![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।
।
একজন কবির সাক্ষাতকার
: আচ্ছা,এককথায় কবিতা বলতে আপনি কি বোঝেন?
: মানুষ।
: আপনার কবিতায় রাজনীতির ব্যবহার খুব বেশি মনে হয়,শিল্পের ব্যাপারটাকে আপনি খুব একটা----------------------এর কারণ কি?
: মানুষ।
: স্বর্গ,নরক;এসব বিষয়ে আপনার চিন্তাভাবনা জানতে ইচ্ছে করে।একটু সহজ করে বুঝিয়ে বলবেন কি?
: খুব সহজ করে বললে বলতে হবে,মানুষ।
: মানুষের মৃত্যু হলে পরে কিছু ভেবেছেন কি?
: হ্যাঁ,ভেবেছি,তারপরও মানুষ।
: সব প্রশ্নের উত্তরই যদি মানুষ,তাহলে এবার বলুন,মানুষ বলতে আপনি কি বোঝেন?
: সমাজবদ্ধ শ্রমজীবি মানুষ।
: তাহলে ব্যাপরটা কী দাঁড়ালো শেষ পর্যন্ত?
: দাঁড়ালো না,চলতে থাকলো।
: মানলাম চলতে থাকলো,কিন্তু কে মানুষকে দিলো এই অন্তহীন চলার গতি?সে কি কোন পরম শক্তি নয়?
: হ্যাঁ,মানুষ এক পরম শক্তিই তো।ঠিকই বলেছেন।
: তার মানে আপনি বলতে চান,এই সুন্দর পৃথিবী,এই মহাশূন্যমুগ্ধ সৌরলোক,এই মৃত্তিকা,এই আকাশ,বাতাস এগুলো সৃষ্টি করেছে মানুষ?
: হ্যাঁ মানুষ।
: বলুন কীভাবে?
: সন্তান যেভাবে সৃষ্টি করে তার মাতাকে,পিতাকে।।
---------------------------------------------------------------------------------------------নির্মলেন্দু গুণ।।
শুভ জন্মবার্ষিকী প্রিয়কবি।ভালো থাকবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন কবি।