব কবিতা কুড়াতে ভালবাসি।
--------------------মানুষের মুখ/মামুন খান।।
***(৪)
ডাইনে না বায়ের বাঁকে, থোকা থোকা রোদের ফাঁকে
শীতের এক ইশকুল আছে।
করিডরে দুষ্টু 'বিকেল', কান ধরে দাড়িয়ে থাকে।
'কুয়াশার' নাম কাটা যায়, 'সন্ধ্যার' ফাইন বাড়ে।
'রাত' এবার ফার্স্ট হয়েছে, শুনেছি ও রিক্সা ঠেলে।
হেড স্যার ভীষণ খুশি, দরখাস্তেও সাইন দিয়েছে।
পূওর-ফান্ডের টাকাটা বোধয় শুধুমাত্র ওই পাবে।
-------------------শীতের ইস্কুল/সিপাহী রেজা।।
***(৫)
আমি সে লাজুক মুখ
জমানো অনেক কথা না বলা পাথর
আমি সে প্রমত্ত ঝড়
ঘর ভেঙে ভর করা হাওয়ার উপর
আমি সে মাতাল প্রেম
মধ্যরাতে ফিরে দেখা দুঃসহ অতীত
প্রতিবিম্ব ভেঙে বলি লাবণ্য তোমাকে
আমিই শোভন লাল আমিই অমিত।
--------------------------------------প্রতিবিম্ব ভেঙে বলে/সৌমিত্র দেব।।
***(৬)
যুবতীর আত্মহত্যার প্রশ্নে যৌনতা লেপ্টে থাকে ।
মেয়েটিকে কি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে
ফাঁসে ঝুলিয়ে রাখা হয়েছে ?
কারা করেছে ? কে ?
নাকি কেউ পেট বাঁধিয়ে সটকে পড়েছে বলে
অপমান হতাশায় মেয়েটি নিজেই নিজের হন্তারক হয়েছে ?
মেয়েটির ভগ্নিপতি কি ভজকট বাধিয়েছিল ?
নাকি চাচাতো , মামাতো , তালতো ভাই ?
নাকি বাড়ির ওই সুদর্শন কেয়ারটেকার ?
আমি দেখি , লাশের বাঁ হাতের তালুতে লেখা -
“ মা , তোমরা যার সঙ্গে আমার বিয়ে পাকাপাকি করেছ
তাকে আমার পছন্দ নয় ।
------------------আত্মহত্যা/মাহবুব কবির।।
***(৭)
হাজার হাজার মুখ,হাজার ভ্রূকুটি
খাদ্য নেই,জল নেই,গঙ্গাও অচল
তবু যেন এ পৃথিবী সসাগরা জল
তবু যেন এ পৃথিবী একটাই রুটি।
------------------------------------একটাই রুটি/সুবোধ সরকার।।
***
আমার একটা ছোট্ট চেষ্টা:-কবিতা হলো কি না জানি না।।
“ঋতুদের পাঠশালাতে”
ভুলে গেছি,
ঋতুরা সেই কবে পাঠশালা ছেড়েছে !
শুনেছি,
ওরা নাকি এখন হাই স্কুলে পড়ে!
খেয়ালমতো ক্লাস ফাঁকি দেয়,
সময়মতো ক্লাসে আসে না!
এখন সবে তিন পিরিয়ড
তাও
হাফটাইমেই স্কুল পালায়!
আমি তখন নস্টালজিক,মেসবাড়িটার চিলেকোঠায়;
পাঠশালা দিন,ছয় পিরিয়ড,মনে পড়ে যায়
মনে পড়ে যায় !!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।