নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা

ইচ্ছে হলো একধরণের পদ্য লেখা,শব্দে-সুরে ইচ্ছেমতো বাঁচতে শেখা

রক্তপলাশ

এই যে আমি জন্মেছি,আর কোনওদিন জন্মাব না,এই জেনে দু-চারটে লাইন লিখে রাখা------।।

রক্তপলাশ › বিস্তারিত পোস্টঃ

“ ভালবাসা ”

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

সচেতনেই হোক কিংবা অবচেতনে,

ইচ্ছেতেই হোক আর অনিচ্ছেতে,

তোমার আশ্চর্য সেই নামতাটা শেখা হয়ে গেলে;

একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারও

জলফড়িংয়ের পাখনা ছিঁড়তে ভয় পায়।

তখন সেই ফড়িংয়ের জলরং তাকে ভাবায়,

তখন তার বুক কাঁপে।

ছুরি,চাপাতি আর বুলেটগুলো গঙ্গার ঘাটে

বিসর্জন দিয়ে,প্রেমের স্বরূপে;

সে রজনীগন্ধার স্টিকে নাক ডুবায়।

প্রেমিক ঠোঁটে হাওয়া ধাক্কা দিয়ে,

সেই চ্যাপ্টা গোলাপের গান গায় ।



আমি কখনও ফুলের দোকানি,

আবার কখনোও বা ফুলবাগানের মালী হয়ে

অন্যমনে ভাবনা খেলাই; মগজে,পাঁজরে,

তুমি চারমাত্রার একটা ছোট্ট শব্দ

এতো সামর্থ্য ধরো কি করে ??

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.