নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

ধুৎৎৎ !

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

একজন মন্তব্যলেখক। ◕◕◕◕◕◕◕◕◕

জনৈক রুয়েটিয়ানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

...ওঁযুহাত

০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬

যখন দুটা বাক্যে ছন্দের অভাব হয়

বলি, আমি ত কোন কাব্যের কবি নই।

যখন সমাজের অনটন তোমাদের পীড়া দেয়

বলি, আমি ত কোন রাজনৈতিক নই।

যখন ফুটপাতে কোন শিশু একা শুয়ে রয়

বলি, আমি ত একেবারেই ঘুমার্ত নই।



যখন ভিখারির বাসনে থাকেনা একটা সিকিরও টঙ্কার

উচ্চকণ্ঠে বলি, আমি ত এই মুহূর্তে খুচরোর অধিকারী নই।

যখন রিকশা টেনে মরমর কোন বৃদ্ধ নিভৃতে দীর্ঘশ্বাস ফেলে

মনে মনে বলি, আমি ত তোমার বাহনে সওয়ারী নই।



যখন বরষার প্লাবনে শত মানুষ বানের জলে বয়ে যায়

বলি, আমি ত তাদের রক্ষাকারী সিনবাদ নাবিক নই।



যখন ধর্মের নামে বুড়ো শকুনেরা মায়ের বুক চিড়ে খায়

ক্ষীণ গলায় বলি, আমি ত সেই ধর্মেরই লোক নই।



যখন সাইক্লোনে সাগরের সব ঢেউ উত্তাল হয়ে গর্জায়

গোপনে সবাইকে বলি,

আমি ত খোলসে লুকিয়ে থাকা কোন ভীতু শামুক নই।













জনৈক রুয়েটিয়ানের ব্লগ

২০ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাল লাগলো।

মানুষের বহুরূপ তুলে ধরেছেন।

শুভ কামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ নৌকাভাই।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অজস্র ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাল
লাগলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: জেনে ভাল লাগল, ভাই।

৪| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.