নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

ধুৎৎৎ !

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

একজন মন্তব্যলেখক। ◕◕◕◕◕◕◕◕◕

জনৈক রুয়েটিয়ানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন করি বিধাতা!

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

বেঁচে উঠি আমরা, জেগে থাকে ভোর

নিশ্চল পদে পাড়ি দিয়ে চলা মুহূর্তের করিডোর।

ব্যার্থ জীবনের স্বপ্ন এখানে বৃথা কাব্য হয়ে রয়,

স্বর্গমোহে আটকে সবাই, নরকে যাপ্ত জীবনভর।



আমরা বাস্তব, আমরা জীবন্ত।

বলি নক্ষত্ররা তো সব গ্রহেরই শেকলঘর!



অভিশপ্ত এ গ্রহের পাপের বলয়ে নিঃশ্বাস নিয়ে হই বিরক্ত

চার দেয়ালের বদ্ধ কুঠুরিতে আটক কয়েদির মত নিগৃহীত।

প্রশ্ন করি বিধাতা,

লক্ষ কোটি মৃতের বোঝায় এই ধরণী কেন আজ অপবিত্র?

আদিজননীর ঔরস মোরা; হই একে অপরের কেন ভৃত্য!











জনৈক রুয়েটিয়ানের ব্লগ

১০ অগ্রহায়ণ ১৪২০ বঙ্গাব্দ


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

মুশাসি বলেছেন: ভালো লাগা ++++
কোন সিরিজ?

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: জনৈক রুয়েটিয়ানের ব্লগে স্বাগতম।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আদিজননীর ঔরস মোরা; হই একে অপরের কেন ভৃত্য!

আমারও একই প্রশ্ন। :)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রশ্নের জবাব আমারও জানা নাই। :P

ভালো থাকবেন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ কবিতা +++++ রইল।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:
বিশেষণের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, কান্ডারি অথর্ব ভাই।

ভালো থাকবেন। :#)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! ভালো লাগা রইলো কবিতায়!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ।

:) :D B-) :-B B-))

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা ++++

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার কবিতাগুলাও দুর্দান্ত। ভালো থাকবেন। :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

++++++

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, নৌকাভাই। :)

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কাল্পনিক মন বলেছেন: বিধাতা নিজেই আজ লজ্জিত তার সৃষ্টির শ্রেষ্ঠদের দেখে ! যাহোক, পড়ে ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সে যা বলেছেন... 8-|

ভালো লাগল জেনে আমারও অনেক ভালো লাগল। :)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: কিছু শব্দ সাধুতে চলে গেছে।ত্ববুও ভালোলাগা

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ।
বাংলায় সাধু, চলিত বিভেদ কেমন জানি ভালো লাগে না। ব্যাকরণে কি হয়! অনুভুতির প্রকাশই তো ভাষার মুখ্য উদ্দেশ্য।

ভালো থাকবেন। :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

সাচৌ বলেছেন: সুন্দর ! +++++

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাচৌ। :)

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভালো লাগল জেনে আমারও অনেক ভালো লাগল। :)

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ভালো লিখো ভাই। কেমন জানি একটা ছন্দ আছে লেখাটার ভিতর।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কও কি ভাই! মন্তব্যে মুগ্ধ। B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.