নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

ধুৎৎৎ !

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

একজন মন্তব্যলেখক। ◕◕◕◕◕◕◕◕◕

জনৈক রুয়েটিয়ানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নর্দমা

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

স্থির-শান্ত বাস

আর থালা ভর্তি মৃত মাছের লাশ।

পেছনে বইছে উচ্ছিষ্টের নর্দমা।

নর্দমায় পাশে এক অভুক্ত বয়সবৃদ্ধ

খুঁজে যাচ্ছে - যদি পাওয়া যায় ভেসে থাকা কোন মাছ।



বাস কাঁপল।

একটু যেন নড়ল।

চলা শুরু করল।

পেরিয়ে যাচ্ছে সেই মাছবাজার।





শুনতে পাচ্ছি

উন্মাদের অট্টহাসি আর তার তিরস্কার -



"সম্রাজ্ঞীরা ,

আমাদের জন্য যদি করতেই চাও কিছু কাজ

রাস্তার ফাঁকে কেন লাগাও না শাকসব্জির গাছ?

ক্ষতি কি আছে, লেকে চাষ হয় যদি কিছু মাছ।

ক্ষুধার্ত আমরা চাইনা তোমার সাম্রাজ্যের মুকুট,

চাই শুধু দুবেলা দুমুঠু খাবার পাতে জুটুক।"





সৌন্দর্য মানে কি কেবল অর্থের অপচয়,

নাকি অশুদ্ধ সত্ত্বার শুদ্ধির মাঝেই নিহীত তার পরিচয়।














জনৈক রুয়েটিয়ানের ব্লগ

২৭ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বোকামন বলেছেন:
ক্ষুধার্ত আমরা চাইনা তোমার সাম্রাজ্যের মুকুট,
চাই শুধু দুবেলা দুমুঠু খাবার পাতে জুটুক।"


সাহসী উচ্চারণ !
এমন লেখাই চাই ...।

+

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ...।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

গেন্দু মিয়া বলেছেন: ভালো হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পুরাই ধইন্য।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

ইকরাম উল হক বলেছেন: সৌন্দর্য

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: থেঙ্কু বচ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
শুভ জন্মদিন।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: গিফট ছাড়া উইশ করেন, সাহস তো কম না। B-))

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: স্থির-শান্ত বাস
আর থালা ভর্তি মরা শিংমাছ
পেছনে বইছে উচ্ছিষ্টের নর্দমা।
নর্দমায় পাশে এক অভুক্ত বয়সবৃদ্ধ
খুঁজে যাচ্ছে - যদি পাওয়া যায় দুয়েকটা মাছ।
- আপনার লেখা আর চিন্তা অনেক ভালো লাগলো! মনে হচ্ছে আপনার আরও অনেক চমৎকার লেখা পড়ার সুযোগ হবে!

শুভকামনা!

আরও অনেক লেখা চাই!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৩:২৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
অবশ্যই পাবেন। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.