![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রবীঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার প্রিয় দশটা গানের লিষ্ট দিলাম। রবীঠাকুরের সব গানই আমার কাছে অসম্ভব প্রিয়। এর মধ্যে থেকে ১০ টি গানের লিষ্ট করতে গিয়ে বিশাল সমস্যার সন্মুখীন হলাম। কোনটা রেখে কোনটা দেবো, ভেবেই পাই না। অবশেষে একটা লিষ্ট করলাম। রবীন্দ্রপ্রেমীরা সবাই গানগুলো শুনেছেন। তবু লিষ্টটা দিলাম, কারণ যারা রবীন্দ্রসংগীতের ভক্ত নয় তারা যেন একবারের জন্য হলেও গানগুলো শোনে। আশা করি সবার ভালো লাগবে।
১. আমারও পরাণও যাহা চায়.....
২.এমনও দিনে তারে বলা যায়...
৩.দিবসও রজনী আমি যেনো কার আশায় আশায় থাকি....
৪.আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল....
৫.মায়াবন বিহারিনী হরিণী....
৬.ভালোবেসে সখী নিভৃত যতনে....
৭.পাগলা হাওয়ার বাদল দিনে.....
৮.তুমি কোন কাননের ফুল...
৯.ও আমার দেশের মাটি....
১০. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে....
আমার কাছে এটা সবচেয়ে প্রিয় গান
০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪১
অরুদ্র বলেছেন: গানগুলো শুনলে আরও উদাস উদাস লাগবে। শোনার আমন্ত্রণ রইলো।
২| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪৮
মোস্তফা ভাই বলেছেন: গান গুলা আগেই শুনেছি, সব রাজনিতীবিদ রা এই গান গুলা শুনলে বা গানের বানীগুলা বুঝলে পৃথিবীতে যুদ্ধ থেমে যেতে বাধ্য।
০৭ ই মে, ২০১৬ রাত ২:৫৭
অরুদ্র বলেছেন: সেটা জানি না, তবে সবাই শুনলে সবার মনেই প্রেম, ভালোবাসা প্রখর হবে এটা নিশ্চিত করেই বলা যায়।
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৪৭
রিপি বলেছেন:
সবগুলো গানই প্রিয়। জন্মদিনের শুভেচ্ছা পৌছে যাক।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫৮
অরুদ্র বলেছেন: রবীঠাকুরের সবগুলো গানই প্রিয়। আমাদের শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে আজ আপনার আমন্ত্রণ রইল। রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে। গানের আসর বসেছে।
৪| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
সোজোন বাদিয়া বলেছেন: আপনার সুন্দর সুকুমার মনের প্রতি সালাম রইল।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫৯
অরুদ্র বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা রইল।
৫| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:৪৮
রিপি বলেছেন: ইশশ সুজোগ থাকলে কি আর মিস করতাম। ধন্যবাদ আপনাকে। গানের আসর কেমন কাটলো সেটা পারলে শেয়ার করে ফেলুন।
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:২০
অরুদ্র বলেছেন: খুবই ভালো কেটেছিলো সারাটা দিন। শান্তিনিকেতন থেকে স্বনামধন্য সংগীতশিল্পীরা এসেছিলেন। এককথায় অসাধারণ কেটেছিলো দিনটা।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ রাত ১২:৩৪
মোস্তফা ভাই বলেছেন: মনটা কেমন যেনো উদাস করে দিলেন ভাই।