![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসের বেগ বাড়ছে শুধু, উপড়ে পড়ছে শত গাছ
যমুনার তীরে বসে আজ শুনি বাঁধ ভাঙ্গার আওয়াজ
আদিকাল থেকে মর্ত্য জুড়ে ভাঙা গড়ার রেওয়াজ
পাখিদের ডাকে, বাতাসের সুরে ধ্বংসের কুচকাওয়াজ।
মহাপ্রলয়ের মহা-হুংকারে যদি নাইবা কাঁপে বুক
সিডর, আইলা, মহাসেন আজ একসাথে আসুক।
প্রাবন-জলে বাঁধের মানুষ নাহয় একটু ভাসুক,
স্রস্টার বেশে ধ্বংস-বিধাতা হাসতে চাইলে হাসুক!
ব্লগে লেখা এটা আমার লেখা প্রথম কবিতা।
কি নিয়ে লেখব, কি নিয়ে লেখব - এই চিন্তাতেই দুইদিন চলে গেল।
অবশেষে বাঁধ ভাঙ্গার আওয়াজ নিয়েই হিজিবিজি কিছু একটা লিখে ফেললাম।
জনৈক রুয়েটিয়ানের ব্লগ
১২ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৫
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:
ধন্যবাদ, খেয়াঘাট ভাই।
আপনার গল্পগুলোও অনেক সুন্দর।
দোয়া কইরেন, যাতে জলদি সেইফ হই।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার কবিতায় একদম লাইন বাই লাইন মিলাতে হবে এমন কথা নাই, আপ্নের পরযবেক্ষন ক্ষমতা আসে, আপ্নি আরো ভাল লিখতে পারবেন বলে আমি মনে করি, আপ্নার জন্য শুভ কামনা থাকলো। আমি পাঠক হিসাবে কথা গুলো বল্লাম। আশা করি কিছু মনে করবেন না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।
আমি খুব একটা লিখতে পারিনা। তবে মাঝেমধ্যে চেষ্টা করি।
বিষয়টা খেয়াল রাখব।
আপনার কবিতা কিন্তু আমি নিয়মিত পড়ি, জনাব।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আমিও আপনার মতন টেরাই কইরা যাইতেসি, এ বছর সুবিধা করতে পারতেসি না
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কি যে বলেন। )
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:০৫
খেয়া ঘাট বলেছেন: কবিতাই লিখেন। আপনার কবিতার মুগ্ধ পাঠক হলাম।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।